প্রায় ৯ বছর প্রেমের সম্পর্কের পর অবশেষে বিয়ে করছেন ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। স্প্যানিশ টিভি শো ‘দি কোরাজোনে’-এর সাংবাদিক আলবার্তো গুজমান জানিয়েছেন, বিয়ে সম্ভবত ২০২৬ সালের ১৯ জুলাইয়ের পর হবে। বিশ্বকাপ শেষে এই অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করছেন তারা।

রোনালদোর প্রস্তাব ও উপহার
রোনালদো শুধুই আংটি দেননি। গুজমানের মতে, জর্জিনাকে তিনি দিয়েছেন একটি পোরশে গাড়ি, ৫০ হাজার ইউরোর বেশি মূল্যের দুটি ঘড়ি এবং দুই বিখ্যাত ডিজাইনারের পোশাক, যার দাম ৩০ হাজার ইউরোর বেশি। জর্জিনা ইনস্টাগ্রামে আংটি পরা ছবি শেয়ার করে ‘আই ডু’ লিখে প্রস্তাব গ্রহণের ইঙ্গিত দিয়েছেন।
আরো পড়ুন:
রাম চরণ ও আল্লু অর্জুনের ১৮ বছরের দূরত্ব: নায়িকা নেহা শর্মা কি আসল কারণ?
গুজমান বলেন, “আমি জর্জিনার ঘনিষ্ঠ একজনের সঙ্গে কথা বলেছি। তারা এখনো তারিখ নিয়ে ভাবছেন। সব কিছু চূড়ান্ত হয়নি। রোনালদো বিষয়টি গোপন রাখছেন।”
সূত্র জানায়, বিয়ে সম্ভবত রোনালদোর নিজ দেশে, পর্তুগালে অনুষ্ঠিত হবে।
রোনালদো ও জর্জিনা ২০১৬ সাল থেকে সম্পর্কিত। তাদের দুই সন্তান রয়েছে, আর রোনালদোর মোট সন্তান সংখ্যা পাঁচ। রোনালদো বিশ্বকাপ খেলাই শেষ করার পরিকল্পনা করছেন, এরপরই ব্যক্তিগত জীবনকে গুরুত্ব দিতেই বিয়ের আয়োজন করা হবে।

বিয়ে আয়োজন এবং তারিখ চূড়ান্ত হওয়ার পর আরও বিস্তারিত জানানো হবে। ভক্তরা ধীরে ধীরে প্রস্তুত হতে পারেন এই আন্তর্জাতিক তারকাদের জমকালো বিয়ের জন্য।
সূত্র: সংবাদ প্রতিদিন