ভিভো এবার চীনের বাজারে আনতে যাচ্ছে তাদের নতুন স্মার্টফোন Vivo Y500। যদিও সম্প্রতি Y400 4G এবং Y400 5G লঞ্চ হয়েছে, তবুও Y500 নিয়ে আলাদা উৎসাহ তৈরি হয়েছে। টিজার পোস্টারে দেখা গেছে, ফোনটি আসছে টেকসই ডিজাইন ও প্রিমিয়াম লুক নিয়ে। তবে এটি মূলত একটি মিড-রেঞ্জ স্মার্টফোন, তাই দাম ও ফিচার হবে ব্যবহারবান্ধব।
বাজারে বিভ্রান্তি, তবুও নতুন চমক
ভিভো সম্প্রতি Y400 4G ও Y400 5G উন্মোচন করেছে। এর অল্প কিছুদিনের মধ্যেই Y500-এর টিজার প্রকাশ সবাইকে অবাক করেছে। আসলে Y500 শুধুমাত্র চীনা বাজারে আসবে, আর Y400 সিরিজ পাওয়া যাচ্ছে অন্যান্য দেশে।
ডিজাইনে প্রিমিয়াম ছোঁয়া
টিজারে দেখা গেছে, Vivo Y500 অনেকটাই X200 সিরিজের ডিজাইন থেকে অনুপ্রাণিত। বিশেষ করে ক্যামেরা আইল্যান্ডের আকৃতি ও অবস্থান একেবারেই হাই-এন্ড মডেলের মতো।
টেকসই বিল্ডের প্রতিশ্রুতি
ভিভো জানিয়েছে, নতুন Y500 আসছে দৃঢ় ও টেকসই বডি নিয়ে। ফলে এটি হবে এমন একটি মিড-রেঞ্জ ফোন, যা শুধু স্টাইলিশই নয়, বরং দীর্ঘমেয়াদে ব্যবহারেও নির্ভরযোগ্য।
আরো পড়ুন: iPhone 17e স্পেসিফিকেশন ফাঁস: কী থাকছে নতুন এই বাজেট আইফোনে?
ফিচার এখনো গোপন
যদিও ফোনটির প্রসেসর, ক্যামেরা বা ব্যাটারির তথ্য এখনো প্রকাশ করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে, আসন্ন কয়েক সপ্তাহে ধীরে ধীরে সব স্পেসিফিকেশন সামনে আসবে।
ব্যবহারকারীদের প্রত্যাশা
মিড-রেঞ্জ ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা বাড়তে থাকায়, ব্যবহারকারীরা আশা করছেন ভালো পারফরম্যান্স, শক্তিশালী ব্যাটারি ও মানসম্মত ক্যামেরা নিয়ে আসবে Vivo Y500।