বাংলাদেশের উপকূল ও অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অফিস জারি করেছে ঝড়বৃষ্টি ও বজ্রপাতের সতর্কতা। সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারে। সেই সঙ্গে সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণ ও বজ্রঝড় অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর পর্যন্ত দেশের অন্তত ৭টি জেলার ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি ও বজ্রপাত হওয়ার সম্ভাবনাও রয়েছে।
ঝড়বৃষ্টির আশঙ্কায় খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
ভারতের উত্তর অন্ধ্র প্রদেশ ও দক্ষিণ ওড়িষ্যা উপকূলের অদূরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। চট্টগ্রাম থেকে প্রায় ৮৬৫ কিমি দক্ষিণ-পশ্চিমে ও কক্সবাজার থেকে ৮৫০ কিমি দক্ষিণ-পশ্চিমে এটি অবস্থান করছে।
নিম্নচাপের কারণে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্য সৃষ্টি হয়েছে। এর ফলে বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী কয়েক দিন দেশে বজ্রসহ বৃষ্টি ও ভারি বর্ষণ অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে। তাই উপকূলীয় এলাকার মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।