Thursday, August 21, 2025
Homeরাম চরণ ও আল্লু অর্জুনের ১৮ বছরের দূরত্ব: নায়িকা নেহা শর্মা কি...

রাম চরণ ও আল্লু অর্জুনের ১৮ বছরের দূরত্ব: নায়িকা নেহা শর্মা কি আসল কারণ?

দক্ষিণ ভারতের দুই জনপ্রিয় নায়ক রাম চরণ ও আল্লু অর্জুন আসলে এক পরিবারের সন্তান। শৈশব কেটেছে একই ছাদের নিচে। অথচ দুই ভাইয়ের মধ্যে কথাবার্তা বন্ধ দীর্ঘ ১৮ বছর ধরে। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে উঠে এসেছে এর পেছনের চমকপ্রদ কারণ।

দক্ষিণী সিনেমার দুই সুপারস্টার আল্লু অর্জুন ও রাম চরণকে সিনেমার পর্দায় সবাই পছন্দ করলেও বাস্তবে তাদের মধ্যে রয়েছে দীর্ঘদিনের দূরত্ব। প্রায় দুই দশক ধরে একে অপরের সঙ্গে কথা বলেন না তারা।

কিভাবে শুরু হলো দ্বন্দ্ব?

ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, এই সম্পর্কের টানাপোড়েনের পেছনে রয়েছেন অভিনেত্রী নেহা শর্মা
২০০০ সালের শুরুর দিকে নেহা শর্মার সঙ্গে প্রেমে জড়ান ‘পুষ্পা’ খ্যাত নায়ক আল্লু অর্জুন। তাদের সম্পর্ক এতটাই গভীর ছিল যে, আল্লু নেহাকে জীবনসঙ্গিনী হিসেবে ভেবেছিলেন।

আরো পড়ুন: ‘Stranger Things’ এর নির্মাতারা নেটফ্লিক্স ছাড়তে পারেন

কিন্তু ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত রাম চরণের প্রথম ছবি ‘চিরুথা’-তে নেহা ছিলেন নায়িকা। শুটিং চলাকালে নেহা ও রাম চরণের ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে। একপর্যায়ে এমনও খবর রটে যায় যে, তারা নাকি গোপনে বিয়ে করেছেন এবং মধুচন্দ্রিমায়ও গিয়েছেন।

আল্লুর ক্ষোভ

এই গুঞ্জন আল্লু অর্জুন মেনে নিতে পারেননি। তিনি ভীষণভাবে ভেঙে পড়েন এবং নেহার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। একইসঙ্গে ভাই রাম চরণের সঙ্গেও সম্পর্কের অবনতি ঘটে। সেই থেকে আল্লু অর্জুন ও রাম চরণের মধ্যে কথাবার্তা বন্ধ হয়ে যায়।

এখনো চলছে দূরত্ব

এত বছর পেরিয়ে গেলেও দুই ভাইয়ের সম্পর্ক আগের মতো হয়নি। পারিবারিক বা পেশাগত যেকোনো অনুষ্ঠানেই তারা দূরত্ব বজায় রাখেন। বলিউড ও টলিউডে কাজের ব্যস্ততা বাড়লেও দুই ভাইয়ের ‘ঠাণ্ডাযুদ্ধ’ এখনো অব্যাহত।

Star Shanto
Star Shanto
আমি শান্ত ঘোষ "স্টার শান্ত" ওয়েবসাইটের মালিক ও ম্যানেজিং পয়েন্টে যুক্ত রয়েছি। আমার রয়েছে অনলাইনে বিভিন্ন বিষয় ৭ বছরের অভিজ্ঞতা। তবে আমার এই ওয়েবসাইটে আমি নতুন প্রযুক্তি, নতুন ইনফরমেশন ও বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে লেখালেখি করি যাহাতে আপনাদের নতুন কিছু শেখাতে ও জানাতে পারি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ