‘War 2’ বক্স অফিস কালেকশন নিয়ে দারুণ চমক দেখিয়েছে। হৃতিক রোশন, জুনিয়র এনটিআর ও কিয়ারা আডভানি অভিনীত এই বহুল আলোচিত স্পাই থ্রিলার মাত্র চার দিনে দেশীয় বক্স অফিসে 151.58 কোটি টাকার বেশি আয় করেছে। অন্যদিকে, রজনীকান্তের বহুল প্রতীক্ষিত ছবি ‘কুলি’ চার দিনে 168.26 কোটি টাকার কাছাকাছি পৌঁছে গেছে। ফলে দক্ষিণ ভারত ও বলিউড দুই জগতের দুই সুপারস্টারের ছবির মধ্যে চলছে জমজমাট প্রতিযোগিতা।
War 2 Box Office Collection Day 4 Update

আয়ান মুখার্জির পরিচালনায় ‘War 2’ মুক্তি পায় ১৪ আগস্ট, স্বাধীনতা দিবসের আগের দিন। মুক্তির প্রথম দিন ছবিটি সব ভাষায় মিলে মোট 52 কোটি টাকা আয় করে এর মধ্যে হিন্দিতে 29 কোটি, তামিলে 0.25 কোটি ও তেলুগুতে 22.75 কোটি।
স্বাধীনতা দিবসে ছবির কালেকশন আরও বেড়ে দাঁড়ায় 57.35 কোটি টাকায়, যেখানে হিন্দিতে 44.5 কোটি, তামিলে 0.35 কোটি এবং তেলুগুতে 12.5 কোটি আয় করে। তৃতীয় দিনে আয় কমে দাঁড়ায় 33.25 কোটি টাকায়। আর চতুর্থ দিনে দুপুর পর্যন্ত আয় হয়েছে প্রায় 8.89 কোটি, যা নিয়ে মোট আয় দাঁড়িয়েছে 151.58 কোটিতে।
Tough Competition from Rajinikanth’s Coolie
তবে শুধু ‘War 2’ নয়, একই দিনে মুক্তি পাওয়া রজনীকান্ত অভিনীত ‘কুলি’ও বক্স অফিসে দাপট দেখাচ্ছে। ছবিটি মুক্তির প্রথম দিনেই 65 কোটি টাকার ব্যবসা করে, যা ‘War 2’-কে পেছনে ফেলে দেয়। দ্বিতীয় দিনে হৃতিক-জুনিয়র এনটিআরদের ছবি এগিয়ে গেলেও শনিবার আবার ‘কুলি’ এগিয়ে যায় এবং আয় করে 38.6 কোটি টাকা। আর চতুর্থ দিন রবিবার দুপুর পর্যন্ত ছবিটি আরও 9.91 কোটি আয় করেছে, ফলে চার দিনে এর মোট কালেকশন দাঁড়ায় 168.26 কোটিতে।
আরো পড়ুন:
Coolie Box Office Day 4: ১০% টিকিট বিক্রি কমলো, চিন্তায় রজনীকান্তের ভক্তরা
War 2 Movie Review
হৃতিক রোশন তার চরিত্র কবিরকে দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। অ্যাকশন ও আবেগ দুই দিকেই তিনি দর্শকদের মুগ্ধ করেছেন। জুনিয়র এনটিআর সমানতালে নিজের শক্তিশালী অভিনয় ও অ্যাকশনে নজর কেড়েছেন। কিয়ারা আডভানির উপস্থিতি সীমিত হলেও তার চরিত্রে ভিন্ন মাত্রা যোগ করেছে। এছাড়া অনিল কাপুর ও আশুতোষ রানাও ছিলেন প্রভাবশালী ভূমিকায়।