ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) প্রথম জয়ের দেখা পেল সাকিব আল হাসানের দল অ্যান্টিগা অ্যান্ড বারমুডা ফ্যালকনস। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে তারা বার্বাডোজ রয়্যালসকে ৬ উইকেটে হারিয়েছে।
তবে এই ম্যাচে খুব একটা আলো ছড়াতে পারেননি বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব। তিনি এক ওভার বল করে ১৪ রান খরচ করলেও উইকেট শিকার করতে পারেননি। ব্যাট হাতে করেছেন ১৩ বলে ১৩ রান। আগের ম্যাচেও সেন্ট কিটস অ্যান্ড প্যাট্রিয়টসের বিপক্ষে ব্যাট হাতে ১৬ বলে ১১ এবং বল হাতে এক ওভারে ৬ রান দেন।
রোববার (১৭ আগস্ট) সকালে প্রথমে ব্যাট করে বার্বাডোজ রয়্যালস নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে সংগ্রহ করে ১৫১ রান। তাদের হয়ে ওপেনার কুইন্টন ডি কক ৪৫ বলে ৫৭ রান করেন। অধিনায়ক রোভম্যান পাওয়েল খেলেন ২৪ বলে ৫১ রানের ঝোড়ো ইনিংস, যেখানে ছিল ৩টি চার ও ৫টি ছক্কা।
আরো দেখুন: বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ অক্টোবরেই, দুবাইয়ে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি
জবাবে, অ্যান্টিগা অ্যান্ড বারমুডা ফ্যালকনস ২ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায়। দলের হয়ে ম্যাচ জেতানো ইনিংস খেলেন কারিমা গোরে, যিনি ৫৩ বলে ৬৪ রান করেন (৩টি চার ও ২টি ছক্কা)। এছাড়া ওপেনার জুয়েল অ্যান্ড্রু করেন ২৫ বলে ২৮ রান এবং পাকিস্তানের ইমাদ ওয়াসিম ১২ বলে ১৬ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
ডি ককের রেকর্ড
এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুইন্টন ডি কক গড়েছেন বিশেষ এক রেকর্ড। উইকেটরক্ষক হিসেবে তিনি ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ৩১৭ ডিসমিসালের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েন। বর্তমানে তার ডিসমিসাল সংখ্যা দাঁড়িয়েছে ৩১৮।
যদিও সাকিব এখনও সিপিএলে নিজের সর্বোচ্চ ছন্দে ফিরতে পারেননি, তবে সমর্থকরা আশা করছেন পরের ম্যাচগুলোতে তিনি ব্যাট ও বল হাতে পুরোনো জ্বলে ওঠা সাকিবকে উপহার দেবেন।