বলিউডের স্পষ্টভাষী অভিনেত্রী কঙ্গনা রানাউত আবারও আলোচনায়। এবার তিনি সরব হলেন সমাজের প্রচলিত সেই মানসিকতার বিরুদ্ধে, যেখানে বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে দোষারোপ করা হয় কেবল নারীদেরই।
সম্প্রতি ‘হাউটারফ্লাই’-কে দেওয়া এক সাক্ষাৎকারে কঙ্গনা প্রশ্ন তোলেন:
“একজন বিবাহিত পুরুষ যদি নারীর প্রতি আগ্রহ দেখায়, কেন সেই সম্পর্কে জড়ানোর দায়টা শুধু নারীর ঘাড়েই চাপানো হয়?”
কঙ্গনার মতে, এ মানসিকতা ধর্ষণের শিকার নারীদের দায়ী করার প্রবণতারই প্রতিফলন। তার ভাষায়, মানুষ সবসময় নারীকে দোষারোপ করতে চায়। যেমন ধর্ষণের ক্ষেত্রে নারীর পোশাক বা রাতে বাইরে থাকা নিয়ে প্রশ্ন তোলা হয়, সম্পর্কের ক্ষেত্রেও একইভাবে দায়ী করা হয় নারীকে।
অভিনেত্রী নিজের জীবনের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন। তিনি জানান, তরুণী বয়সে অভিনেতা আদিত্য পাঞ্চোলির সঙ্গে তার সম্পর্ক গড়ে উঠেছিল। সে সময় আদিত্য ছিলেন বিবাহিত এবং সন্তানের পিতা। ২০১৯ সালে কঙ্গনা তার বিরুদ্ধে হেনস্তা ও ধর্ষণের মামলা করেন। তবুও সমাজের চোখে দোষারোপের বোঝা চাপানো হয় কেবল কঙ্গনার ওপরই।
আরো দেখুন: দেব-শুভশ্রী জুটির ‘ধূমকেতু’ টালিউডে রেকর্ড আয়ের সিনেমা
কঙ্গনা জানান, সে সময়ে তিনি আদিত্যের স্ত্রী জারিনা ওয়াহাবের কাছ থেকেও সাহায্য চেয়েছিলেন। তার কথায়,
আমার ওপর শারীরিক অত্যাচার করা হয়েছিল। আমি ভেবেছিলাম মানুষ আমাকে সাহায্য করবে, কিন্তু একজন নারী হিসেবে আমাকেই ফাঁদে ফেলা হলো।
আরো জানুন: আজ আইয়ুব বাচ্চুর ৬৩তম জন্মদিন, আয়োজন করছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন
২০০৬ সালে গ্যাংস্টার সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে কঙ্গনার। এরপর ওহ লামহে, লাইফ ইন এ মেট্রো, কুইন, তনু ওয়েডস মনু রিটার্নস থেকে শুরু করে মণিকর্ণিকা- প্রতিটি সিনেমাতেই তিনি অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন। সম্প্রতি নিজের লেখা, পরিচালিত ও প্রযোজিত ছবি ইমার্জেন্সিতেও অভিনয় করেছেন এই তারকা।