বগুড়ার নন্দীগ্রামে প্রবাসী ইসরাফিল হোসেনের ১৩ বছরের সঞ্চিত ৮০ লাখ টাকা নিয়ে তার স্ত্রী পারভিন আক্তার প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন। ঘটনাটি উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের ধাওয়াস গ্রামে ঘটে।
শনিবার (১৬ আগস্ট) বিকালে নন্দীগ্রাম থানার ওসি মোজাহারুল ইসলাম জানান, ইসরাফিল তার স্ত্রীসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন পারভিন আক্তার, তার পরিবারজন এবং প্রেমিক হাসান আলী।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, ইসরাফিল প্রায় ১৬ বছর আগে পারভিনকে বিয়ে করেন। বিয়ের পর তিনি মালয়েশিয়া যান এবং ১৩ বছরের মধ্যে প্রায় ৮০ লাখ টাকা স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে জমা করেন।
স্বামীর দীর্ঘ অনুপস্থিতিতে পারভিন হাসান আলী নামে একজনের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। স্বামীর দেশে ফেরার খবরে তিনি কিছুদিন আগে তালাক দেন এবং প্রেমিকের সঙ্গে পালিয়ে যান।
ইসরাফিল অভিযোগ করেছেন, স্ত্রী ও তার পরিবার টাকা ফেরত দিচ্ছে না। তিনি জানান, দেশে ফিরে সব টাকা ও সম্পদ ফেরত চাইতে বাধ্য হয়ে আইনি সহায়তা নিয়েছেন।
আরো পড়ুন: দেব-শুভশ্রী জুটির ‘ধূমকেতু’ টালিউডে রেকর্ড আয়ের সিনেমা
অভিযুক্ত পারভিন ও পরিবারের সদস্যরা বলেছেন, শিগগির টাকা ও সম্পদ ফেরত দেওয়া হবে, তবে তাদের কিছু সময় প্রয়োজন।
নন্দীগ্রাম থানার ওসি মোজাহারুল ইসলাম জানান, তদন্ত চলছে এবং সত্যতা পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।