Thursday, August 21, 2025
Homeআজ আইয়ুব বাচ্চুর ৬৩তম জন্মদিন, আয়োজন করছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন

আজ আইয়ুব বাচ্চুর ৬৩তম জন্মদিন, আয়োজন করছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন

বিনোদন ডেস্ক: বাংলাদেশের ব্যান্ডসংগীতের কিংবদন্তি ও রকস্টার আইয়ুব বাচ্চু। তরুণ প্রজন্মের কাছে তিনি ছিলেন এক উন্মাদনার নাম। আজ এই অকালপ্রয়াত তারকার ৬৩তম জন্মদিন। ১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামের এনায়েত বাজারে জন্মগ্রহণ করেছিলেন তিনি।

শিল্পীর জন্মদিন উপলক্ষে আজ রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে আয়োজন করেছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন। অনুষ্ঠানের শিরোনাম রাখা হয়েছে ‘আইয়ুব বাচ্চু: সেলিব্রেটিং লাইফ, লিগেসি অ্যান্ড চলো বদলে যাই’। এতে উপস্থিত থাকবেন আইয়ুব বাচ্চুর পরিবারের সদস্যরা, ব্যান্ড এলআরবি-এর বর্তমান ও সাবেক সদস্যরা এবং তার দীর্ঘ ক্যারিয়ারের সহকর্মীরা।

অনুষ্ঠানে স্মৃতিচারণ করবেন গীতিকার শহীদ মাহমুদ জঙ্গী, সুরকার ফোয়াদ নাসের বাবু, সংগীতশিল্পী নকীব খান, পার্থ বড়ুয়া, বাপ্পা মজুমদারসহ অনেকেই। শুধু আলোচনা নয়, বর্তমান প্রজন্মের শিল্পীরাও পরিবেশন করবেন আইয়ুব বাচ্চুর কালজয়ী গান। জানা গেছে, এখানে তার কিছু অপ্রকাশিত গানও উন্মোচন করা হবে।

১৯৭০-এর দশকে বাবার কাছ থেকে পাওয়া প্রথম গিটার হাতে ধরেই সংগীতযাত্রা শুরু করেন আইয়ুব বাচ্চু। ‘ফিলিংস’, ‘সোলস’-এ গিটারিস্ট হিসেবে বাজানোর পর ১৯৯১ সালে তিনি গঠন করেন নিজের স্বপ্নের ব্যান্ড এলআরবি। ‘এলআরবি ১ ও ২’, ‘সুখ’, ‘তবুও’, ‘ঘুমন্ত শহরে’সহ অসংখ্য ব্যান্ড অ্যালবাম এবং একক অ্যালবামের মাধ্যমে বাংলা সংগীতে নতুন ধারা সৃষ্টি করেন তিনি।

আরো দেখুন: রাজশাহী কোচিং সেন্টার থেকে অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার, পুকুরেও তল্লাশি চালাল যৌথ বাহিনী

২০১৮ সালের ১৮ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান আইয়ুব বাচ্চু। তবে তার রেখে যাওয়া গান, কণ্ঠ আর গিটারের সুর চিরকাল সংগীতপ্রেমীদের হৃদয়ে বেঁচে থাকবে।

Star Shanto
Star Shanto
আমি শান্ত ঘোষ "স্টার শান্ত" ওয়েবসাইটের মালিক ও ম্যানেজিং পয়েন্টে যুক্ত রয়েছি। আমার রয়েছে অনলাইনে বিভিন্ন বিষয় ৭ বছরের অভিজ্ঞতা। তবে আমার এই ওয়েবসাইটে আমি নতুন প্রযুক্তি, নতুন ইনফরমেশন ও বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে লেখালেখি করি যাহাতে আপনাদের নতুন কিছু শেখাতে ও জানাতে পারি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ