Thursday, August 21, 2025
Homeএকা দেখুন: নতুন ওয়েব সিরিজ 'পেয়াসী পুষ্পা' মুক্তি, প্রধান চরিত্রে আয়ুষী জেসওয়াল

একা দেখুন: নতুন ওয়েব সিরিজ ‘পেয়াসী পুষ্পা’ মুক্তি, প্রধান চরিত্রে আয়ুষী জেসওয়াল

বিনোদন ডেস্ক: ডিজিমুভি প্লেক্স অ্যাপে মুক্তি পেল নতুন ওয়েব সিরিজ ”পেয়াসী পুষ্পা”। ইতিমধ্যেই এর অফিসিয়াল ট্রেলার প্রকাশ পেয়েছে, যা দর্শকমহলে কৌতূহল বাড়িয়ে দিয়েছে।

সিরিজের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী আয়ুষী জেসওয়াল, যিনি এর আগেও একাধিক ওয়েব সিরিজে নজর কেড়েছেন। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছেন এক ডিভোর্সি নারী ‘পুষ্পা’, যিনি দ্বিতীয়বার বিয়ে করার পর নানা জটিল পরিস্থিতির মুখোমুখি হন। পারিবারিক টানাপোড়েনের মাঝেই তৈরি হয় ভিন্নধর্মী কাহিনি।

ট্রেলার দেখে মনে হচ্ছে সিরিজটিতে থাকছে রোমাঞ্চ, সম্পর্কের টানাপোড়েন এবং কিছু চমকপ্রদ মোড়। তবে কাহিনির সম্পূর্ণ রহস্য উন্মোচন হবে শুধুমাত্র সিরিজটি দেখলেই।

আরো দেখুন: রোমান্সে ভরপুর সেরা ৪টি ওয়েব সিরিজ – দেখার আগে একা থাকুন

উল্লেখ্য, ডিজিমুভি প্লেক্সের জনপ্রিয় কিছু ওয়েব সিরিজের মধ্যে রয়েছে ’লায়লা ও লায়লা’’তেরি বাপ মেরি মওসি’। সেই ধারাবাহিকতায় নতুন এই কনটেন্ট দর্শকদের কাছে ভিন্ন স্বাদ আনবে বলে আশা করা হচ্ছে।

Star Shanto
Star Shanto
আমি শান্ত ঘোষ "স্টার শান্ত" ওয়েবসাইটের মালিক ও ম্যানেজিং পয়েন্টে যুক্ত রয়েছি। আমার রয়েছে অনলাইনে বিভিন্ন বিষয় ৭ বছরের অভিজ্ঞতা। তবে আমার এই ওয়েবসাইটে আমি নতুন প্রযুক্তি, নতুন ইনফরমেশন ও বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে লেখালেখি করি যাহাতে আপনাদের নতুন কিছু শেখাতে ও জানাতে পারি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ