
সৌদি প্রো লিগে আবারও দাপট দেখালেন ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারের অন্যতম জনপ্রিয় ‘সিউ’ সেলিব্রেশনের ১২তম বর্ষপূর্তিতে দুর্দান্ত এক হ্যাটট্রিক উপহার দিয়ে আল-নাসরকে ৪-০ গোলে রিও আভেকে উড়িয়ে দেন ৪০ বছর বয়সী এই পর্তুগিজ সুপারস্টার।
গত মৌসুমে লিগের সর্বোচ্চ গোলদাতা হওয়া রোনালদোর এই দাপুটে জয়ের পেছনে বড় অবদান ছিল নতুন সতীর্থ জোয়াও ফেলিক্সের। গত মাসে ২৬ মিলিয়ন পাউন্ডে আল-নাসরে যোগ দেওয়া সাবেক চেলসি ফরোয়ার্ড প্রথম ম্যাচেই মুগ্ধ করলেন সবাইকে। ফেলিক্সের নিখুঁত অ্যাসিস্টে রোনালদো পান তার প্রথম গোলের সুযোগ, যা তিনি বিরতির আগে কাছের পোস্টে জালে পাঠান। ম্যাচে মোট তিনটি অ্যাসিস্ট করেন ফেলিক্স, যার মধ্যে দুটি ছিল রোনালদোর গোলের জন্য।
দ্বিতীয়ার্ধে সাদিও মানেকে পেনাল্টি নেওয়ার সুযোগ দিলেও তা কাজে লাগাতে পারেননি এই সেনেগালিজ ফরোয়ার্ড। তবে মাত্র ১৬ সেকেন্ড পরেই হেডে গোল করে নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন রোনালদো। এরপর ফেলিক্স ফাউলের শিকার হলে দ্বিতীয় পেনাল্টি থেকে সম্পন্ন হয় রোনালদোর হ্যাটট্রিক।
গত মাসে স্টেফানো পিওলির পরিবর্তে আল-নাসরের দায়িত্ব নিয়েছেন জর্জ জেসুস, যার লক্ষ্য দীর্ঘদিনের লিগ শিরোপার খরা কাটানো। রোনালদো যোগ দেওয়ার পরও এখনো বড় শিরোপা আসেনি ক্লাবের ঘরে। ফেলিক্সের মতো তারকা আসার পর এবার তারা নতুন করে আশা দেখছে।
আরো পড়ুন:
ইংল্যান্ডে কেলেঙ্কারির অভিযোগে পাকিস্তানি ব্যাটসম্যান হায়দার আলি নিষিদ্ধ
এদিকে, আক্রমণভাগ আরও শক্তিশালী করতে ব্রেন্টফোর্ডের তারকা ইয়োয়ানে উইসাকে দলে ভেড়ানোর আগ্রহ দেখিয়েছে আল-নাসর। উইসা গত মৌসুমে প্রিমিয়ার লিগে ১৯ গোল করেছিলেন।
সব গুঞ্জন উড়িয়ে দিয়ে রোনালদো জুন মাসে আল-নাসরের সঙ্গে নতুন দুই বছরের চুক্তি করেছেন। এই চুক্তি অনুযায়ী ৪২ বছর বয়স পর্যন্ত খেলবেন তিনি, আর প্রতিদিন বেসিক বেতনের পরিমাণ হবে অবিশ্বাস্য £৪,৮৮,০০০!
সৌদি প্রো লিগে আল-নাসরের এই বড় জয় ও রোনালদোর হ্যাটট্রিক আবারও প্রমাণ করল—বয়স কেবল একটি সংখ্যা, তার গোলক্ষুধা এখনও অক্ষুণ্ণ।