
iPhone 17 Pro নতুন ভিডিও ফাঁস: রঙিন ভ্যারিয়েন্টে প্রথম নজর
অ্যাপলের আসন্ন iPhone 17 Pro নিয়ে উত্তেজনা দিন দিন বাড়ছে। আজকের আগে ডিভাইসটির একটি ছবি অনলাইনে ফাঁস হয়েছিল, আর এবার একটি নতুন ভিডিওতে একাধিক কালার ভ্যারিয়েন্টে iPhone 17 Pro দেখা গেছে।

Dummy ইউনিট হলেও ডিজাইন একদম ফাইনাল ভার্সনের মতো
ফাঁস হওয়া ভিডিওতে দেখা মডেলগুলো মূলত dummy units, অর্থাৎ এর ভেতরে কোনো হার্ডওয়্যার নেই। তবে ডিজাইন হিসেবে এগুলো মূল ডিভাইসের সাথে সম্পূর্ণ মিলবে। ফলে এই ভিডিও থেকেই ধারণা পাওয়া যাচ্ছে iPhone 17 Pro-এর চূড়ান্ত ডিজাইন কেমন হতে পারে।

আরো পড়ুন: Redmi Note 14 SE 5G – 120Hz AMOLED ডিসপ্লে ও Dolby Atmos সাপোর্টের সাথে লঞ্চ
বড় ক্যামেরা আইল্যান্ড – নতুন ডিজাইনের ইঙ্গিত
iPhone 17 Pro-তে এবার পেছনের দিকে বড়সড় ক্যামেরা আইল্যান্ড দেখা যাচ্ছে, যা প্রায় পুরো ডিভাইসের প্রস্থ জুড়ে বিস্তৃত। ক্যামেরার অবস্থান আগের মতোই থাকলেও এবার এগুলো একটি বড় মডিউলের অংশ, Poco ফোনের দুই বছর আগের ডিজাইনের মতো।

লঞ্চ ইভেন্টের সম্ভাব্য তারিখ
বিশ্বস্ত সূত্র অনুযায়ী, iPhone 17 Pro এবং iPhone 17 সিরিজের অন্যান্য মডেল সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে উন্মোচন হবে। সম্ভাব্য তারিখ হতে পারে ৮, ৯ বা ১০ সেপ্টেম্বর ২০২৫।
অ্যাপলের এই নতুন ডিজাইন ও রঙের বৈচিত্র্য নিঃসন্দেহে iPhone প্রেমীদের জন্য চমক হয়ে আসবে।
ডিসক্লেইমার: এই নিউজ পোস্টে উল্লেখিত তথ্যগুলো বিভিন্ন ফাঁস হওয়া ভিডিও ও নির্ভরযোগ্য লিকারের সূত্র থেকে সংগৃহীত। অফিসিয়াল লঞ্চ ইভেন্টে চূড়ান্ত স্পেসিফিকেশন ও ডিজাইন পরিবর্তিত হতে পারে।