HomeমোবাইলXiaomi আনছে Redmi Note 14 SE 5G শক্তিশালী 50MP Sony ক্যামেরা ও...

Xiaomi আনছে Redmi Note 14 SE 5G শক্তিশালী 50MP Sony ক্যামেরা ও 120Hz ডিসপ্লের সাথে

Redmi note 14 se 5g

ভারতের স্মার্টফোন বাজারে নতুন চমক নিয়ে আসছে Xiaomi-এর সাব-ব্র্যান্ড Redmi। রেডমি নোট 14 SE 5G আসছে 28 জুলাই, যা ফ্লিপকার্টের একটি নতুন মাইক্রোসাইটের মাধ্যমে নিশ্চিত হয়েছে। এই ডিভাইসটি “কিলার স্পেক্স” এবং “কিলার প্রাইস”-এর প্রতিশ্রুতি দিচ্ছে, যা স্মার্টফোনপ্রেমীদের জন্য দারুণ খবর।

নতুন Redmi Note 14 SE 5G আসছে 120Hz রিফ্রেশ রেট এবং 2100-নিটস পিক ব্রাইটনেস সহ একটি ডিসপ্লে নিয়ে। স্ক্রিনে ব্যবহৃত হয়েছে Corning Gorilla Glass 5 সুরক্ষা, সাথে রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফিচারগুলো ব্যবহারকারীদের জন্য আরও মসৃণ ও নিরাপদ অভিজ্ঞতা দেবে।

ফোনটিতে থাকছে ডুয়াল স্টেরিও স্পিকার যা কোম্পানির দাবি অনুযায়ী 300% পর্যন্ত বেশি ভলিউম প্রদান করবে। এর সাথে যুক্ত হয়েছে Dolby Atmos সাপোর্ট, যা মুভি ও মিউজিকের অভিজ্ঞতাকে করবে আরও সমৃদ্ধ।

ক্যামেরার দিক থেকেও Redmi Note 14 SE 5G বেশ শক্তিশালী। এতে রয়েছে 50MP Sony Lytia LYT-600 সেন্সর ও OIS (Optical Image Stabilization) প্রযুক্তি, যা কম আলোতেও দুর্দান্ত ছবি তুলতে সাহায্য করবে।

ডিভাইসটি চালিত হবে MediaTek Dimensity 7025 Ultra প্রসেসর দ্বারা, যা দ্রুত ও মসৃণ পারফরম্যান্স নিশ্চিত করবে। এছাড়া ফোনটিতে থাকবে 5110 mAh ব্যাটারি, যা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা দেবে।

মজার বিষয় হলো, ফ্লিপকার্টে প্রকাশিত স্পেসিফিকেশনগুলো আগেই লঞ্চ হওয়া Redmi Note 14 মডেলের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। তাই ধারণা করা হচ্ছে, Redmi Note 14 SE 5G মূলত আগের মডেলের রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে।

Redmi note 14 se 5g image

মূল্য এখনও অফিসিয়ালি ঘোষণা হয়নি, তবে Redmi জানিয়েছে এটি হবে একটি “কিলার প্রাইস”। 28 জুলাই ভারতের বাজারে ফোনটি আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হবে এবং খুব শীঘ্রই বিক্রি শুরু হবে।

Redmi Note 14 SE 5G বাংলাদেশে কবে আসবে?

বাংলাদেশে ডিভাইসটির লঞ্চ সম্পর্কে এখনও কোনো অফিসিয়াল ঘোষণা নেই। তবে ভারতীয় বাজারে সাফল্যের পর এটি দ্রুতই বাংলাদেশে আসতে পারে বলে আশা করা যাচ্ছে।

- Advertisement -
Star Shanto
Star Shantohttps://starshanto.com/
আমি শান্ত ঘোষ "স্টার শান্ত" ওয়েবসাইটের মালিক ও ম্যানেজিং পয়েন্টে যুক্ত রয়েছি। আমার রয়েছে অনলাইনে বিভিন্ন বিষয় ৭ বছরের অভিজ্ঞতা। তবে আমার এই ওয়েবসাইটে আমি নতুন প্রযুক্তি, নতুন ইনফরমেশন ও বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে লেখালেখি করি যাহাতে আপনাদের নতুন কিছু শেখাতে ও জানাতে পারি।
- Advertisement -
Latest news
- Advertisement -
Related Post

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here