
ভারতে লঞ্চ হল Veo 3: আজ বৃহস্পতিবার অফিসিয়ালি ভারতে লঞ্চ হল গুগলের নতুন এ আই ভিডিও জেনারেটর Veo 3. এখন থেকে ভারতের সকল Gemini ব্যবহারকারী এই নতুন ভিডিও জেনারেটর Veo 3 এর সকল সুবিধা উপভোগ করতে পারবেন Google Ai Pro সাবস্ক্রিপশন করে। আপনি যদি ভারতবাসী হয়ে থাকেন তাহলে আপনি গুগল এআই প্রো ভার্সন সাবস্ক্রিপশন করতে পারবেন প্রথম মাসে ফ্রিতে। তারপর থেকে আপনাকে টাকা দিয়ে এই সাবস্ক্রিপশনটি চালাতে হবে।
বর্তমান সারা বিশ্বে Google Gemini ব্যবহার করতেছে ১৫৯ টি দেশ। আর এই ১৫৯টি দেশের মধ্যে রয়েছে আমাদের বাংলাদেশও। তাই পরবর্তী অফিসিয়ালি ভাবে লঞ্চ হবে বাংলাদেশ Veo 3. তবে বাংলাদেশে বর্তমান আপনি শুধু Google Ai Pro ফ্রিতে সাবস্ক্রাইপশন করে Veo 2 ব্যবহার করতে পারবেন।
কিন্তু বড় চমক হল Veo 3 ভিডিও জেনারেটর এআই। Veo 3 এর মাধ্যমে আপনি সম্পূর্ণ কাল্পনিকভাবে একটি ভিডিও তৈরি করে সেখানে অটোমেটিক ভার্চুয়াল কন্ঠ শব্দ যোগ করতে পারবেন সাথে আপনার ভিডিও অনুযায়ী সাউন্ড যুক্ত করতে পারবেন। মোটকথা Veo 3 দিয়ে আপনি একটি রিয়েলস্টিক সম্পূর্ণ কমপ্লিট ভিডিও তৈরি করতে পারবেন। এই ভিডিওটিতে আপনাকে কোনরকম এডিটিং বা কোনরকম সাউন্ড এড করতে হবে না। এই সুবিধা টাই google Veo 3 ai ভিডিও জেনারেটরের মাধ্যমে দিচ্ছে।
Veo 3 দিয়ে আপনি সর্বোচ্চ ৮ সেকেন্ডের ভিডিও তৈরি করতে পারবেন। তবে বর্তমান যারা Google Ai Pro সাবস্ক্রিপশন করবেন তারা প্রতিদিন মাত্র তিনটি করে ভিডিও তৈরি করতে পারবেন। আপনার এই ভিডিও গুলোতে ভয়েসে কথা বলার চরিত্র, ব্যাকগ্রাউন্ড মিউজিক ও সাউন্ড এফেক্ট সহ বাস্তবের দৃশ্যপট থাকবে।
বর্তমান ভিডিও জেনারেটর Ai গুলোর মধ্য সবচেয়ে শক্তিশালী Veo 3 যা কিনা একটি ভিডিওকে সম্পূর্ণ প্রসেসিং করে তৈরি করে দেন। তাই আমরা যারা বাংলাদেশী রয়েছি তারা এটির অপেক্ষায় থাকতে পারেন। আশা করি খুব শীঘ্রই আমরাও এই Veo 3 ব্যবহার করতে পারব। এবং এটি মাধ্যমে আমাদের কল্পনাকে বাস্তবায়ন করতে পারব।