HomeটেকOppo ব্যবহারকারীদের দুঃসংবাদ: যে ফোনগুলো Android 16 আপডেট পাবে না

Oppo ব্যবহারকারীদের দুঃসংবাদ: যে ফোনগুলো Android 16 আপডেট পাবে না

Oppo ব্যবহারকারীদের দুঃসংবাদ: যে ফোনগুলো android 16 আপডেট পাবে না
Oppo ব্যবহারকারীদের দুঃসংবাদ: যে ফোনগুলো Android 16 আপডেট পাবে না। ছবি: ক্যানভা

যে ফোনগুলো Android 16 আপডেট পাবে না: ২০২৫ সালেই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য গুগল এনেছে Android 16-এর চমকপ্রদ আপডেট। তবে দুর্ভাগ্যজনক হলেও সত্যি, সব অ্যান্ড্রয়েড ফোনেই এই নতুন ভার্সনটি পাবে না। গুগলের পিক্সেল ফোনগুলোর মতো কিছু নির্দিষ্ট মডেল আগেই আপডেট পেলেও জনপ্রিয় কিছু ফোন বিশেষ করে Oppo-র অনেক মডেল এবার বাদ পড়ছে এই আপডেট থেকে।

Android 16 নতুন কোন ফিচার দেবে?

Android 16 আপডেটটি বেশিরভাগ ব্যবহারকারীর চোখে ছোটখাটো পরিবর্তন মনে হলেও, ভিতরের কাঠামোয় হয়েছে অনেক উন্নতি:

  • নতুন API সাপোর্ট
  • আরও উন্নত কানেক্টিভিটি টুলস
  • সিকিউরিটি আপগ্রেড
  • Material 3 Expressive ডিজাইন (পুরোপুরি চালু হয়নি এখনো)
  • ডেস্কটপ-স্টাইল মাল্টিটাস্কিং (সীমিতভাবে)

ব্যবহারকারীর প্রতিক্রিয়া

অনেক বিটা টেস্টারই জানিয়েছেন, Android 16 দেখতে অনেকটা Android 15-এর মতোই। তবে ভবিষ্যতের জন্য শক্ত ভিত তৈরি করছে এই নতুন আপডেট।

যে ফোনগুলো Android 16 আপডেট পাবে না

Oppo ব্র্যান্ডের নিচের ফোনগুলো Android 16 পাবে না বলে ধারণা করা হচ্ছে। Oppo ব্যবহারকারীদের দুঃসংবাদ এটাই। কোম্পানির সফটওয়্যার আপডেট পলিসি অনুযায়ী এই ফোনগুলো আপডেট সাপোর্টের মেয়াদ প্রায় শেষের দিকে।

Oppo কোম্পানির যে ফোনগুলোতে আপডেট পাবেন না তার সম্পূর্ণ তালিকা:

Oppo Find N সিরিজ

  • Oppo Find N

Oppo Find X সিরিজ

  • Oppo Find X5
  • Oppo Find X5 Pro
  • Oppo Find X5 Lite
  • আগের সব Find X সিরিজ

Oppo Reno সিরিজ

  • Oppo Reno 10 / 10 Pro / 10 Pro+
  • Oppo Reno 9 / 9 Pro / 9 Pro+
  • পূর্ববর্তী সব Reno ফোন

Oppo F সিরিজ

  • Oppo F23
  • Oppo F21 Pro / F21 Pro 5G
  • আগের সব F সিরিজ

Oppo K সিরিজ

  • Oppo K11, K11x
  • Oppo K10, K10 Pro, K10x
  • পূর্ববর্তী সব K সিরিজ

Oppo Pad সিরিজ

  • Oppo Pad 2
  • Oppo Pad Air 2 / Air / Neo
  • Oppo Pad

Oppo A সিরিজ

  • Oppo A3 / A3 Pro / A3x
  • Oppo A2 / A2 Pro / A2x
  • পূর্ববর্তী সব A সিরিজ

Oppo কোম্পানির ফোন বাদ পড়ছে কেন?

এক সময়কার ফ্ল্যাগশিপ যেমন Find X5 Pro এবং Reno 10 Pro+ যারা হাই কনফিগারেশন ও ক্যামেরা পারফরম্যান্সে বাজার কাপিয়েছেন, তাদের এবার Android 16 থেকে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। কারণ, Oppo সাধারণত ২ থেকে ৩ বছর পর্যন্ত মেজর সফটওয়্যার আপডেট দিয়ে থাকে, তার পর বন্ধ করে দেয়।

আগে ভাগেই এসেছে Android 16!

অবাক করার মতো বিষয় হলো, Android 16 এই বছর জুনেই স্ট্যাবল রিলিজ হয়ে গেছে, যা সাধারণত সেপ্টেম্বরে হয়। ফলে যেসব ফোন এই আপডেট পাবে, তারা আগেই পেয়ে যাবে নতুন সব ফিচার। কিন্তু যেসব ফোন বাদ যাচ্ছে, তাদের জন্য এখনই ভাবা উচিত বিকল্প পথ।

বাদ পড়ার এই তালিকায় আপনার ফোনটি আছে কি?

যদি আপনার ফোন উপরের তালিকায় থেকে থাকে, তাহলে সম্ভবত আপনি Android 16 আর না পাওয়ার সম্ভাবনা বেশি। এর মানে এই নয় যে ফোনটি ব্যবহার অযোগ্য হয়ে যাবে, তবে আপনি নতুন ফিচার ও সিকিউরিটি আপডেট থেকে বঞ্চিত হবেন। এটা অনেক বিগিনার ইউজার অনেক সময় আপডেট দেন না। তার মানে আপনি যে বড় কোন সমস্যায় পড়বেন তাই ভেবে দুখিত হওয়ার দরকার নেই।

কী করবেন এখন?

আপনার যদি নিচের যেকোনো একটি সত্য হয়, তাহলে ভাবার সময় এসেছে

  • ফোনটি ২ বছরের বেশি পুরোনো
  • গত ১ বছরে কোনো বড় অ্যান্ড্রয়েড আপডেট পায়নি
  • Oppo-র মধ্য/নিম্ন বাজেট ফোন

পরামর্শ: ভবিষ্যতের নিরাপত্তা ও ফিচার উপভোগ করতে একটি নতুন ফোনে আপগ্রেড হওয়ার কথা ভাবুন।

আরো পড়ুন: জুলাই ২০২৫ -এ আসছে যেসব নতুন স্মার্টফোন: OnePlus, Samsung, Nothing সহ আরও চমক

Android 16 নিয়ে আগ্রহ তুঙ্গে, কিন্তু সবার জন্য সুখবর নেই। Oppo-র জনপ্রিয় ফোনগুলোর বড় একটি অংশই এবার আপডেট পাবে না। বিশেষ করে Find X5 Pro, Reno 10 Pro+ এবং F21 Pro যেগুলো একসময় বাজার কাঁপিয়েছে, তারাও এবার বাদ পড়ছেন এই আপডেট থেকে। এর মানে নতুন ডিজাইন, মাল্টিটাস্কিং ফিচার বা উন্নত সিকিউরিটি থেকে বঞ্চিত থাকবেন উক্ত মডেলের Oppo ফোন ব্যবহারকারীরা। তাই এখনই জেনে নিন, আপনার ফোনটি তালিকায় আছে কিনা, আর থাকলে প্রস্তুতি নিন নতুন ডিভাইসের জন্য যে ফোনে নতুন আপডেট পাবেন।

- Advertisement -
- Advertisement -
Latest news
- Advertisement -
Related Post

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here