Homeটেকইউটিউবের নতুন এআই ফিচার: ভিউ ও আয়ের ধস নামতে পারে কন্টেন্ট ক্রিয়েটরদের

ইউটিউবের নতুন এআই ফিচার: ভিউ ও আয়ের ধস নামতে পারে কন্টেন্ট ক্রিয়েটরদের

ইউটিউবের নতুন এআই ফিচার: ভিউ ও আয়ের ধস নামতে পারে কন্টেন্ট ক্রিয়েটরদের
ইউটিউবের নতুন এআই ফিচার: ভিউ ও আয়ের ধস নামতে পারে কন্টেন্ট ক্রিয়েটরদের। ছবি: ক্যানভা

ইউটিউবের নতুন এআই ফিচার: বর্তমানে ইউটিউব শুধু বিনোদনের জন্য বিখ্যাত নয়, এটি এখন অনেকের জন্য জীবিকার প্রধান উৎস। কেউ শখের বশে, কেউ বা পেশাদারি মনোভাব নিয়ে ইউটিউব চ্যানেল এর ভিডিও তৈরি করে থাকেন। তবে এবার এই প্ল্যাটফর্মে এক নতুন প্রযুক্তিগত পরিবর্তন আসছে, যা কনটেন্ট নির্মাতাদের জন্য হতে পারে একটি বড় চ্যালেঞ্জ।

ইউটিউবের নতুন এআই সার্চ ফিচার কী?

সম্প্রতি ইউটিউব চালু করেছে একটি নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সার্চ প্রযুক্তি। নতুন এই এআই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সার্চ করলে ভিডিওর নিচে সরাসরি সারাংশ দেখতে পাচ্ছেন। শুধু তাই নয়, ভিডিওর থাম্বনেইলেই ক্লিক করলেই সরাসরি ভিডিও চালু হচ্ছে, যা আগের চেয়ে অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি।

ইউটিউবের নতুন এআই ফিচার কাদের জন্য চালু হয়েছে?

বর্তমানে নতুন এই এআই সার্চ ফিচার শুধুমাত্র যুক্তরাষ্ট্রে ইউটিউব প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে। গুগলের পরিকল্পনা অনুযায়ী, এটি ধাপে ধাপে অন্য ব্যবহারকারীদের কাছেও পৌঁছাবে। কারণ প্রথম সকল আপডেট ফিচার গুলো আগে যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশ গুলোতে চালু হয়ে থাকে। পরে আমাদের মতো দেশে আসে এই আপডেট গুলো। তবে ব্যবহারকারীদের জন্য লাভবান, নির্মাতাদের জন্য মাথাব্যথা হতে পারে ইউটিউবের নতুন এআই ফিচার। ইতি মধ্যে আমরা গুগলে দেখতে পাচ্ছি এমন এআই এর ওভার ভিউ। যার ফলে ব্লগারদের সমস্যায় পড়তে হচ্ছে।

এই এআই সার্চ অনেকের জন্য সময় বাঁচানোর দারুণ উপায় হলেও, ভিডিও নির্মাতারা পড়েছেন দুশ্চিন্তায়। কারণ:

  • ব্যবহারকারীরা ভিডিও না দেখেই তথ্য পেয়ে যাচ্ছেন।
  • ফলাফলস্বরূপ কমছে ভিডিওর ভিউ সংখ্যা
  • কমছে লাইক, মন্তব্য এবং সাবস্ক্রাইবার
  • এতে কনটেন্ট নির্মাতাদের আয় কমে যাওয়ার আশঙ্কা

গুগল সার্চে যেমন, ইউটিউবেও তেমন ওভার ভিউ

গুগলের সার্চে যেমন ‘AI Overview’ দিয়ে সারাংশ দেখানো হয়, ইউটিউবেও ঠিক সেইভাবেই সার্চ ফলাফলে ভিডিও সারাংশ প্রদর্শন করছে। ফলে ইউটিউবের সার্চ রেজাল্ট এখন আর আগের মতো থাকবে না।

ইউটিউবের ব্যাখ্যা ও ব্যবহারকারীদের প্রতিক্রিয়া

এক ব্লগ পোস্টে ইউটিউব জানায়, প্রিমিয়াম ব্যবহারকারীরা এই ফিচার ইতোমধ্যেই পছন্দ করছেন। বিশেষ করে শিক্ষামূলক ভিডিও খুঁজতে গিয়ে তারা বাড়তি তথ্য পাচ্ছেন ও নিজেদের জ্ঞান যাচাই করতে পারছেন। এতে তাদের সময়ও অনেক কম লাগে।

আরো পড়ুন: ‘জুলাই শহীদ স্মৃতি বৃত্তি’ চালু করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়

কনটেন্ট ক্রিয়েটরদের প্রতিক্রিয়া ও উদ্বেগ

প্রযুক্তি বিশ্লেষকরা মনে করছেন, ব্যবহারকারীদের জন্য এটি সুবিধাজনক হলেও কনটেন্ট নির্মাতাদের জন্য এটি উদ্বেগজনক পরিবর্তন। ইউটিউবের নতুন এআই ফিচার অর্থাৎ সারাংশে তথ্য জেনে গেলে দর্শক পুরো ভিডিও না দেখেই কাজ চলে যাবেন। এতে ইউটিউব চ্যানেলের গ্রোথ ও ইনকাম দুটোই বাধাগ্রস্ত হতে হবে।

তাহলে এখন কি করার আছে কন্টেন্ট ক্রিয়েটরদের?

এই নতুন যুগে নতুন কিছু আসবে। সময়ের সাথে সাথে সবকিছুই পরিবর্তনশীল। তাই মেনে নেওয়া ছাড়া আর কোন উপায় নেই।

“নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নিতে না পারলে টিকে থাকা কঠিন” — এমনটাই বলছেন ইউটিউব বিশেষজ্ঞরা।

কনটেন্ট নির্মাতাদের এখন থেকে ভাবতে হবে, কীভাবে তারা এমন ভিডিও বানাতে পারেন যা শুধু সারাংশে সীমাবদ্ধ নয়, বরং দর্শককে পুরো ভিডিও দেখাতে বাধ্য করে।

নির্মাতাদের জন্য পরামর্শ

  • ইনট্রোতে কৌতূহল সৃষ্টি করুন।
  • ভিজ্যুয়াল ও অডিও কন্টেন্টে বৈচিত্র্য আনুন।
  • ভিডিওর মধ্যে ইন্টারঅ্যাকশন ও প্রশ্ন রাখুন।
  • শিক্ষামূলক ভিডিওতে কুইজ বা সারপ্রাইজ এলিমেন্ট যোগ করুন।

ভবিষ্যতের ইউটিউব: এআই বনাম মানবসৃষ্ট কনটেন্ট

এখন প্রশ্ন একটাই ইউটিউবের ভবিষ্যৎ কি শুধু AI সারাংশ-নির্ভর হবে? নাকি এখনও দর্শকরা মানবসৃষ্ট কনটেন্টকেই বেশি গুরুত্ব দেবে? মানুষ সময় বাঁচাতে চায়। তাই বলে যে মানুষের কন্টেন্ট দেখবে না এমনটি নয়। কারণ মানুষই তো নতুন কিছু সৃষ্টি করে। নতুন বিশ্বাসযোগ্য তথ্য পেতে হলে অবশ্যই মানুষের তৈরি কন্টেন্ট সবাই দেখবেন। কিন্তু দেখার ধরন একটি পরিবর্তন হবে। তাই আপনার কন্টেন্টের ধরনও পাল্টাতে হবে।

ইউটিউব কর্তৃপক্ষ এখনো বলছে, তাদের লক্ষ্য হলো এআই ও নির্মাতাদের সহাবস্থান নিশ্চিত করা। তবে চূড়ান্ত ফলাফল নির্ভর করছে নির্মাতাদের দক্ষতা ও কৌশলের ওপর।

প্রতিনিয়ত আপনেড পেতে ফলো করুন ফেসবুক পেইজ

ইউটিউবের নতুন এআই সার্চ প্রযুক্তি ভিডিও নির্মাতাদের কাছে এক দুশ্চিন্তার নাম হয়ে উঠছে। আগের মতো ভিডিও ক্লিক না করেই ব্যবহারকারীরা প্রয়োজনীয় তথ্য পেয়ে যাচ্ছেন, যার প্রভাব সরাসরি পড়ছে ভিউ, লাইক এবং আয়ের ওপর। যদিও ইউটিউব বলছে এটি প্রিমিয়াম ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করছে, তবে নির্মাতাদের জন্য এটি যেন নতুন এক পরীক্ষা। এখন সময় হয়েছে কনটেন্টে আরও কৌশল ও সৃজনশীলতা যোগ করে দর্শকের মন জয় করতে হবে।

ইউটিউবের নতুন এআই ফিচার সবার জন্য কি চালু হয়েছে?

না, এটি আপাতত শুধু যুক্তরাষ্ট্রের প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য চালু হয়েছে।

এআই সার্চ কিভাবে ভিউ কমিয়ে দিতে পারে?

ব্যবহারকারীরা ভিডিও না দেখেই সারাংশ পড়ে তথ্য পেয়ে যাচ্ছেন, ফলে ভিডিওতে ক্লিকের হার কমছে।

নির্মাতারা এর প্রভাব কীভাবে মোকাবিলা করতে পারেন?

কন্টেন্টে নতুনত্ব আনতে হবে, যাতে দর্শক পুরো ভিডিও দেখতে আগ্রহী হন।

ইউটিউব কি এই ফিচার বন্ধ করে দেবে?

এখন পর্যন্ত এমন কোনো ঘোষণা নেই, বরং এটি আরও উন্নত করার পরিকল্পনা রয়েছে।

এই পরিবর্তন কি শুধু শিক্ষামূলক ভিডিওতে প্রভাব ফেলবে?

না, সব ধরনের ভিডিওতেই প্রভাব পড়তে পারে, তবে শিক্ষামূলক ভিডিও বেশি ঝুঁকিতে রয়েছে।

- Advertisement -
Star Shanto
Star Shantohttps://starshanto.com/
Shanto Ghose is the CEO and MD of Star Shanto. I have 7 years of Online Experience.
- Advertisement -
Latest news
- Advertisement -
Related Post

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here