
বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে সকল মাদ্রাসা অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি আওতাভুক্ত রয়েছেন তাদেরকে এমপিওভুক্ত করার জন্য আগামী ৩ জুলাই ২০২৫ তারিখ সকাল ৯ টা থেকে ১০ জুলাই ২০২৫ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন গ্রহণ করবেন।
তাই বিশেষ করে যে সকল মাদ্রাসা অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি এর আহতভুক্ত রয়েছেন তারা অবশ্যই এই সময়ের মধ্যে এমপিওভুক্ত করার জন্য শুধুমাত্র অনলাইনে নিজস্ব কম্পিউটার অথবা কম্পিউটারের দোকানে গিয়ে করতে হবে। এই আবেদন সরাসরি অথবা ইমেইল বা কোন পত্রের মাধ্যমে কারিগরি ও মাদ্রাসা শিক্ষাবিভাগ অথবা এর অধীনস্থ কোন দপ্তর গ্রহণ করবেন না। সেহেতু আপনাদের কে জরুরী ভিত্তিতে বলা হচ্ছে আপনারা সরাসরি কম্পিউটার দিয়ে আবেদন সম্পন্ন করবেন।
কিভাবে অনুদানভুক্ত ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্তির আবেদন
অনলাইনে আবেদন করার ফরম পেয়ে যাবেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষার বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট (www.tmed.gov.bd) অথবা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dme.gov.bd) অথবা বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)-এর ওয়েবসাইট (www.banbeis.gov.bd)- গুলোর মধ্য Online Ebtedie MPO Application শিরোনাম প্রদর্শিত লিংকের ক্লিক করে আবেদন করতে পারবেন। অথবা আপনি কিভাবে আবেদন করবেন এ বিষয়ে আমরা সরাসরি একটি পোস্ট আমাদের ওয়েবসাইটে আপনাদের সুবিধার জন্য করব। তাই আমাদের ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন অথবা সোশ্যাল মিডিয়ায় আমাদের সাথে যুক্ত হন।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে বিশেষভাবে বলেছেন, অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা সমূহ গুলোকে এমপিভুক্ত করনের জন্য শুধুমাত্র ডিজিটাল পদ্ধতির মাধ্যমে সম্পূর্ণ করা হবে। এ পদ্ধতিটি ”স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা স্থাপন, পাঠদান, স্বীকৃতি, পরিচালনা ও জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা ২০২৫” অনুযায়ী নির্দিষ্ট মানদন্ডের ভিত্তিতে যোগ্য শিক্ষা প্রতিষ্ঠানসমূহের তালিকা প্রস্তুত করা হবে।
আরো পড়ুন:
জাতীয় শিক্ষাক্রমে বড় পরিবর্তন নতুন কারিকুলাম চালু
তাছাড়া কারিগারি ও মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে আরো একটি তার আগের দিন নোটিশ প্রকাশ করেছেন ” স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এমপিও নীতিমালা-২০২৫” আমি এই নোটিশটির পিডিএফ ফাইলটি নিচে লিংকে দিয়ে দেবো। আপনি অবশ্যই এই নিয়ম নীতিগুলো পড়ে ভালোভাবে বুঝে শুনে তারপর অনলাইনে আবেদন করবেন। অনলাইনে আবেদন করার সময় কোনরকম ভুল করা যাবে না। সে তো আপনাকে অনলাইনে আবেদন করার আগে নিয়ম নীতিগুলো আগে জানা উচিত।