
অবশেষে শাওমি তাদের স্মার্ট ঘড়ি বাজারে লঞ্চ করতে যাচ্ছে। Xiaomi Smart Band 10 ঘড়িটি আসার আগে লঞ্চ হয়েছিল Xiaomi Smart Band 9 তার প্রায় এক বছর পর লঞ্চ হতে যাচ্ছে এই নতুন মডেলের ঘড়িটি। আপনারা যারা শাওমি প্রেমী আছেন স্মার্ট ঘড়ি পড়তে পছন্দ করেন তাদের জন্য সেরা একটি স্মার্ট ঘড়ি নিয়ে আসছে শাওমি। এই গোলটিটি থাকছে নতুন আধুনিক প্রযুক্তি ব্যবহার করা সকল সিপ।
তারা যেহেতু এই বইটির অ্যানাউন্সমেন্ট করেছে সে তো খুব তাড়াতাড়ি বাংলাদেশের বাজারেো আপনি পেয়ে যাবেন Xiaomi Smart Band 10 এই স্মার্ট ঘড়িটি। এই ঘড়িটির দাম হতে পারে বাংলাদেশ ৬০০০ টাকারও বেশি যা কিনা পূর্বের ব্র্যান্ডের দাম ছিল বর্তমান বাংলাদেশের ৪,৫০০ টাকা থেকে ৫,০০০ টাকার মধ্যে। যেহেতু এই ঘড়িটিতে আগের ঘড়িটি থেকে বেশি উন্নত এবং সবকিছু বেশি ফিচার ব্যবহার করা হয়েছে সেহেতু ধারণা করা হচ্ছে ৬০০০ টাকার বেশি হবে এই ঘড়িটির দাম। তবে সঠিক এবং তাদের দেওয়া দামের অপেক্ষায় থাকতে পারেন।
Xiaomi Smart Band 10 স্পেসিফিকেশন ও সুবিধা
Xiaomi Smart Band 10 এই স্মার্ট ঘড়িটিতে রয়েছে 1.72 ইঞ্চি অ্যামুলেট টাচ ডিসপ্লে যার ডিসপ্লে রেজুলেশন রয়েছে 212×520 পিক্সেল। এছাড়া ডিসপ্লেতে খুবই পাওয়ারফুল স্কিন ব্রাইটনেস রয়েছে HBM 1500 nits যা কিনা আপনাকে অটোমেটিক ব্রাইটনেস এডজাস্টমেন্ট করবে। আপনি যখন বেশি আলোতে বের হবেন তখন সেই ঘড়িটি অটোমেটিক ব্রাইটনেস বাড়িয়ে দিবে। তাছাড়া আপনি যদি ঘর অন্ধকারে থাকেন তাহলে ব্রাইটনেস কমিয়ে দেবে।
ছেলেদর সেরা ৫টি স্টাইলিশ ঘরি
Xiaomi Smart Band 10 এই স্মার্ট ঘড়িটি বাজারে দুটি ভেরিয়ান্টে পাওয়া যাবে Band 10 এবং Band 10 Ceramic Edition. তাছাড়া এই দুটি পেরেন্টের আলাদা আলাদা ওজন রয়েছে। Band 10 এর স্মার্ট ঘড়িটির ওজন রয়েছে 15.95 গ্রাম Strap ছাড়া এবং Band 10 Ceramic Edition স্মার্ট ঘড়িটির ওজন ২৩.০৫ গ্রাম Strap ছাড়া। তাই এই স্মার্ট ঘড়িটির কনফিগারেশন অনুযায়ী তার পরিমাপের পার্থক্য হতে পারে।
Band 10 স্মার্ট ঘড়িটিতে থাকবে তিনটি কালার যেখানে থাকছে মিডনাইট ব্লাক, গ্লেসিয়ার সিলভার ও মিস্টেক রোজ কালার। Band 10 Ceramic Edition স্মার্ট ঘড়িটিতে থাকবে একটি মাত্র কালার পার্ল হোয়াইট। তাছাড়া এই ঘড়িটিতে সেন্সর থাকতে চারটি যেমন, Accelerometer, Gyroscope, Electronic Compass, Optical Heart Rate and Pluse Oximeter, Ambient Light Sensor.
আরো পড়ুন:
7200mAh ব্যাটারিতে চমক! Realme Neo7 Turbo নিয়ে এলো দারুণ স্পেসিফিকেশন ও গেমিং পারফরম্যান্স
Google Pixel 10: ফাঁস হলো 48MP ক্যামেরা ৫x অপটিকাল জুম LTPO OLED ডিসপ্লে 120Hz
বিশ্ববাজারে কোরিয়ার জয়! জাপানে গুগল পিক্সেল ৭ বিক্রিতে নিষেধাজ্ঞা জারি
Xiaomi Smart Band 10 স্মার্ট ঘড়িটিতে ব্যাটারিতে থাকছে Li-Po 233mAh এর Magenetic Charging এবং স্মার্ট ঘড়িটিতে সম্পূর্ণ চার্জ হতে সময় লাগবে এক ঘন্টার মধ্যে। তাছাড়া এই স্মার্ট ঘড়িটিতে ডাটা কানেকশন হিসেবে থাকতে বুলুটুথ ৫.৪ এবং হ্যাপটিক মটর থাকছে Linear Motor.
এই স্মার্ট ঘড়িতে থাকছে শাওমির ফিটনেস অ্যাপস ইন্সটল। তাছাড়া এই স্মার্ট ঘড়িটি হ্যান্ডরয়েড 8 ভার্সন অথবা আইওএস 14.0 পাওয়া যাবে। আপনি এই ঘড়িটি সর্বত্র 135-210mm এর পানির মধ্যে ব্যবহার করতে পারবেন ৫০ মিটার পর্যন্ত।
আরো পড়ুন:
তো বন্ধুরা শাওমি কোম্পানির এই নতুন মডেলের স্মার্টঘড়িগুলো অবশ্যই আপনার মন কাটতে পারে। স্মার্ট ঘড়ি আমাদের শখের বিষয় তাই যদি হয় নিজের মনের মত তাহলে তো আর কথাই নেই। তাই এই ঘড়িতে যে মডেল এবং স্টাইল রয়েছে সেটি বর্তমান প্রযুক্তির কিশোর কিশোরীদের মন কাড়বে।