
Xiaomi YU7 Pro: আমরা জানি শাওমি মানেই আমাদের চোখে স্মার্টফোন এবং স্মার্ট গেজেট গুলো কিন্তু তারা আমাদেরকে চমক দেওয়ার জন্য নিয়ে আসলো এই প্রথম বিলাসবহুল ইলেকট্রিক SUV গাড়ি। বর্তমান তারা যে গাড়িটি লঞ্চ করতে যাচ্ছে Xiaomi YU7 Pro এটি তা এক দুনিয়ার বিলাসবহুল গাড়ির রাজা বলা যাবে। এ ছাড়াও টেক দুনিয়ায় আলোচিত হয়েছে টেসলাকেও টিক্কা দিতে পারে এই মিড-রেন্জের ইলেকট্রিক গাড়ি।
Xiaomi YU7 Pro – শাওমির বিলাসবহুল ইলেকট্রিক SUV কার
শাওমির এই গাড়িটি ২৬ শে জুন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে তবে এখনো বাজারে আসেনি ধারণা করা যাচ্ছে 2025 সালের মধ্যেই এই গাড়িটি রাস্তায় দেখা যাবে। তবে এই গাড়িটি প্রথম চায়নায় লাঞ্চ করা হবে এজন্য তারা প্রিয়ডারে দাম নির্ধারণ করেছে ৩৫১০০ ইউরো যেটি বাংলাদেশের দাম আসে ৪৫ লাখ টাকারও বেশি। তবে এই গাড়িটির দাম বাংলাদেশে কত টাকা হবে এটি সঠিক ভাবে বলা কঠিন। কারণ এই গাড়িটি যখন বাংলাদেশে আনা হবে তখন এই গাড়িটির শুল্ক এবং ভ্যাট যুক্ত করা হবে। তাছাড়া মুদ্রার হার বিনিময়ও টাকার দাম কম এবং বেশি হতে পারে।
Xiaomi YU7 Pro পারফরম্যান্স
Xiaomi YU7 Pro পারফরম্যান্স দেখা যাচ্ছে সেটা সবাই ধারণা করছে টেসলা কেও চ্যালেঞ্জ করতে পারে। এই গাড়িটির সবচেয়ে চমকপ্রদর দিক হলো AWD মোটর যা সর্বোচ্চ ৪৯৬ হর্সপাওয়ার রয়েছে, ৬৯০ নিউটন মিটার টর্ক যা কিনা ৪.৩ সেকেন্ডে ০-১০০ কিমি ঘন্টায় যেতে পারে। তাই এই গাড়িটি যে পারফরম্যান্স দেখা যাচ্ছে তাই সবাই এটা দেখে মনে করবেন এটা একটি স্পোর্টস SUV গাড়ি।
Xiaomi YU7 Pro ব্যাটারি ও রেঞ্জ
এই গাড়িটিতে রয়েছে ৯৬.৩ কিলোওয়াট আওয়ার ক্ষমতা Li-Lon LFP ব্যাটারি। যেখানে আপনি DC ফাস্ট চার্জিং ব্যবহার করে মাত্র ২১ মিনিটে ১০% থেকে ৮০% চার্জ করতে পারবেন। তাছাড়া আপনি একবার ফুল চার্জ করলে ৭৭০ কিলোমিটার পর্যন্ত চলতে পারবেন।
Xiaomi YU7 Pro বিলাসিতা ও কমফোর্ট
এই গাড়িগুলোর সামনে সিট খুবই পাওয়ার রিক্লাইন দিয়ে তৈরি করা হয়েছে হিটেড, কুলড, ম্যাসাজ সিস্টেম। তাছাড়া এই গাড়িটিতে রয়েছে তিনটি-ম্যাপ ক্লাইমেট কন্ট্রোল যেটির মাধ্যমে আপনি অটো পার্কিং অ্যাসিস্ট্যান্ড, ৩৬০ ডিগ্রী অ্যাঙ্গেল ক্যামেরা, রিভার্সিং ক্যামেরা রয়েছে।
Xiaomi YU7 Pro টেকনোলজি
Xiaomi YU7 Pro এই গাড়িটিতে অত্যাধুনিক টেকনোলজি ব্যবহার করা হয়েছে। এই গাড়িটিতে টেকনোলজির বেশ বড় ফিচার রয়েছে স্কিনে। রয়েছে মেইন স্কিন ১৬.১ ইঞ্চি টাচস্ক্রিন, ড্রাইভার স্ক্রিনের জন্য রয়েছে ৭.১ ইঞ্চি ডিসপ্লে, এছাড়া হেড-আপ ডিসপ্লে রয়েছে। তাছাড়া পেছনে যাত্রীদের জন্য রয়েছে ৬.৭ ইঞ্চি ডিট্যাচেবল সেন্টার টাচস্ক্রিন ও ২টি ১২.৫ ইঞ্চি ডিট্যাচেবল স্কিন। আপনি গাড়ির ভেতরেই নেটপ্লিক্স বা ইউটিউব দেখতে পারবেন।
Xiaomi YU7 Pro সেফটি ও সেলফ ড্রাইভিং টেকনোলজি
শাওমি নিরাপত্তার কথা চিন্তা করে একটি নিয়েও কোন ছাড় দেয়নি। তারা দিয়েছে ৭টি এয়ারব্যাগ, ৪৭,৬১০ Nm/degree টরশনাল স্টিফনেস ও ১টি LiDAR, ১১টি ক্যামেরা, ১২টি সেন্সর ও ৩টি 4D mmWave রাডার। এছাড়াও রয়েছে একটি অটোমেটিক সেলফ ড্রাইভিং সিস্টেম সাপোর্ট। যা কিনা ভবিষ্যতে EV গুলোর অন্যতম ফিচার হয়ে উঠেছে।
Xiaomi YU7 Pro গাড়ির সাইজ ও স্টাইল
Xiaomi YU7 Pro এই গাড়িটির SUV সাইজ অনেকটাই বড় যেমন দৈর্ঘ্য ৪৯৯৯ মিমি, প্রস্থ ১৯৯৬ মিমি, উচ্চতা ১৬০০ মিমি, হুইলবেস ৩০০০ মিমি। এই গাড়িটির বুট স্পেস ৬৭৮ লিটার। চাকা রয়েছে R19 থেকে R21 পর্যন্ত অপশন।
Xiaomi YU7 Pro গাড়িটি এক কথায় অসাধারণ। আপনি যদি একটি ইলেকট্রিক গাড়ি কিনার চিন্তাভাবনা করে থাকেন তাহলে অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন। এই গাড়িটিতে রয়েছে অত্যাধুনিক সর্বশেষ প্রযুক্তি ব্যবহার করা। তাছাড়া এই গাড়িটিতে অতিরিক্ত আপনি 4K ভিডিও ক্যামেরায় রেকর্ডিং করতে পারবেন। তাছাড়া এই গাড়িটিতে যে ক্যামেরা রয়েছে সেটি গ্যাম্বলের মতন কাজ করবে। আপনি যদি কিছু সেদিকে ঘুরাতে পারবেন।
আরো পড়ুন:
7200mAh ব্যাটারিতে চমক! Realme Neo7 Turbo নিয়ে এলো দারুণ স্পেসিফিকেশন ও গেমিং পারফরম্যান্স
Google Pixel 10: ফাঁস হলো 48MP ক্যামেরা ৫x অপটিকাল জুম LTPO OLED ডিসপ্লে 120Hz
OpenAI ও Google একসাথে? AI দুনিয়ায় নতুন চমক
আসলে xiaomi শুধুমাত্র মোবাইল দুনিয়ায় বাজিমাত করে নাই তারা এখন স্মার্ট গাড়ির দুনিয়ায়ও বাজিমাত করতে যাচ্ছে। তাদের স্মার্ট ফোনগুলো যেমন দুনিয়ায় খুবই জনপ্রিয় তেমনি তাদের গাড়িগুলো খুবই জনপ্রিয় হতে চলছে। তাই আপনি যদি এই কোম্পানির গাড়ির প্রথম গ্লাস বহোল গাড়ির সুবিধা নিতে চান তাহলে আপনার জন্য এই গাড়িটি পারফেক্ট।