Homeআজকের সোনার দামদ্বিতীয় দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কত?

দ্বিতীয় দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কত?

কমল স্বর্ণের দাম
ছবি: ক্যানভা থেকে নেওয়া

কমল স্বর্ণের দাম: এই টানা দ্বিতীয় দফায় আবারও সোনার দাম কমে গেল বাংলাদেশে। বর্তমান যে উচ্চহারে দাম বৃদ্ধি হয়েছিল সেটি এখন নিম্ন হারে কমে গিয়ে পাঁচ দিন পর আবার ও সোনার দাম কমলো। তবে আজকে যে সোনার দাম নির্ধারণ করা হয়েছে তা ২৯ তারিখ থেকে বিক্রয় হবে। আমাদের ওয়েবসাইটে আজকের সোনার দাম ২৯ জুন ২০২৫ তারিখের সোনার ওজন অনুযায়ী দাম পেয়ে যাবেন এবং প্রতিদিন আপডেট পেতে অবশ্যই আমাদের নোটিফিকেশন অন করবেন অথবা সোশ্যাল মিডিয়ায় ফলো করবেন।

স্বর্ণের দাম – সোনার ভরির দাম

নামসোনার পূর্বে দামসোনার বর্তমান দাম
২২ ক্যারেট৳ ১,৭২,৭৭২৳ ১,৭০,২৩৬
২১ ক্যারেট৳ ১,৬৪,৯৯৭৳ ১,৬২,৫০৩
১৮ ক্যারেট৳ ১,৪১,৩৯০৳ ১,৩৯,২৯১
সনাতন পদ্বতি৳ ১,১৫,১৭০৳ ১,১৫,১৭০

বাংলাদেশে ২২ ক্যারেট স্বর্ণের মূল্য ছিল ১ লক্ষ ৭২ হাজার ৭৭২ টাকা সেখান থেকে দাম কমেছে ২,৫৩৬ টাকা = তাই আপনি বর্তমান এক ভরি ২২ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৭০ হাজার ২৩৬ টাকায় পাবেন।

বাংলাদেশে ২১ ক্যারেট স্বর্ণের মূল্য ছিল ১ লক্ষ ৬৪ হাজার ৯৯৭ টাকা সেখান থেকে দাম কমেছে ২,৪৯৪ টাকা = বর্তমান ২১ ক্যারেট ১ ভরি সোনার দাম ১ লক্ষ ৬২ হাজার ৫০৩ টাকা।

১৮ ক্যারেট সোনার দাম বাংলাদেশে ছিল ১ লক্ষ ৪১ হাজার ৩৯০ টাকা সেখান থেকে দাম কমেছে ২,০৯৯ টাকা = তাই আপনি বর্তমান ১৮ ক্যারেট সোনার ভরি পাবেন ১ লক্ষ ৩৯ হাজার ২৯১ টাকা।

আর বাংলাদেশের সব মিশ্রিত সোনার নাম হলো সনাতন পদ্ধতি। আর আপনি সনাতন পদ্ধতির এই সোনা পাবেন ১ লক্ষ ১৫ হাজার ১৭০ টাকায় যা পূর্বে দাম ছিল ১ লক্ষ ১৬ হাজার ৯৬০ টাকা তাই এখান থেকে দাম কমেছে ১,৭৯০ টাকা।

আজকে ২৮ শে জুন ২০২৫ বাজুস থেকে প্রকাশিত নামের তালিকা থেকে নেওয়া হয়েছে। এখানে যে দাম কমেছে এবং বর্তমান যে দাম রয়েছে সেই দামে আপনি আগামীকাল ২৮ জুন থেকে পরবর্তী পরিবর্তন না হওয়া পর্যন্ত স্বর্ণ করে করতে পারবেন।

- Advertisement -
Star Shanto
Star Shantohttps://starshanto.com/
আমি শান্ত ঘোষ "স্টার শান্ত" ওয়েবসাইটের মালিক ও ম্যানেজিং পয়েন্টে যুক্ত রয়েছি। আমার রয়েছে অনলাইনে বিভিন্ন বিষয় ৭ বছরের অভিজ্ঞতা। তবে আমার এই ওয়েবসাইটে আমি নতুন প্রযুক্তি, নতুন ইনফরমেশন ও বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে লেখালেখি করি যাহাতে আপনাদের নতুন কিছু শেখাতে ও জানাতে পারি।
- Advertisement -
Latest news
- Advertisement -
Related Post

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here