Homeখেলাধুলালিটন দাস ভাঙলেন মুশফিকের রেকর্ড, শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে বাংলাদেশের নতুন ইতিহাস

লিটন দাস ভাঙলেন মুশফিকের রেকর্ড, শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে বাংলাদেশের নতুন ইতিহাস

লিটন দাস ভাঙলেন মুশফিকের রেকর্ড
ছবি: ইন্টারনেট থেকে সগৃহিত

লিটন দাসের নতুন মাইলফলক

গলের প্রথম টেস্টে ড্রয়ের পর কলম্বোতে দ্বিতীয় টেস্ট চলতেই লিটন দাস ভাঙলেন দেশের উইকেটরক্ষকদের সেরা ডিসমিসাল‑রেকর্ড। মাত্র ৬৫তম ইনিংসেই তিনি পৌঁছালেন ১১৪ বার ব্যাটারকে বিদায় দেওয়ার কীর্তিতে যা আগে ছিল মুশফিকুর রহিমের দখলে।

রেকর্ড ভাঙা কতটা দ্রুত?

মুশফিক এ সাফল্যে পৌঁছেছিলেন ৯৯ ইনিংসে, অর্থাৎ প্রতি ইনিংসে গড়ে ১.১৪১ ডিসমিসাল। লিটনের গড় ১.৭৫৩—এত দ্রুত গতিতে বাংলাদেশের আর কোনো কিপার এগোননি। এমন হারে ডিসমিসাল সংগ্রহ বিশ্ব ক্রিকেটেও নজরে পড়ার মতো।

বিশ্ব সূচকে লিটনের অবস্থান

সর্বকালের তালিকায় ১০০‑এর বেশি ডিসমিসাল করেছেন মাত্র ৫৪ জন কিপার। লিটন এখন সেই অভিজাত সূচকে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন। শীর্ষে আছেন দক্ষিণ আফ্রিকার মার্ক বাউচার (৫৫৫) অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট (৪১৬) ও ইংল্যান্ডের আলেক স্টুয়ার্ট (৪৫৪)—তালিকায় আরও ওপরে উঠতে লিটনের সামনে দীর্ঘ ক্যারিয়ার পড়ে আছে।

উইকেটের পেছনে দক্ষতার রহস্য

লিটনের ১১৪ ডিসমিসালের মধ্যে ৯৯টি ক্যাচ ও ১৫টি স্টাম্পিং। আধুনিক গ্লাভস, পিচের উন্নতি, ভিডিও অ্যানালিটিক্স আর বাংলাদেশ দলের স্পিন‑পেস মিশ্র বোলিং আক্রমণ সব মিলিয়ে তিনি সুবিধা পাচ্ছেন। তবে চোখ ও হাতের সমন্বয়ের কৃতিত্ব একান্তই তার।

সিরিজ নির্ধারণী লড়াইয়ের ছবি

কলম্বো টেস্টে এখন পর্যন্ত এগিয়ে স্বাগতিক শ্রীলঙ্কা। শান্তদের ২৪৭ রানের জবাবে লঙ্কানরা দ্বিতীয় দিনেই ৪৩ রানের লিড নিয়েছে, ওপেনার পাথুম নিশাঙ্কা অপরাজিত ১৪৬*। বাংলাদেশকে ম্যাচে ফিরতে হলে তৃতীয় দিনে দ্রুত ব্রেক‑থ্রু দরকার।

দলীয় চ্যালেঞ্জ ও সম্ভাবনা

টপ‑অর্ডারের অস্থিরতা, ডেইড বলের স্বাভাবিক ঘূর্ণি ও ফ্ল্যাট ট্র্যাকে লম্বা ইনিংস খেলতে না পারা—এসবই টাইগারদের ব্যাকফুটে রাখছে। তবে বোলারদের স্বস্তি দিচ্ছেন লিটন; তার দ্রুত ডিসমিসাল মাঠের মনোবল বাড়ায় ও বোলিং পরিকল্পনা ধারালো করে।

সামনে কী?

টেস্টের বাকি তিন দিনে বাংলাদেশ চাইবে লিড সীমিত রেখে দ্বিতীয় ইনিংসে বড় স্কোর দাঁড় করাতে। লিটনও নজর রাখবেন ক্যাচ ও স্ট্যাম্পিং‑দুটি ক্ষেত্রেই মাইলফলক আরও এগিয়ে নেওয়ার দিকে। পঞ্চাশের বেশি টেস্ট খেলতে পারলে দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক‑কেও ছুঁয়ে ফেলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

  • টেস্টে বাংলাদেশের উইকেটরক্ষক ডিসমিসাল শীর্ষ তিন: লিটন ১১৪, মুশফিক ১১৩, খালেদ মাসুদ ৮৭
  • লিটনের ১১৪ ডিসমিসালের অনুপাত: প্রতি ৫.৮ ডিসমিসালে ১টি স্ট্যাম্পিং
  • ২০০‑এর বেশি ডিসমিসাল আছে ১৯ জন কিপারের; লিটন হলেন তালিকায় প্রবেশের ট্র্যাজেক্টরিতে থাকা একমাত্র বাংলাদেশি
- Advertisement -
Star Shanto
Star Shantohttps://starshanto.com/
আমি শান্ত ঘোষ "স্টার শান্ত" ওয়েবসাইটের মালিক ও ম্যানেজিং পয়েন্টে যুক্ত রয়েছি। আমার রয়েছে অনলাইনে বিভিন্ন বিষয় ৭ বছরের অভিজ্ঞতা। তবে আমার এই ওয়েবসাইটে আমি নতুন প্রযুক্তি, নতুন ইনফরমেশন ও বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে লেখালেখি করি যাহাতে আপনাদের নতুন কিছু শেখাতে ও জানাতে পারি।
- Advertisement -
Latest news
- Advertisement -
Related Post

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here