Homeখবর24GB র‍্যাম ও 7410mAh ব্যাটারি নিয়ে মার্কেট কাপাতে আসছে সাওমি নতুন স্মার্টফোন...

24GB র‍্যাম ও 7410mAh ব্যাটারি নিয়ে মার্কেট কাপাতে আসছে সাওমি নতুন স্মার্টফোন Xiaomi Redmi K80 Ultra

Xiaomi redmi k80 ultra
Xiaomi Redmi K80 Ultra

Xiaomi Redmi K80 Ultra

শাওমি বাজারের সেরা স্মার্টফোন নিয়ে আসতেছে Xiaomi Redmi K80 Ultra এই মডেলটি। এই ফোনটিতে রয়েছে সর্বোচ্চ র‌্যাম এবং সর্বোচ্চ বড় ব্যাটারি। ফোনটির দামও আপনার বাজেটের মধ্যে থাকবে আশা করা যাচ্ছে তবে এই ফোনটির দাম এখনও প্রকাশ করা হয়নি। তাহলে বন্ধুরা দেখে নিন এই ফোনটিতে কি কি স্পেসিফিকেশন ও অফিসার রয়েছে।

Xiaomi Redmi K80 Ultra ফোনটিতে রয়েছে OLED ডিসপ্লে তার সাইজ ৬.৮৩ ইঞ্চি এবং ফোনটির রিফ্রেশ রেট 144Hz যা আপনার গেমস অথবা আপনার ফোনের স্কোল দ্রুত স্পিডে ব্যবহার করতে পারবেন। ডিসপ্লে রেজুলেশন 2772 পিক্সেল 447 ppi. স্কিনকে প্রটেকশন দেওয়ার জন্য রয়েছে Scratch/drop-resistant glass.

Xiaomi Redmi K80 Ultra ফোনটিতে রয়েছে শক্তিশালী প্রসেসর মিডিয়াটেক এর Dimensity 9400+ (3nm) এর। ২৪ জিবি র‍্যাম ও ১ টিটাবাইট স্টোরেজ রয়েছে তা 4.1 UFS মাধ্যমে দ্রুত ডেটা ট্রান্সফার করতে পারবেন। ফোনটি Android 15 দ্বারা চালিত হবে এবং ফোনটির UI HyperOS 2.1 এর।

Xiaomi Redmi K80 Ultra ফোনটিতে ৩টি মেইন ক্যামেরা রয়েছে যেখানে ৫০ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরায় থাকছে ২০ মেগাপিক্সেল। এই ফোনটির ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ 8K রেজুলেশনে 30fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এই ফোনটির ক্যামেরাও খুবই দুর্দান্ত যেটি আপনি ইউটুবিং বা কনটেন্ট টিউটরে কাজে ব্যবহার করতে পারবেন। এছাড়া যদি আপনার শখ থাকে ভালো একটি ক্যামেরার ফোন আপনার বাজেটের মধ্যে তাহলে এটা সেরা হবে।

Xiaomi Redmi K80 Ultra ফোনটিতে দ্রুত নেটওয়ার্ক ফাইভ জি সাপোর্ট রয়েছে। এছাড়া ফোনটির ওজন ২১৯ গ্রাম একটু ভারী। ফোনটিতে আপনি দুটি সিম ব্যবহার করতে পারবেন। মুফতি সোজা করে সামান্য ফোনটিতে চারটি কালারে মার্কেটে পাবেন। তাছাড়া ফোনটি জল থেকে সুরক্ষা রাখার জন্য IP 67/68 রয়েছে।

Xiaomi Redmi K80 Ultra ফোনটিতে NFC, Infrared Port সাপোর্ট করে। ফোনটির ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে উপরে আল্ট্রাসনিক। এবং ফোনটিতে চারটি সেন্সর যুক্ত রয়েছে। এই ফোনটিতে সর্বোচ্চ বড় ব্যাটারি দেওয়া হয়েছে যেখানে ক্যাপাসিটি রয়েছে 7410mAh এর সাথে দ্রুত ফাস্ট চার্জিং ১০০ ওয়ার্ডের।

See Full Specs

সব মিলিয়ে আপনি একটি ফোনেই খুবই দুরন্ত ভিসার এবং আপডেট টেকনোলজি পেয়ে যাচ্ছেন। আপনার যদি একটি ভালো ক্যামেরার ফোন দরকার হয় একটি বড় ব্যাটারি প্রয়োজন যেখানে আপনি অনেকক্ষণ ধরে ব্যাকআপ পাবেন। তাছাড়া ফোনটিতে যদি একটু ভালো প্রসেসর এবং ভালো পারফরম্যান্স চান তাহলে এই ফোনটি ওভার ওয়েল সব দিক দিয়েই পারফেক্ট।

এই ফোনটি কবে মার্কেটে আসবে এই তারিখ এখনো ঘোষণা করা হয়নি তবে ধরা যাচ্ছে খুব শীঘ্রই এই ফোনটি মার্কেটে লঞ্চ করা হবে। যদি আপনি সামনে একটি এ ধরনের স্মার্ট ফোন কেনার চিন্তাভাবনা করে থাকেন তাহলে আপনি এই ফোনটির আশা করতে পারেন। এছাড়া এই ফোনটির কত মূল্য রয়েছে তাও প্রকাশ করেনি আশা করি আমরা খুব দ্রুত এটির আপডেট দিতে পারব আপনাকে। আমাদের গুগল নিউজ ফলো করে রাখুন এবং সোশ্যাল মিডিয়ায় একটিভ থাকেন।

- Advertisement -
Star Shanto
Star Shantohttps://starshanto.com/
আমি শান্ত ঘোষ "স্টার শান্ত" ওয়েবসাইটের মালিক ও ম্যানেজিং পয়েন্টে যুক্ত রয়েছি। আমার রয়েছে অনলাইনে বিভিন্ন বিষয় ৭ বছরের অভিজ্ঞতা। তবে আমার এই ওয়েবসাইটে আমি নতুন প্রযুক্তি, নতুন ইনফরমেশন ও বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে লেখালেখি করি যাহাতে আপনাদের নতুন কিছু শেখাতে ও জানাতে পারি।
- Advertisement -
Latest news
- Advertisement -
Related Post

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here