অবশেষে Apple তাদের সবচেয়ে বেশি আকর্ষণীয় Apple iPhone 17 Pro Max স্মার্টফোনের স্পেসিফিকেশন প্রকাশ করেছেন। অ্যাপেল প্রতি বছরের ন্যায় এই বছরও সেপ্টেম্বর মাসে তাদের নতুন স্মার্ট ফোন লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। তার আগেই প্রকাশ হয়েছে সবচেয়ে আকর্ষণীয় ম্যাক্স স্মার্টফোনের স্পেসিফিকেশন। তাহলে বন্ধুরা দেখে নিন এই ফোনটিতে কি কি থাকছে?

Apple iPhone 17 Pro Max
Apple iPhone 17 Pro Max ফোনটিতে থাকছে ফাইভ-জি নেটওয়ার্কের EV-DO Rev.A 3.1 Mbps স্পিড। ফোনটিতে একটি ন্যানো সিমের সাথে দুটি ই-সিম ব্যবহার করা যাবে। তবে দুটি ই-সিম ব্যবহার আপনি মাত্র দুইবারই করতে পারবেন। তাছাড়া এই সিম গুলো ব্যবহার করার জন্য কান্ট্রি ভেরিয়ান্টের মধ্যে পার্থক্য রয়েছে।
Apple iPhone 17 Pro Max ফোনটিতে রয়েছে LTPO Super Retina XDR OLED ডিসপ্লে সাইজ ৬.৯ ইঞ্চি 120Hz রিফ্রেশ রেট এবং 458 ppi পিক্সেল ডিসন্টি। ডিসপ্লে কে প্রটেকশন দেওয়ার জন্য রয়েছে Ceramic Shield Glass (2025 gen) এর। এছাড়া HDR10, Dolby Vision ফিচার রয়েছে।
Apple iPhone 17 Pro Max ফোনটির পারফরম্যান্স খুবই শক্তিশালী কারণ তাতে ব্যবহার করা হয়েছে Apple A19 Pro (3nm) এর প্রসেসর এবং এবং Hexa-Core CPU, IOS 26 ভার্সন রয়েছে। ১২ জিবি র্যামে ৩টি পাওয়া যাবে 256gb, 512gb, 1tb তে। তবে এই ফোনটিতে কোন প্রকার এক্সটা মেমোরি কার্ড ব্যবহার করা যাবে না।
Apple iPhone 17 Pro Max ফোনটিতে রয়েছে ত্রিপল মেইন ক্যামেরা যেখানে পাওয়া যাচ্ছে ৪৮ মেগাপিক্সেল + ৪৮ মেগাপিক্সেল + ৪৮ মেগাপিক্সেল এর সাথে 3D ও 5x অপ্টিক্যাল জুম। এছাড়া মেইন ক্যামেরার সাথে থাকতে ডুয়েল এলইডি ডুয়েল টোন ফ্লাস। সেলফি ক্যামেরা রয়েছে ২৪ শে মেগাপিক্সেল। আপনি 4K রেজুলেশনে 120fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন।
Apple iPhone 17 Pro Max ফোনটিতে পাঁচটি সেন্সর যুক্ত রয়েছে এবং কোন প্রকার ফিঙ্গারপ্রিন্ট নেই তবে ফেস আইডি দেওয়া। ফোনটিতে NFC সাপোর্টেড রয়েছে। ফোনটিতে কত ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে তা প্রকাশ করা হয়নি তবে ফোনটিতে চার্জিং 25w, 15w, 4.5w এর সমর্থন রয়েছে যেখানে ৫০% চার্জ হতে ৩০ মিনিট সময় লাগবে।
Apple iPhone 17 Pro Max Full Specs
তো বন্ধুরা এই ছিল Apple iPhone 17 Pro Max ফোনটিতে যে সকল স্পেসিফিকেশন প্রকাশ করেছে তা। এখানে অনেক স্পেসিফিকেশন বাদ রয়েছে তা খুব দ্রুত আপডেট করে জানিয়ে দেয়া হবে। আপনি আশা করতে পারেন এ যেখানে যে স্পেসিফিকেশনগুলো রয়েছে সেগুলোর মধ্যেই থাকবে।
- আপনার জন্য: ১০ হাজরে ৫জি ফোন নিয়ে আসছে iQOO Z10 Lite 5G
এই ফোনগুলো কবে লঞ্চ করা হবে এর সঠিক কোন তারিখ ঘোষণা করা হয়নি। যদি পূর্বের লঞ্চ করা তারিখ গুলো দেখেন তাহলে আসে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে। তাই যেহেতু সেপ্টেম্বর মাস সামনে খুব সেগুলো চলে আসতেছে সেহেতু আপনি খুব দ্রুতই এই ফোনগুলোর আপডেট এবং দাম পেয়ে যাবেন।