Wednesday, September 3, 2025
Home₹1,799 দামে বাজার কাঁপাতে এল Oppo Enco Buds 3 Pro, 54 ঘণ্টার...

₹1,799 দামে বাজার কাঁপাতে এল Oppo Enco Buds 3 Pro, 54 ঘণ্টার ব্যাটারি সহ

অপ্পো দীর্ঘদিন পর আবারও তাদের অডিও সেগমেন্টে ফিরলো Oppo Enco Buds 3 Pro নিয়ে। মাত্র ₹1,799 দামে এই ইয়ারবাডস বাজারে এসেছে এবং এতে আছে দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ, উন্নত সাউন্ড কোয়ালিটি আর স্মার্ট ফিচার। যারা মিউজিক, গেমিং বা দৈনন্দিন ব্যবহারের জন্য সাশ্রয়ী কিন্তু প্রিমিয়াম ফিচার চান, তাদের জন্য এটি দারুণ পছন্দ হতে পারে।

এই ইয়ারবাডসে ব্যবহার করা হয়েছে 12.4mm টাইটানিয়াম-কোটেড ড্রাইভার, যা গভীর বেস ও ব্যালান্সড সাউন্ড তৈরি করে। মিউজিক লিসেনিংয়ের জন্য আছে Enco Master ইকুয়ালাইজার যেখানে তিনটি প্রিসেট মোড ও ছয় ব্যান্ড কাস্টম EQ রয়েছে। ফলে ব্যবহারকারীরা তাদের ইচ্ছেমতো অডিও টিউন করতে পারবেন। গেমারদের জন্য আছে 47ms আল্ট্রা-লো লেটেন্সি মোড, যা গেম খেলার সময় অডিও ও ভিজ্যুয়ালের মধ্যে কোনো বিলম্ব হতে দেয় না।

ব্যাটারির দিক থেকেও এই ইয়ারবাডস দারুণ। চার্জিং কেসে আছে 560mAh ব্যাটারি, যা একসাথে 54 ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক দিতে সক্ষম। প্রতিটি ইয়ারবাডে আছে 58mAh ব্যাটারি, যা ১২ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যায় এক চার্জে। এছাড়া মাত্র ১০ মিনিট চার্জেই ৪ ঘণ্টা ব্যবহার করা যাবে, ফলে ব্যস্ত সময়েও চার্জ নিয়ে চিন্তা করতে হবে না।

ইয়ারবাডসটিতে রয়েছে Bluetooth 5.4, Google Fast Pair, ডুয়াল ডিভাইস কানেকশন, এবং SBC ও AAC কোডেক সাপোর্ট। ফলে ফোন, ট্যাব বা ল্যাপটপ—একসাথে একাধিক ডিভাইস ব্যবহার করা সহজ হয়ে যায়। এছাড়া টাচ কন্ট্রোল দিয়ে মিউজিক, কল বা ভয়েস অ্যাসিস্ট্যান্ট নিয়ন্ত্রণ করা যায়। আর বিশেষভাবে Oppo ফোন ব্যবহারকারীরা ডাবল ট্যাপ করে ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন, যা কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বেশ কাজে লাগবে।

IP55 ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স থাকায় ঘাম বা হালকা বৃষ্টিতেও এটি ব্যবহার করা যাবে নিশ্চিন্তে। কালার অপশন হিসেবে আছে Graphite Grey আর Glaze White। দাম ও ফিচারের দিক থেকে এটি সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে Realme ও OnePlus-এর মিড-রেঞ্জ TWS ইয়ারবাডসের সাথে।

Star Shanto
Star Shanto
আমি শান্ত ঘোষ "স্টার শান্ত" ওয়েবসাইটের মালিক ও ম্যানেজিং পয়েন্টে যুক্ত রয়েছি। আমার রয়েছে অনলাইনে বিভিন্ন বিষয় ৭ বছরের অভিজ্ঞতা। তবে আমার এই ওয়েবসাইটে আমি নতুন প্রযুক্তি, নতুন ইনফরমেশন ও বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে লেখালেখি করি যাহাতে আপনাদের নতুন কিছু শেখাতে ও জানাতে পারি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ