৯ বলের সুপার ওভার এই বিরল দৃশ্যেও জয় এলো না বাংলাদেশের ঘরে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে অবিশ্বাস্যভাবে হেরে যায় মেহেদি হাসান মিরাজের দল। নিয়মিত ওভারে ম্যাচ টাইয়ের পর জয়ের সুযোগ পেয়েও মাত্র ৫ বলে ৫ রান করতে ব্যর্থ হয় টাইগাররা।
ঢাকায় অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাট করে ৭ উইকেটে ২১৩ রান করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে উইন্ডিজও ৯ উইকেট হারিয়ে সমান রান করে, ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে।
সুপার ওভারে প্রথমে ব্যাট করে ১০ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য ছিল ১১ রান। শুরুতেই আকিল হোসেনের এক ওয়াইড ও এক নো বলের সুবাদে সুবিধাজনক অবস্থায় ছিল বাংলাদেশ। কিন্তু ফ্রি হিটে সৌম্য সরকার মাত্র ১ রান নিতে পারেন। এরপর শেষ ৫ বলে দরকার ছিল ৫ রান সেখানে ব্যাটাররা পারেননি চাপ সামলাতে। এক উইকেট হারিয়ে মাত্র ৯ রানেই থেমে যায় ইনিংস।
আরো পড়ুৃন : সিরিজ জিততে স্পিনই ভরসা বাংলাদেশের
এই ম্যাচে সুপার ওভারে মোট ৯ বল খেলা হয়, যেখানে অতিরিক্ত ৪ রান দিয়েও জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। এই হারে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতায় ফিরে এসেছে অতিথিরা।