৯ম শ্রেণির হিন্দুধর্ম ষান্মাসিক মূল্যায়ন প্রশ্ন ২০২৪

ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন – ২০২৪

নবম শ্রেণি

বিষয়: হিন্দুধর্ম শিক্ষা

খবরের কাগজ বিশ্লেষণ করে নিউজলেটার তৈরি:

পৃথিবীতে প্রতিদিন অনেক ঘটনা ঘটে। এর মধ্য থেকে কিছু ঘটনা আমরা খবরের কাগজে দেখতে পাই। আজ তোমরা খবরের

কাগজ পড়ে খবর বিশ্লেষণ করবে।

কাজ ১:

খবরের শিরোনাম লিখি (দলগত কাজ):

খবরের কাগজ পড়ে বন্ধুদের সঙ্গে আলেচনার মাধ্যমে নমুনা ছক অনুযায়ী খবরের শিরোনাম লিখে তালিকা তৈরি করো।

গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম:

✓ আমার চোখে গুরুত্বপূর্ণ খবর (একক কাজ)

✓ বন্ধুদের চোখে গুরুত্বপূর্ণ খবর (দলীয় কাজ)

কাজ ২:

অতীত ও বর্তমানের মিল-অমিল খুঁজি (দলগত কাজ):

হিন্দুধর্মীয় গ্রন্থে অতীতের জীবন ব্যবস্থা সম্পর্কে তুমি জেনেছ। আবার খবরের কাগজ পড়ে বর্তমান জীবন ব্যবস্থার একটা চিত্র

হিন্দুধর্মীয় গ্রন্থে অতীতের জীবন ব্যবস্থা সম্পর্কে তুমি জেনেছ। আবার খবরের কাগজ পড়ে বর্তমান জীবন ব্যবস্থার একটা চিত্র তুমি পেয়েছ। ডায়াগ্রাম তৈরি করে বন্ধুদের সঙ্গে আলোচনা করে এ দুটি বিষয়ের তুলনা করো।

✓ অতীতের জীবন ব্যবস্থা:

মিল:

✓ বর্তমান জীবন ব্যবস্থা:

কাজ ৩

নৈতিক ও মানবিক গুণাবলির কথা বলি (একক কাজ):

তোমার দৃষ্টিতে গুরুত্বপূর্ণ খবরগুলো কোনগুলো হিন্দুধর্মের নৈতিক ও মানবিক গুণের প্রদর্শন করছে আর কোনগুলো করছে না তা ব্যাখ্যাসহ বলো।

কাজ ৪

প্রতিবেদন লিখি (একক কাজ):

তোমার বিদ্যালয় বা এলাকার একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করো। হিন্দুধর্মের প্রধান প্রধান গ্রন্থের নির্দেশনা, হিন্দুধর্মীয় রীতিনীতি ইত্যাদির আলোকে ইতিবাচক উদ্যোগটির স্বরূপ,

তোমার বিদ্যালয় বা এলাকার একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করো। হিন্দুধর্মের প্রধান প্রধান গ্রন্থের নির্দেশনা, হিন্দুধর্মীয় রীতিনীতি ইত্যাদির আলোকে ইতিবাচক উদ্যোগটির স্বরূপ, উদ্যোগ গ্রহণের কারণ ও ফলাফল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন লেখো।

কাজ ৫:

নিউজলেটার তৈরি করি (দগত ও একক কাজ):

খবরের কাগজে যে ইতিবাচক খবরগুলো পেয়েছ তা চিহ্নিত করো। এই খবরগুলোতে যেসব মানবিক ও নৈতিক গুণাবলি রয়েছে তা দলগত আলোচনার মাধ্যমে খুঁজে বের করো। তারপর তোমার ও তোমার বন্ধুদের পরিবারে, হিন্দুধর্মীয় শিক্ষার আলোকে, এই গুণাবলি কীভাবে অনুশীলন করছে তা আলোচনা করে খাতায় নোট রাখো।

এবারে তোমার সংগৃহীত মানবিক ও নৈতিক গুণাবলি অনুশীলনের স্বরগুলো দিয়ে এককভাবে এক পৃষ্ঠার একটি নিউজলেটার তৈরি করো। নিউজলেটারে যা যা থাকতে পারে নিউজলেটারের নাম, শিরোনাম, খবর, ছবি, সাক্ষাতকার ইত্যাদি।

৯ম শ্রেণির হিন্দুধর্ম ষান্মাসিক মূল্যায়ন প্রশ্ন ও উত্তর ২০২৪

৯ম শ্রেণির হিন্দুধর্ম ষান্মাসিক মূল্যায়ন প্রশ্ন ও উত্তর ২০২৪

Post Share Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *