৯ম শ্রেণির জীবন ও জীবিকা মূল্যায়ন প্রশ্ন ও উত্তর ২০২৪

- Advertisement -

৯ম শ্রেণির জীবন ও জীবিকা মূল্যায়ন প্রশ্ন ও উত্তর ২০২৪

যান্মাষিক সামষ্টিক মূল্যায়ন – 2024

নৰম শ্রেণি

বিষয়: জীবন ও জীবিকা শিক্ষার্থীর জন্য নির্দেশনা

প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আপনাদের জীবন ও জীবিকা বিষয়ের প্রশ্ন বা উত্তর এখনো প্রকাশ করা হয়নি। তাই সময় নষ্ট না করে একটু পড়াশোনা করে নাও। যখনই আপনাদের প্রশ্ন বা উত্তর প্রকাশ করা হবে তখনই আমরা এই পোস্টে প্রশ্ন ও উত্তর আপডেট করে দেওয়া হবে।

আজকের ১০০% কমন প্রশ্ন ও উত্তর – নিচের লিংকে ক্লিক করুন

৯ম শ্রেণির জীবন ও জীবিকা মূল্যায়ন প্রশ্ন ও উত্তর ২০২৪

৯ম শ্রেণির জীবন ও জীবিকা মূল্যায়ন প্রশ্ন ও উত্তর ২০২৪

৯ম শ্রেণির জীবন ও জীবিকা মূল্যায়ন প্রশ্ন ও উত্তর ২০২৪

আজকের প্রশ্ন ও উত্তর দেখে নেও…

৬ষ্ঠ শ্রেণির গনিত মূল্যায়ন প্রশ্ন ও উত্তর ২০২৪

৭ম শ্রেণির বাংলা মূল্যায়ন প্রশ্ন ও উত্তর ২০২৪

৮ম শ্রেণির ইসলাম শিক্ষা মূল্যায়ন প্রশ্ন ও উত্তর ২০২৪

৮ম শ্রেণির হিন্দুধর্ম মূল্যায়ন প্রশ্ন ও উত্তর ২০২৪

৯ম শ্রেণির জীবন ও জীবিকা মূল্যায়ন প্রশ্ন ও উত্তর ২০২৪

তাই সময় মত প্রশ্ন ও উত্তরপত্র একই সাথে পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটের টেলিগ্রাম, ফেসবুক বা হোয়াটসআ্যাপ ফলো করে রাখুন। অথবা আমাদের ওয়েবসাইটটি সেভ করে রাখুন।

আমরা আপনাদের জন্য সকল প্রশ্ন ও উত্তরপত্র একই সাথে একটি মাত্র পোস্টে দিয়ে থাকি। তাই আপনি খুব সহজেই প্রশ্ন ও উত্তরপত্র পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট থেকে। আর আপনাকে অনলাইনে খোঁজাখুঁজি করতে হবে না।

আমাদের দেওয়া ১০০% কমন প্রশ্ন ও উত্তর

আপাতত আপনারা নিচের কিছু সাজেশন থেকে ধারণা নিন। নিচের সাজেশন এর প্রশ্ন গুলো পরীক্ষায় আসতেও পারে আবার নাও আসতে পারে তারপরও একটু দেখে নিতে পারেন।

প্রশ্ন ১। একক কাজ:

আমরা কেন ব্যয় করি?

উত্তর ১ঃ

নিত্যদিনের প্রয়োজনে আমাদের কিছু না কিছু পণ্য বা সেবার প্রয়োজন হয়। যেমন: আমরা যে বাড়িতে থাকি, তার নির্মাণ কিংবা ভাড়া, ঘরে ব্যবহৃত আসবাবপত্র, প্রতিদিনের খাবার, নিত্যনতুন পোশাক, যানবাহনের ব্যবহার, চিকিৎসা, লেখাপড়ার সামগ্রী,পত্রিকা, টেলিভিশন কিংবা মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহার ইত্যাদি বাবদ খরচ। প্রতিটি ক্ষেত্রেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আর্থিক ব্যয় রয়েছে।

একটু লক্ষ করলে বোঝা যায়, আমরা সাধারণত বিভিন্ন পণ্য ও সেবার অভাব পূরণ করতে ব্যয় করি। পরিবারের সদস্যদের প্রাপ্ত মোট আয় দিয়ে একটি নির্দিষ্ট সময়ে সুযোগ-সুবিধা বা উপযোগ সর্বোচ্চ করাই আমাদের ব্যয়ের উদ্দেশ্য। ধুরা যাক, পরিবারের কারো একটি পণ্যের প্রয়োজন বা আকাঙ্ক্ষা বা চাহিদা তৈরি হয়েছে। কোনো নির্দিষ্ট পণ্য বা সেবা ভোগের উদ্দেশ্যে নির্দিষ্ট অর্থের বিনিময়ে ক্রয় করা হলে, সেই পণ্য বা সেবার ওপর ভোক্তার একটি উপযোগ তৈরি হয়। তাই বলা যায়, আমাদের বিভিন্ন অভাব বা উপযোগ মেটানোর জন্য আমরা ব্যয় করি।

প্রশ্ন ২। একক কাজ:

পারিবারিক ব্যয়ের খাতগুলো চিহ্নিত করে একটি তালিকা তৈরি কর।

উত্তর ২ঃ

পারিবারিক ব্যয়ের খাতসমূহের আলিকা:

১. খাদ্য:

উপখাত: চাল, আটা, তেল, মসলা, মাছ, মাংস, সবজি, ফলমূল, মিস্টান্ন, বেকারি আইটেম

২. বস্ত্র

উপখাত: নতুন কাপড়, কাপড় সেলাই, লন্ড্রি বা কাপড় ধোয়া, জুয়েলারি আইটেম, কসমেটিকস

৩. বাসস্থান

উপখাত: বাসা ভাড়া, নতুন ঘরের খরচ, বাসা মেরামত, বাড়ির চুনকাম খরচ৪. শিক্ষা

৪ শিক্ষা

উপখাত: শিক্ষা প্রতিষ্ঠানের বেতন, শিক্ষাসামগ্রী (খাতা/কলম, পেনসিল, ব্যাগ, বই ইত্যাদি)

৫. গৃহস্থালি

উপখাত: আসবাবপত্র মেরামত, ক্রোকারিজ ক্রয়, পোষ্য প্রাণীর খাদ্য

৬. যোগাযোগ ও যাতায়াত

উপখাত: যাতায়াত ভাড়া (রিকশা, বাস, ট্রেন, বিমান), নিজ বাহনের জ্বালানি (যদি থাকে), বাহন মেরামত

৭. ইউটিলিটি

উপখাত: বিদ্যুৎ, গ্যাস/জ্বালানি, ইন্টারনেট, পানি

৮. ঘর সাজসজ্জা

উপখাত: ঘরের বাতি/পাখা, আয়না, দেয়াল ঘড়ি, ছবির ফ্রেম

৯. চিকিৎসা

উপখাত: ওষুধ/ভ্যাকসিন, চিকিৎসকের ফি, ডায়াগনস্টিক ফি, অস্ত্রোপচার ফি

১০. খাজনা/ভ্যাট/ট্যাক্স

উপখাত: আয়কর, বাড়ির খাজনা/কর

১১. বিনোদন

উপখাত: বেড়াতে যাওয়া, উৎসবের আয়োজন, নিমন্ত্রণে অংশগ্রহণ, সিনেমা দেখা

নবম শ্রেণির জীবন ও জীবিকা নমুনা-২ প্রশ্ন ও উত্তর ষান্মাসিক মূল্যায় ২০২৪
- Advertisement -
Star Shanto
Star Shantohttps://starshanto.com/
Shanto Ghose is the CEO and MD of Star Shanto. I have 7 years of Online Experience.
Latest news
- Advertisement -
- Advertisement -
Related Post

1 COMMENT

  1. জীবন জীবিকার মূল্যায়ন প্রশ্ন টি দিলে অনেক উপকার হতো

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here