৯ম শ্রেণির ইসলাম শিক্ষা ষান্মাসিক মূল্যায়ন প্রশ্ন ২০২৪
যান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ২০২৪
বিষয়: ইসলাম শিক্ষা
শ্রেণি: নবম
শিক্ষার্থীর জন্য নির্দেশনা
সামাজিক সমস্যা বিশ্লেষণ করে ইসলামের বিধিবিধানের আলোকে সমাধান করি
আমরা দৈনন্দিন জীবনে আমাদের চারপাশে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জগুলো দেখতে পাই। ইসলামের নির্দেশনা, বিধিবিধান যথাযথভাবে চর্চা করলে এ ধরনের সমস্যার সমাধান করা সম্ভব। তুমি যে এলাকায়/অঞ্চলে বসাবাস কর সে এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে ইসলামের বিধিবিধানগুলো বিশ্লেষণ করবে।
কাজ ১: সমস্যা বা চ্যাসেজ অনুসন্ধান
• তুমি যে এলাকায়/অঞ্চলে বসাবাস কর সে এলাকার বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জগুলোর (সামাজিক সমস্যা। তালিকা করো।
• এরপর তোমার একজন সহপাঠীর কাছ থেকে জেনে নাও সে কী কী সমস্যা বা চ্যালেঞ্জ খুঁজে পেলো।
নমুনা ছক:
আমি যা খুঁজে পেলাম | ১ম বন্ধু যা খুঁজে পেলো |
উত্তর নিচে লিংকে ক্লিক করুন
কাজ ২: সমাধানযোগ্য সমস্যা নির্বাচন ও পরিকল্পনা প্রণয়ন
তোমারা এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা খুঁজে পেয়েছ। এবার চারজন সহপাঠী আলোচনা করে কাজ-১ এর তালিকা হতে একটি সমস্যা নির্বাচন করো যে সমস্যাটি সমাধান করা তোমাদের পক্ষে সম্ভব হবে।
সমস্যাটি নির্বাচনের পক্ষে এককভাবে তোমার যুক্তি তুলে ধর।
নমুনা চক:
সামাজিক গুরুত্ব | ধর্মীয় পুরুষ |
- এরপর তোমরা চারজন সহপাঠী আলোচনা করে নির্বাচিত সমস্যাটি কীভাবে সমাধান করা যেতে পারে তার একটি
পরিকল্পনা তৈরি করে উপস্থাপন করো।
০ নির্বাচিত সমস্যা/চ্যালেঞ্জের নাম;
০ সমস্যা/চ্যালেঞ্জটি সমাধানের উদ্দেশ্য;
০ সময় (দিন/মাস);
০ কার কার সহায়তা প্রয়োজন;
০ স্ব স্ব দায়িত্ব বণ্টন;
০ ইসলামের বিধিবিধান ও নির্দেশনার চর্চা বা প্রয়োগ;
নৈতিক ও মানবিক।
উত্তর নিচে লিংকে ক্লিক করুন
কাজ ৩: প্রতিবেদন লিখি
তোমার বিদ্যালয় বা এলাকার একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করো। ইসলামের নির্দেশনা, বিধিবিধান ও রীতিনীতি ইত্যাদির আলোকে ইতিবাচক উদ্যোগটির স্বরুপ, উদ্যোগ গ্রহণের কারণ ও ফলাফল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন লেখো।
উত্তর নিচে লিংকে ক্লিক করুন
কাজ ৪: ইসলামের বিধি-বিধান দৈনন্দিন জীবনে অনুশীলন করি
তুমি যে সামাজিক সমস্যা বিশ্লেষণ করেছ। (তোমার এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত, সমাধানযোগ্য সমস্যা নির্বাচন, সমাধানের পরিকল্পনা ইত্যাদি) ইসলামের বিধিবিধানের আলোকে তা সমাধান করার জন্য তোমার
দৈনন্দিন জীবনের কোন কোন ক্ষেত্রে পরিবর্তন প্রয়োজন তা চিহ্নিত করে কীভাবে অনুশীলন করবে তা উল্লেখ করো।
উত্তর নিচে লিংকে ক্লিক করুন
৯ম শ্রেণির ইসলাম শিক্ষা ষান্মাসিক মূল্যায়ন প্রশ্ন ও উত্তর ২০২৪