Homeমোবাইল৫০০০ হাজার টাকায় 5G ফোন Ai+ Pulse 4G ও Ai+ Nova 5G...

৫০০০ হাজার টাকায় 5G ফোন Ai+ Pulse 4G ও Ai+ Nova 5G থাকছে 50MP ক্যামেরা 5000mAh ব্যাটারি

৫০০০ হাজার টাকায় 5g ফোন ai+ pulse 4g ও ai+ nova 5g থাকছে 50mp ক্যামেরা 5000mah ব্যাটারি
৫০০০ হাজার টাকায় 5G ফোন Ai+ Pulse 4G ও Ai+ Nova 5G থাকছে 50MP ক্যামেরা 5000mAh ব্যাটারি

ইন্ডিয়ার তৈরি নতুন Ai+ ব্র্যান্ডের দুটি স্মার্ট ফোন একসাথে লঞ্চ হতে যাচ্ছে আগামী ৮ জুলাই ২০২৫ তারিখে। তারপর এক এক করে অন্য দেশে রপ্তানি করা হবে। তাই Ai+ ব্র্যান্ডের স্মার্টফোনগুলো বাংলাদেশেও পাওয়া যাবে। Ai+ ব্র্যান্ডের দুটি মডেলের কয়েকটি ভেরিয়ান্টে মার্কেটে বের হবে তবে এই ফোনগুলোর দাম মাত্র ৫ হাজার টাকা থেকে শুরু হবে। মাত্র ৫ হাজার থেকে শুরু টাকায় ইন্ডিয়ায় পাওয়া যাবে এই স্মার্ট ফোনগুলো।

তবে Ai+ ব্র্যান্ডে স্মার্টফোনগুলো বাংলাদেশের মূল্য একটু বেশি হবে। কারণ ইন্ডিয়ার টাকা এবং বাংলাদেশ টাকার মধ্য মুদ্রার হার কমবেশি রয়েছে। এই হিসাব করলে বাংলাদেশে এই ফোনগুলোর দাম হতে পারে ৭০০০ টাকা থেকে শুরু। তাই আপনি মাত্র ৭ হাজার টাকায় বাংলাদেশে নতুন Ai+ ফাইভ-জি স্মার্টফোনগুলো পাবেন। যেটা কিনা এই বাজেটের মধ্য এই ব্রান্ডই সেরা হবে কারন এত কম বাজেটে বর্তমান ৫জি স্মার্টফোন নেই মার্কেটে।

Ai+ Pulse 4G এবং Ai+ Nova 5G ফোনের স্পেসিফিকেশন

Ai+ ব্র্যান্ডের Ai+ Pulse 4G ও Ai+ Nova 5G দুইটি মডেলের অল্প কিছু স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। এখনো সম্পূর্ণ স্পেসিফিকেশন দেওয়া হয়নি তবে খুব দ্রুত দিয়ে দেওয়া হবে যেহেতু ৮ তারিখে লঞ্চ হতে চলছে।

Ai+ Pulse 4G ফোনটিতে চিপসেট রয়েছে Unisoc T7250 (12nm) ও Ai+ Nova 5G এই ফোনটিতে চিপ সেট রয়েছে Unisoc T8200 (12nm). তাছাড়া এই ফোন দুটিতে মেন ডুয়েল ক্যামেরায় ৫০ মেগাপিক্সেল থাকবে। ফোনটিতে দারুন ইন্ডিয়ার 5 Bold কালারস রয়েছে।

Ai+ Pulse 4G ও Ai+ Nova 5G স্মার্ট ফোন দুটিতে 5000mAh এর ব্যাটারি রয়েছে। তবে এই ফোনগুলো কত জিবি র‍্যাম এবং কত জিবি স্টোরেস রয়েছে সেটি এখনো প্রকাশ হয়নি। তবে প্রকাশ করেছে সর্বোচ্চ এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করা যাবে 1TB পর্যন্ত।

৫০০০ হাজার টাকায় 5G ফোন

Ai+ ব্র্যান্ড দাবি করতেছে তাদের ফোন থেকে কোন প্রকার তথ্য ফাঁস হবে না। তারা এমন প্রযুক্তি ব্যবহার করে এরকম একটি সিকিউরিটি ব্যবস্থা করেছে যা ব্যবহারকারীকে সুরক্ষা প্রদান করবে। তাছাড়া এই ব্রান্ড টি গুগলের সাথে কমিউনিকেশনে রয়েছে। সেহেতু আপনি নিশ্চিন্তে এই স্মার্টফোনগুলো ক্রয় করে করে ব্যবহার করতে পারেন।

ইন্ডিয়ার Ai+ এটি নতুন ব্রান্ড। এই ব্র্যান্ডের নতুন দুটি স্মার্ট ফোন এই প্রথম লঞ্চ হবে ৮ জুলাই ২০২৫ তারিখে। তাই আশা করা যায় যেহেতু নতুন ব্র্যান্ডের নতুন স্মার্টফোন সেহেতু অনেকটা ভালো সার্ভিস দেবে তারা। এ ছাড়া স্মার্টফোনগুলো তারা কম বাজেটের মধ্যে দারুণ সকল ফিচার প্রদান করতেছে। তারা বর্তমানের সাথে তাল মিলিয়ে এআই + স্মার্টফোন রান করতেছে NxtQuantum OS এর সাথে।

আরো পড়ুন:

Xiaomi YU7 Pro: শাওমির বিলাসবহুল ইলেকট্রিক SUV গাড়ি, টেসলাকেও টিক্কা দিতে পারে

বিশ্ববাজারে কোরিয়ার জয়! জাপানে গুগল পিক্সেল ৭ বিক্রিতে নিষেধাজ্ঞা জারি

এই ফোনগুলোর সাথে যারা খুচরা কিনবেন তাদের জন্য থাকবে ব্রান্ডেটির বিল্ট-ইন TWS ইয়ারফোন সহ একটি স্মার্টওয়াচ। এগুলো আপনি সম্পূর্ণ ফ্রিতে একটি বক্সের মধ্যে পেয়ে যাবেন। এটি স্মার্টফোনের পাশাপাশি তারা একটি স্মার্ট ঘড়ি দিচ্ছে “Wearbuds Watch 3”.

তাই আপনি যদি ৫০০০ হাজার টাকায় 5G ফোন কিনতে চান তাহলে আপনার জন্য হবে এটি দারুন একটি ফোন। কম দামে এত ফিচার অন্য কোন মোবাইল কোম্পানি বর্তমান দিচ্ছে না।

- Advertisement -
Star Shanto
Star Shantohttps://starshanto.com/
আমি শান্ত ঘোষ "স্টার শান্ত" ওয়েবসাইটের মালিক ও ম্যানেজিং পয়েন্টে যুক্ত রয়েছি। আমার রয়েছে অনলাইনে বিভিন্ন বিষয় ৭ বছরের অভিজ্ঞতা। তবে আমার এই ওয়েবসাইটে আমি নতুন প্রযুক্তি, নতুন ইনফরমেশন ও বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে লেখালেখি করি যাহাতে আপনাদের নতুন কিছু শেখাতে ও জানাতে পারি।
- Advertisement -
Latest news
- Advertisement -
Related Post

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here