৪টি স্মার্টফোন লঞ্চ

১৫ থেকে ৪০ হাজার টাকা মধ্যে ৪টি স্মার্টফোন লঞ্চ করেছে মার্চ মাসের এই সপ্তাহে

ইতিমধ্যে মার্কেটে চলে এসেছে ১৫০০০ টাকা থেকে ৪০ হাজার টাকার মধ্যে সেরা ৪টি স্মার্ট ফোন। মার্চ মাস হলো স্মার্ট ফোন লঞ্চ করার একটি ব্যস্ততার মাস। তাই এই মাসের এই এক সপ্তাহে মোট চারটি স্মার্টফোন লাঞ্চ করা হয়েছে। আপনি যদি একটি নতুন স্মার্টফোন কিনতে চান তাহলে এই ৪টি ফোন দেখে নিতে পারেন যদি পছন্দ হয়।

এই তালিকায় রয়েছে: POCO X6 Neo 5G এবং iQOO Z9 5G, Samsung Galaxy A55 5G এবং Samsung Galaxy A35 5G এই স্মার্টফোনগুলো। এই ফোনগুলো মিড-রেঞ্জের ফোন কিন্তু তারা কিছুটা বেশি দামে মার্কেটে নিয়ে আসছে। তো বন্ধুরা নিচে আমি আপনাদেরকে সংক্ষেপে বলবো কোন ফোনটিতে কোন ফিচার রয়েছে এর সকল বিস্তারিত?

POCO X6 Neo 5G Specifications

যাদের বাজেট ১৬ হাজার টাকার মধ্যে তাদের জন্য POCO নিয়ে আসছে দারুন একটি স্মার্ট ফোন। বন্ধুরা মাত্র ১৬ হাজার টাকায় পেয়ে যাবেন POCO X6 Neo 5G এই স্মার্টফোনটি। Poco এই ফোনটির মধ্যে বেশ কিছু বেশি ফিচার এড করেছে যা দামি ফোনকে টেক্কা দিতে পারে।

ডিসপ্লে: POCO X6 Neo 5G এই ফোনটিতে AMOLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ও রেজুলেশন 1080×2400 px এর FHD+. এছাড়া ফোনটিতে মাল্টিটাচ এর সাথে 120 Hz এর রিফ্রেশ রেট রয়েছে এবং হালকা 93.3% বডি রেসো রয়েছে।

প্রসেসর: POCO X6 Neo 5G স্মার্টফোনটিতে MediaTek Dimensity 6080 ব্যবহার করা হয়েছে। ফোনটির ওজন রয়েছে ১৭৫ গ্রাম একটু হালকা ওজন। এছাড়া 5G নেটওয়ার্ক রয়েছে যেটা অল্প দামের মধ্যে সেরা।

ক্যামেরা: POCO X6 Neo 5G ফোনটির মেইন ক্যামেরায় রয়েছে ১০৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা ১৬ মেগাপিক্সেল। 10x জুম করা যাবে এবং সর্বোচ্চ 1920×1080 @ 30 fps এ ভিডিও রেকর্ড করা যাবে।

ব্যাটারি: ফোনটিতে Li-Polymer এর non-removable 5000 mAh এর ব্যাটারি পাওয়ার রয়েছে এবং সাথে পাবেন দ্রুত চার্জিং 33W এর টাইপ-সি।

মেমোরি: POCO X6 Neo 5G স্মার্টফোনটি ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ রয়েছে। যেটা ১৬ হাজার টাকার মধ্যে সেরাই হবে।

POCO X6 Neo 5G Price in India

এই ফোনটি ইন্ডিয়ান বাজারের মূল্য Rs. 15,999 টাকা।

POCO X6 Neo 5G Price in Bangladesh

এই ফোনটি বাংলাদেশে অফিসিয়াল ভাবে বাজারে আসতে ১-৩ মাস সময় লাগবে এবং এই স্মার্টফোনটির দাম হতে পারে ৳২১,৫০০ টাকা।

IQOO Z9 5G Specifications

ডিসপ্লে: IQOO Z9 5G এই ফোনটিতে AMOLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ও রেজুলেশন 1080×2400 px এর FHD+. এছাড়া ফোনটিতে মাল্টিটাচ এর সাথে 120 Hz এর রিফ্রেশ রেট রয়েছে এবং হালকা 91.9% বডি রেসো রয়েছে। ফোনটির পিক্সেল ডিনসিটি 395ppi.

প্রসেসর: IQOO Z9 5G স্মার্টফোনটিতে MediaTek Dimensity 7200 ব্যবহার করা হয়েছে। ফোনটির ওজন রয়েছে ১৮৮ গ্রাম একটু হালকা ওজন। এছাড়া 5G নেটওয়ার্ক রয়েছে যেটা মোটামুটি দামের মধ্যে সেরা।

ক্যামেরা: IQOO Z9 5G ফোনটির মেইন ক্যামেরায় রয়েছে ৫০ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা ১৬ মেগাপিক্সেল। 10x জুম করা যাবে এবং সর্বোচ্চ 3840×2160 @ 30 fps এ ভিডিও রেকর্ড করা যাবে।

ব্যাটারি: ফোনটিতে Li-Polymer এর non-removable 5000 mAh এর ব্যাটারি পাওয়ার রয়েছে এবং সাথে পাবেন দ্রুত চার্জিং 44W এর টাইপ-সি। 50% চার্জ হতে সময় লাগবে ৩০ মিনিট।

মেমোরি: IQOO Z9 5G স্মার্টফোনটি ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ রয়েছে। যেটা ২০ হাজার টাকার মধ্যে সেরাই হবে।

IQOO Z9 5G Price in India

এই ফোনটি ইন্ডিয়ান বাজারের মূল্য Rs. 19,999 টাকা।

IQOO Z9 5G Price in Bangladesh

এই ফোনটি বাংলাদেশে অফিসিয়াল ভাবে বাজারে আসতে ১-৩ মাস সময় লাগবে এবং এই স্মার্টফোনটির দাম হতে পারে ৳২৬,৫০০ টাকা।

Samsung Galaxy A35 5G Specifications

ডিসপ্লে: Samsung Galaxy A35 5G এই ফোনটিতে Super AMOLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ও রেজুলেশন 1080×2340 px এর FHD+. এছাড়া ফোনটিতে মাল্টিটাচ এর সাথে 120 Hz এর রিফ্রেশ রেট রয়েছে এবং হালকা 85.6% বডি রেসো রয়েছে। ফোনটির পিক্সেল ডিনসিটি 390ppi.

প্রসেসর: Samsung Galaxy A35 5G স্মার্টফোনটিতে Samsung Exynos 1380 ব্যবহার করা হয়েছে। ফোনটির ওজন রয়েছে 209 গ্রাম একটু ভারি ওজন ও মোটা। এছাড়া 5G নেটওয়ার্ক রয়েছে সাথে ফোর-জি ও থ্রি-জি

ক্যামেরা: Samsung Galaxy A35 5G ফোনটির মেইন ক্যামেরায় রয়েছে ৫০ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা ১৩ মেগাপিক্সেল। 10x জুম করা যাবে এবং সর্বোচ্চ 3840×2160 @ 30 fps এ ভিডিও রেকর্ড করা যাবে।

ব্যাটারি: ফোনটিতে Li-Polymer এর non-removable 5000 mAh এর ব্যাটারি পাওয়ার রয়েছে এবং সাথে পাবেন দ্রুত চার্জিং 25W এর টাইপ-সি।

মেমোরি: Samsung Galaxy A35 5G স্মার্টফোনটি ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ রয়েছে।

Samsung Galaxy A35 5G Price in India

এই ফোনটি ইন্ডিয়ান বাজারের মূল্য Rs. 30,999 টাকা।

Samsung Galaxy A35 5G Price in Bangladesh

এই ফোনটি বাংলাদেশে অফিসিয়াল ভাবে বাজারে আসতে ১-৩ মাস সময় লাগবে এবং এই স্মার্টফোনটির দাম হতে পারে ৳41,000 টাকা।

Samsung Galaxy A55 5G Specifications

ডিসপ্লে: Samsung Galaxy A55 5G এই ফোনটিতে Super AMOLED ডিসপ্লে ও ৬.৬ ইঞ্চি সাইজ করা হয়েছে ও রেজুলেশন 1080×2340 px এর FHD+. এছাড়া ফোনটিতে মাল্টিটাচ এর সাথে 120 Hz এর রিফ্রেশ রেট রয়েছে এবং হালকা 86.5% বডি রেসো রয়েছে। ফোনটির পিক্সেল ডিনসিটি 390ppi.

প্রসেসর: Samsung Galaxy A55 5G স্মার্টফোনটিতে Samsung Exynos 1480 ব্যবহার করা হয়েছে। ফোনটির ওজন রয়েছে 213 গ্রাম একটু ভারি ওজন ও মোটা। এছাড়া 5G নেটওয়ার্ক রয়েছে সাথে ফোর-জি ও থ্রি-জি

ক্যামেরা: Samsung Galaxy A55 5G ফোনটির মেইন ক্যামেরায় রয়েছে ৫০ মেগাপিক্সেল + 12 মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা ৩২ মেগাপিক্সেল। 10x ডিজিটাল জুম করা যাবে এবং সর্বোচ্চ 3840×2160 @ 30 fps এ ভিডিও রেকর্ড করা যাবে।

ব্যাটারি: ফোনটিতে Li-Polymer এর non-removable 5000 mAh এর ব্যাটারি পাওয়ার রয়েছে এবং সাথে পাবেন দ্রুত চার্জিং 25W এর টাইপ-সি।

মেমোরি: Samsung Galaxy A55 5G স্মার্টফোনটি ৮ জিবি এবং ১২ জিবি র‍্যাম ও ১২৮ জিবি এবং ২৫৬ জিবি স্টোরেজ রয়েছে।

Samsung Galaxy A55 5G Price in India

এই ফোনটি ইন্ডিয়ান বাজারের মূল্য রয়েছে Rs. 39,999 টাকায় ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং Rs. 42,999 টাকায় ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ পাওয়া যাবে।

Samsung Galaxy A55 5G Price in Bangladesh

এই ফোনটি বাংলাদেশে অফিসিয়াল ভাবে বাজারে আসতে ১-৩ মাস সময় লাগবে এবং এই স্মার্টফোনটির দাম হতে পারে ৳52,999 টাকায় ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৳56,999 টাকায় ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ।

তো বন্ধুরা এই ছিল এই সপ্তাহে লঞ্চ করা সেরা ৪টি স্মার্টফোন। নতুন নতুন স্মার্টফোনের তথ্য পেতে এখনই আমাদের গুগল নিউজ ফলো করে রাখুন।

Post Share Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *