Friday, October 24, 2025
Home৩য় দিনে ৫০ কোটি আয় করলো আয়ুষ্মান-রাশমিকার ‘ঠাম্মা’, পিছনে ফেললো কাজলের ‘মা’কে

৩য় দিনে ৫০ কোটি আয় করলো আয়ুষ্মান-রাশমিকার ‘ঠাম্মা’, পিছনে ফেললো কাজলের ‘মা’কে

দীপাবলির উৎসবে মুক্তি পাওয়া আয়ুষ্মান খুরানা ও রাশমিকা মান্দান্না অভিনীত ভ্যাম্পায়ার হরর-কমেডি ঠাম্মা মাত্র তিন দিনেই আয় করেছে ৫৫.১০ কোটি রুপি। যদিও তৃতীয় দিনে আয়ে সামান্য পতন দেখা গেছে, তবুও সিনেমাটি ইতিমধ্যেই কাজলের মা–এর মোট আয়কে ছাড়িয়ে গেছে।

শক্তিশালী উদ্বোধনের পর সামান্য পতন

বাণিজ্য বিশ্লেষণকারী সংস্থা সাকনিল্ক–এর তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিনেই ঠাম্মা আয় করে ২৪ কোটি রুপি। দ্বিতীয় দিনেও গতি ধরে রেখে আয় হয় ১৮.৬ কোটি রুপি। তবে তৃতীয় দিনে কিছুটা পতন ঘটে, এবং ছবিটির আয় দাঁড়ায় ১২.৫ কোটি রুপিতে। ফলে মোট তিন দিনে সিনেমাটির ভারতীয় বক্স অফিস সংগ্রহ হয়েছে ৫৫.১০ কোটি রুপি।

‘মা’–কে পেছনে ফেলে এগিয়ে ‘ঠাম্মা’

এই আয়ে ঠাম্মা ইতিমধ্যেই কাজল অভিনীত সাম্প্রতিক হরর ছবি মা–এর জীবনকালীন (লাইফটাইম) আয়কে ছাড়িয়ে গেছে। মা ভারতের বক্স অফিসে ৩৬.০৮ কোটি এবং বিশ্বব্যাপী ৪৯.৭৫ কোটি রুপি আয় করেছিল। একই দিনে মুক্তি পাওয়া এক দিওয়ানে কি দিওয়ানিয়াত সিনেমাটিও ঠাম্মা–র সঙ্গে প্রতিযোগিতায় ছিল, তবে আয়ুষ্মানের ছবিই এগিয়ে আছে তুলনামূলকভাবে।

‘ভেড়িয়া’-র কাছাকাছি পৌঁছাচ্ছে ‘ঠাম্মা’

বর্তমানে ঠাম্মা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে বরুণ ধাওয়ান অভিনীত ভেড়িয়া–র লাইফটাইম আয়ের দিকে, যার ভারতীয় সংগ্রহ ছিল ৬৮.৯৯ কোটি রুপি। যদি একই গতিতে চলতে থাকে, তাহলে এক সপ্তাহের মধ্যেই ঠাম্মা এই রেকর্ডকেও ছুঁয়ে ফেলতে পারে বলে আশা করা হচ্ছে।

আরো পড়ুন: প্রভাসকে ‘ভারতের সবচেয়ে বড় সুপারস্টার’ ঘোষণা, শাহরুখ ভক্তদের ক্ষোভ

গল্প ও সমালোচকদের প্রশংসা

অদিত্য সর্ফটদার পরিচালিত এবং নিরেন ভাট, সুরেশ ম্যাথিউ ও অরুণ ফলারা রচিত ঠাম্মা ম্যাডক ফিল্মসের হরর-কমেডি ইউনিভার্সের চতুর্থ কিস্তি। গল্পে দেখা যায়, এক সাংবাদিক (আয়ুষ্মান খুরানা) রহস্যময় এক নারীর (রাশমিকা মান্দান্না) সঙ্গে সাক্ষাতের পর রূপান্তরিত হন ভ্যাম্পায়ার ‘বেতাল’-এ, যার দায়িত্ব মানবজাতিকে রক্ষা করা প্রাচীন এক অশুভ শক্তির হাত থেকে।
ছবিটিতে নওয়াজউদ্দিন সিদ্দিকিও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

সমালোচক ও দর্শক উভয়ের কাছ থেকেই সিনেমাটি ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। হিন্দুস্তান টাইমস–এর পর্যালোচনায় বলা হয়েছে, “ঠাম্মা শুধু ফ্র্যাঞ্চাইজির আরেকটি অধ্যায় নয়, বরং মুহূর্তটি যখন এমএইচসিইউ সত্যিকারের ছন্দ খুঁজে পায়। হাস্যরস, আবেগ ও সাসপেন্সের মিশেলে ছবিটি দর্শকদের আগ্রহী করে তোলে পরবর্তী অধ্যায়ের জন্য।”

মাত্র তিন দিনেই ৫০ কোটির ঘরে পৌঁছে ঠাম্মা প্রমাণ করেছে, সঠিক গল্প, অভিনয় আর বিনোদনের মিশেলে হরর-কমেডি ঘরানাও বড় বাজেটের ছবিগুলোর সঙ্গে টক্কর দিতে পারে। এখন দেখার বিষয়, সিনেমাটি সপ্তাহ শেষে ৭০ কোটির গণ্ডি পার করতে পারে কি না।

Ratan Datta
Ratan Datta
আমি রতন দত্ত "স্টার শান্ত" ওয়েবসাইটে ম্যানেজিং ও এডিটর হিসেবে নিয়োজিত রয়েছি। আমি খেলাধুলা, অটোমোবাইল, বিনোদন ও বিভিন্ন বিষয় লেখালেখি করি এবং আমার লক্ষ্য আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য ও সহজে বোঝানো।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ