অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর দ্বিতীয় সিনেমা ‘সাবা’ আগামী ২৬ সেপ্টেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। টরোন্টোতে বিশ্বপ্রিমিয়ারের পর সিনেমাটি অংশ নিয়েছে বুসান, রেড সি, গ্যোটেবর্গ ও সিডনিসহ বহু মর্যাদাপূর্ণ উৎসবে। এবার দেশীয় দর্শকরা বড়পর্দায় দেখতে পাবেন মধ্যবিত্ত পরিবারের সংগ্রাম ও মায়ের প্রতি মেয়ের আত্মত্যাগের আবেগঘন গল্প।
মেহজাবীনের দ্বিতীয় সিনেমা ‘সাবা’ মুক্তির অপেক্ষায়
টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ মেহজাবীন চৌধুরী এবার আলোচনায় তার দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সাবা’ নিয়ে। গত বছর ‘প্রিয় মালতী’ দিয়ে বড়পর্দায় অভিষেক হলেও এবারের সিনেমাটিই তাকে নতুনভাবে আলোচনায় এনেছে।
আরো পড়ুন: মানুষ চাইলে কি না পারে: বাংলাদেশি অভিনেতাদের মধ্যে প্রথম এই রেকর্ড করলেন তৌসিফ মাহাবুব
‘সাবা’-র গল্পে দেখা যাবে শহরের মধ্যবিত্ত পরিবারের এক মেয়ের সংগ্রামী জীবন। চরিত্রটি মেহজাবীনকে উপহার দিয়েছে এক ভিন্ন অভিজ্ঞতা। তার মা শিরিন চরিত্রে অভিনয় করেছেন রোকেয়া প্রাচী, আর গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন মোস্তফা মনোয়ার।

বাস্তব অভিজ্ঞতা থেকে চিত্রনাট্য
সিনেমার চিত্রনাট্য লিখেছেন নির্মাতা মাকসুদ হোসেন ও তার স্ত্রী ত্রিলোরা খান। উল্লেখযোগ্য বিষয় হলো, ত্রিলোরা খানের জীবনের অভিজ্ঞতা থেকেই তৈরি হয়েছে এই গল্প। প্রায় ২৫ বছর আগে এক দুর্ঘটনায় ত্রিলোরার মা প্যারাপ্লেজিক হয়ে পড়েন এবং প্রতিদিনের জীবনে তাকে দেখাশোনা করতে হতো মেয়ের। সেই অভিজ্ঞতা থেকেই নির্মাতা ভেবেছিলেন— যদি এমন এক তরুণীর গল্প বলা যায়, যে নিম্ন-মধ্যবিত্ত জীবনে কোনোরকম সহায়তা ছাড়াই মায়ের জন্য লড়ছে? সেই কল্পনা থেকেই জন্ম নেয় ‘সাবা’।
আরো পড়ুন: মানুষ চাইলে কি না পারে: বাংলাদেশি অভিনেতাদের মধ্যে প্রথম এই রেকর্ড করলেন তৌসিফ মাহাবুব
আন্তর্জাতিক সাফল্যের পর দেশীয় মুক্তি

‘সাবা’ টরোন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশ্বপ্রিমিয়ার হওয়ার পর প্রশংসা কুড়িয়েছে। এরপর সিনেমাটি প্রদর্শিত হয়েছে বুসান, রেড সি, গ্যোটেবর্গ, সিডনি ও রেইনড্যান্সসহ নামকরা উৎসবে। ইতোমধ্যেই এটি বিক্রি হয়েছে যুক্তরাজ্যের চ্যানেল ৪, অস্ট্রেলিয়ার এসবিএস এবং কাজাখস্তানের অলটারনেটিভা ডেজ-এ।
সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ সেপ্টেম্বর বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘সাবা’। নির্মাতা মাকসুদ হোসেন আশা প্রকাশ করেছেন, এ গল্প দেশীয় দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে।