Monday, November 17, 2025
Home২৪০ দিন পর দলে ফিরেও বাদ পড়ার শঙ্কায় সৌম্য সরকার

২৪০ দিন পর দলে ফিরেও বাদ পড়ার শঙ্কায় সৌম্য সরকার

২৪০ দিন পর বাংলাদেশ দলে ফিরেছেন সৌম্য সরকার, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে সর্বোচ্চ রান করেছেন। তবে হারের পরও তিনি আছেন দলের বাইরে যাওয়ার শঙ্কায়। সংবাদ সম্মেলনে নিজেই স্বীকার করেছেন, অনেক দিন পর দলে ফিরে নতুন পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানো চ্যালেঞ্জিং। ইতিমধ্যেই তিনি দলের হয়ে সুযোগ পেলে নিজেকে প্রমাণ করার চেষ্টা চালাচ্ছেন, নইলে আবার দলের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

ওয়ানডে পারফরম্যান্স

দ্বিতীয় ওয়ানডেতে সৌম্য সরকার বাংলাদেশি ওপেনারদের মধ্যে সর্বশেষ সেঞ্চুরি করা ব্যাটসম্যান। তিন ইনিংস আগেও তিনি করেছিলেন ঝলমলে এক ফিফটি।
তবে দলের হারের কারণ হিসেবে তার কিছু ব্যর্থতা রয়েছে-ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে দুটো ফ্রি হিট কাজে লাগাতে পারেননি।

সুপার ওভারের সময়ও একটি ফ্রি হিট থেকে তিনি পেয়েছেন মাত্র ১ রান। এতে দলের বড় শট ও জয়ের সুযোগ কাজে লাগানো সম্ভব হয়নি।

সংবাদ সম্মেলনে সৌম্য বলেন,

“অনেক দিন পর দলে এলে নতুন নতুন লাগে, খাপ খাইয়ে নিতে সময় লাগে। যেহেতু পেশাদার খেলোয়াড়, তাই সুযোগ পেলে নিজেকে প্রমাণ করতে হবে। না করলে আবার দলের বাইরে যেতে হবে।”

তিনি আরও যোগ করেন,

আরো পড়ুন : নেতৃত্বের লড়াইয়ে বিভক্ত বিএনপি, শক্ত অবস্থানে জামায়াত

“আজকে তিনটা ফ্রি হিট কাজে লাগাতে পারিনি, তবে এ নিয়ে কোনো মানসিক বাধা নেই। সুপার ওভারে সব বলই ফ্রি হিট, সেখানে ৬ বা বাউন্ডারি মারার লক্ষ্য ছিল, সেটা পারিনি।”

সৌম্য নিজের ব্যর্থতা মাথাপেতেই নেন এবং ভবিষ্যতে আরও ভালো করার দৃঢ় সংকল্প দেখিয়েছেন।

সর্ম্পকিত পোস্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ