Saturday, October 18, 2025
Home২০২৬ বিশ্বকাপের টিকিট এখন পর্যন্ত কারা পেলো? প্রথম দলে থাকলেন কে কে

২০২৬ বিশ্বকাপের টিকিট এখন পর্যন্ত কারা পেলো? প্রথম দলে থাকলেন কে কে

ফুটবল বিশ্বের নজর এখন ২০২৬ বিশ্বকাপে। প্রথমবার ৪৮ দল নিয়ে আয়োজন হওয়া এই আসরে ইতিমধ্যেই স্বাগতিক দেশগুলো ও বিভিন্ন কনফেডারেশন থেকে ১৫টি দল নিশ্চিত করেছে খেলার টিকিট। প্রথমবারের মতো জর্ডান, উজবেকিস্তান ও নিউজিল্যান্ড খেলার যোগ্যতা অর্জন করেছে। দক্ষিণ আমেরিকা থেকে আর্জেন্টিনা, ব্রাজিলের মতো দলগুলোই এবারের আসরের আলোচনায়। ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার বাকি দলগুলোর জন্য এখনও উত্তেজনা রয়েছে, যা বিশ্বকাপকে আরও রোমাঞ্চকর করে তুলেছে।

২০২৬ সালের বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি তুঙ্গে। প্রথমবার ৪৮ দল নিয়ে আয়োজিত হবে আসরটি, যার কারণে ভক্ত ও সমর্থকদের আগ্রহ তুঙ্গে। স্বাগতিক দেশগুলো যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো ছাড়া আরও ১৫ দল ইতিমধ্যেই নিশ্চিত করেছে তাদের খেলার টিকিট। বাকী ৩০ দেশের ভাগ্য নির্ধারিত হবে বাছাইপর্ব ও প্লে-অফের মাধ্যমে।

দক্ষিণ আমেরিকা এবং এশিয়া অঞ্চলে ইতিমধ্যে সর্বোচ্চ ৬টি করে দেশ নিশ্চিত করেছে স্থান। দক্ষিণ আমেরিকা থেকে আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে, কলম্বিয়া, ইকুয়েডর ও প্যারাগুয়ে নিশ্চিত করেছে তাদের খেলার যোগ্যতা। এশিয়া অঞ্চলে জাপান, জর্ডান, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান ও অস্ট্রেলিয়া বিশ্বকাপে খেলবে।

আরো পড়ুন: রেকর্ড ভাঙা রাতে ইংল্যান্ডের ৩০৪ রান, দক্ষিণ আফ্রিকার বড় হার

আফ্রিকার বাছাইপর্ব ২০২৩ সালের নভেম্বরে শুরু হয়ে চলতি বছরের ১৮ নভেম্বর শেষ হবে। ইতিমধ্যেই কাতার বিশ্বকাপে সেমিফাইনাল খেলা মরক্কো ও তিউনিসিয়া নিশ্চিত করেছে টিকিট। আফ্রিকার বাকি ছয় দল এখনও বাছাইপর্বের অপেক্ষায়।

ওশেনিয়ার প্রতিনিধি হিসেবে নিউজিল্যান্ড প্রথমবারের মতো বিশ্বকাপে খেলবে। এছাড়া এশিয়ার বাকি দুই দলের জন্য আন্তঃমহাদেশীয় প্লে-অফের ব্যবস্থা রাখা হয়েছে। ৬ দলের মধ্যে থেকে ২ দল এই প্লে-অফের মাধ্যমে বিশ্বকাপে জায়গা করে নেবে।

ইউরোপ থেকে সর্বোচ্চ ১৬ দল অংশ নেবে। ১২ গ্রুপের শীর্ষ দল সরাসরি টিকিট পাবে, বাকি ৪ দল নির্ধারিত হবে ২০২৬ সালের মার্চে দ্বিতীয় রাউন্ডের মাধ্যমে। এই অঞ্চলের কোনো দলকে প্লে-অফে খেলতে হবে না।

নিশ্চিত হওয়া দলগুলোর তালিকা

  • স্বাগতিক: যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো
  • দক্ষিণ আমেরিকা: আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে
  • এশিয়া: জাপান, জর্ডান, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান, অস্ট্রেলিয়া
  • আফ্রিকা: মরক্কো, তিউনিসিয়া
  • ওশেনিয়া: নিউজিল্যান্ড
Star Shanto
Star Shanto
আমি শান্ত ঘোষ "স্টার শান্ত" ওয়েবসাইটের মালিক ও ম্যানেজিং পয়েন্টে যুক্ত রয়েছি। আমার রয়েছে অনলাইনে বিভিন্ন বিষয় ৭ বছরের অভিজ্ঞতা। তবে আমার এই ওয়েবসাইটে আমি নতুন প্রযুক্তি, নতুন ইনফরমেশন ও বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে লেখালেখি করি যাহাতে আপনাদের নতুন কিছু শেখাতে ও জানাতে পারি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ