Monday, November 17, 2025
Home২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু ২৭ মার্চ

২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু ২৭ মার্চ

গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২৭ মার্চ ২০২৫ থেকে। এদিন অনুষ্ঠিত হবে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, এক সপ্তাহ বিরতি দিয়ে পরবর্তী দুটি ইউনিটের পরীক্ষা নেওয়া হবে ৩ ও ১০ এপ্রিল। এবারের ভর্তি কার্যক্রমের আবেদন শুরুর তারিখ নির্ধারণ হবে ইউজিসির পরবর্তী বৈঠকে।

ইউজিসি সভায় নেওয়া হলো গুচ্ছ পরীক্ষার সময়সূচি

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউজিসির সদস্য (পাবলিক বিশ্ববিদ্যালয় দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. তানজিম উদ্দিন খান। উপস্থিত ছিলেন ইউজিসির সচিব ড. মো. ফখরুল ইসলাম এবং গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যবৃন্দ।

সিদ্ধান্ত অনুযায়ী,

  • ২৭ মার্চ: ‘সি’ ইউনিট
  • ৩ এপ্রিল: ‘বি’ ইউনিট
  • ১০ এপ্রিল: ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আবেদন শুরুর তারিখ পরে জানাবে ইউজিসি

সভায় জানানো হয়, এবারও আগের মতোই গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি প্রক্রিয়া একই পোর্টালের মাধ্যমে সম্পন্ন হবে। তবে অনলাইন আবেদন শুরুর সময়সূচি ও আবেদন ফি–সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে পরবর্তী বৈঠকে।

আরো পড়ুন : মাউশির মহাপরিচালক পদে তদবির-দৌড়ঝাঁপ: বিতর্কিত কর্মকর্তাদের নিয়োগ লড়াই

গুচ্ছ পদ্ধতিতে দেশের ২২টি সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যৌথভাবে ভর্তি পরীক্ষা নেয়, যাতে শিক্ষার্থীরা একাধিক বিশ্ববিদ্যালয়ে আবেদন না করেই এক পরীক্ষার মাধ্যমে ভর্তি যোগ্যতা অর্জন করতে পারে।

সর্ম্পকিত পোস্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ