Friday, August 22, 2025
Home২০২৫ সালে কুরবানির ঈদ কবে - ঈদুল আজহা ছুটি কয় দিন?

২০২৫ সালে কুরবানির ঈদ কবে – ঈদুল আজহা ছুটি কয় দিন?

২০২৫ সালে কুরবানির ঈদ কবে

২০২৫ সালে কুরবানির ঈদ কবে – ঈদুল আজহা ছুটি কয় দিন?

২০২৫ সালে এ বছর কোরবানির ঈদ পড়েছে আগামী জুন মাসের ৬ জুন থেকে ৭ জুন ২০২৫। ঈদুল আযহা মুসলমানদের সবচেয়ে বড় দ্বিতীয় উৎসব। তাই অনেকেই সঠিক খবর জানতে চেয়েছেন যে ঈদ কবে? 

ঈদুল আযহা ২০২৫ 

২০২৫ সাল এই বছর ঈদুল আযহা চাঁদ দেখা যেতে পারে ৬ জুন থেকে ৭ জুন এর মধ্য। তবে চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে ৭ জুন কোরবানির ঈদ পালিত হতে পারে। তাই চাঁদ দেখা সাপেক্ষে কুরবানীর ঈদ পালিত হয় সেহেতু সঠিক ভাবে বলা যাচ্ছে না কোন দিনে ঈদের কোরবানি পালিত হবে। তবে বিশিষ্ঠরা বলেছেন আগামী মাসের ৬ই জুন থেকে ৭ ই জুন এর মধ্য কোরবানির ঈদ পালন হবে।

ঈদুল আযহা ছুটি কয়দিন 

এই বছর ঈদুল আযহার ছুটি ১০ দিন হবে। এরমধ্যে সরকারিভাবে ছুটি রয়েছে আট দিন এবং সাপ্তাহিক ছুটি রয়েছে দুই দিন। তাই এই সব মিলিয়ে এবারে কোরবানির বন্ধ হবে দশ দিন। 

যেহেতু ৬ জুন অথবা ৭ই জুন কোরবানির ঈদ পালন করা হবে সেহেতু তার একদিন আগে ছুটি হওয়া খুবই জরুরী। কারণ ওই দিনে প্রত্যেকটা মুসলমানই হাটবাজারে যাবেন এবং পছন্দমত কোরবানির জন্য গরু অথবা ছাগল কিনবেন। সেই অনুপাতে আগামী পাঁচই জুন থেকে ১৪ই জুন পর্যন্ত সরকারি ছুটি থাকবে। 

সরকারি ছুটি আগেই ঘোষণা করা হয়েছিল ৫ থেকে ১০ ই জুন মোট ছয় দিন ঈদের বন্ধ হবে। কিন্তু বর্তমান নির্বাহী উপদেষ্টা পরিষদের আদেশে আরো দুই দিন ছুটি বাড়ানো হয়েছে। আর এর মধ্য সাপ্তাহিক ছুটি পড়বে আরো দুই দিন সে ক্ষেত্রে প্রতিটা মানুষই সরকারিভাবে ১০ দিন ছুটি পাবেন।

তবে যে সকল ব্যক্তিরা সরকারি চাকরি করেন তাদের ২৪ শে মে রোজ শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকলেও সেদিন ছুটি থাকবে না। সেই দিন অফিস খোলা থাকবে এবং ডিউটি পালন করতে হবে।

সৌদি ঈদুল আযহা কবে 

সাধারণত অন্যান্য দেশগুলো থেকে সৌদি আরব সবার আগে চাঁদ দেখেন এবং তারা ঈদ উৎসবগুলো আগেই পালন করেন। তাদের সাথে আবার অনেক দেশেরই মিল থাকে এবং তারা একই সাথে ঈদ উৎসব পালন করে থাকেন। আবার অনেক দেশ রয়েছে যে দেশগুলোতে আগে চাঁদ দেখা যায় না কিন্তু তাদের দেখা দেখে তারাও এই ঈদ উৎসব পালন করে থাকেন। কিন্তু বর্তমানে প্রত্যেকটা মুসলমানই জানেন নিজের চোখে চাঁদ না দেখা পর্যন্ত ঈদ উৎসব পালন করা উচিত নয়। 

তাই এই বছর ধারণা করা যাচ্ছে সৌদি আরব ৬ই জুন ঈদ উৎসব পালন করতে পারেন। একই সাথে আরো অনেকগুলো দেশ ৬ই জুন ঈদ উৎসব পালন করে থাকবেন। এখনো সঠিকভাবে কোন দেশ কবে ঈদ উৎসব পালন করবেন জানা যায়নি।

ঈদুল আযহা ছুটির দিনে ট্রেন অথবা পরিবহনের টিকিট কতদিন আগে কাটা উচিত। 

বর্তমান সরকারি বা বেসরকারি প্রতিটা প্রতিষ্ঠানেই চাকরিজীবীরা রয়েছেন। কিন্তু তারা নিজস্ব এলাকা ছেড়ে অনেক দূরে চাকরিজীবী অবস্থানে রয়েছেন। তারা চায় এই ঈদের ছুটির কয়দিন নিজ বাড়িতে আত্মীয়-স্বজনদের সাথে কাটানো। যেহেতু এই বছর ছুটির দিন সংখ্যা বেশি সেহেতু আপনি নিরাপদে নিশ্চিন্তে ধীরে বাড়ির উদ্দেশ্যে অথবা আত্মীয়স্বজনদের বাসার উদ্দেশ্যে রওনা দিবেন। 

যদি আপনি ট্রেনে অথবা পরিবহন গুলোর মাধ্যমে যাতায়াত করতে চান তাহলে অবশ্যই আপনাকে ঈদের আট থেকে দশ দিন আগে টিকিট কেটে রাখতে হবে। তাহলে কিন্তু আপনি সময় মতো বাড়ি পৌঁছাতে পারবেন। তাই যদি আপনার ইচ্ছা থাকে ঈদে বাড়ি বা আপনার আত্মীয় স্বজনদের বাসায় যেতে তাহলে অবশ্যই ১০ দিন আগে টিকিট কেটে রাখবেন।

বর্তমান ট্রেনের অথবা পরিবহন গুলোর টিকিট অনলাইনে কাটা যাচ্ছে। সেহেতু আপনার কর্মব্যস্ততার কারণে যদি কাউন্টারে না যেতে পারেন তাহলে নিজের মোবাইল ফোন দিয়েই কিন্তু ট্রেনের টিকিট অথবা পরিবহনের টিকিট কাটতে পারবেন। যদি এ বিষয়ে আপনি দক্ষতা না হয়ে থাকেন তাহলে ইউটিউবে গিয়ে সার্চ করুন কিভাবে টেরেন অথবা পরিবহনের টিকিট কাটতে হয় অনলাইনে? তাহলে কিন্তু আপনি সমস্ত বিষয় জানতে পারবেন এবং সেইভাবে অনলাইনে টিকিট কেটে রাখতে পারেন।

Star Shanto
Star Shanto
আমি শান্ত ঘোষ "স্টার শান্ত" ওয়েবসাইটের মালিক ও ম্যানেজিং পয়েন্টে যুক্ত রয়েছি। আমার রয়েছে অনলাইনে বিভিন্ন বিষয় ৭ বছরের অভিজ্ঞতা। তবে আমার এই ওয়েবসাইটে আমি নতুন প্রযুক্তি, নতুন ইনফরমেশন ও বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে লেখালেখি করি যাহাতে আপনাদের নতুন কিছু শেখাতে ও জানাতে পারি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ