HomeEntertainmentবাংলাদেশে ২০২৫ ঈদে মুক্তি পাবে যেসব সিনেমা

বাংলাদেশে ২০২৫ ঈদে মুক্তি পাবে যেসব সিনেমা

২০২৫ ঈদে মুক্তি পাবে যেসব সিনেমা

ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি। তাই প্রতি বছর ঈদকে কেন্দ্র করে নির্মাতারা নিয়ে আসে নতুন মুভি। ২০২৫ ঈদে মুক্তি পাবে যেসব সিনেমা তার বিস্তারিত নিচে দেওয়া হলো।

Borbaad (বরবাদ) সিনেমা মুক্তির তারিখ

বাংলাদেশের নায়কদের মধ্যে বর্তমানে সাকিব খানই রয়েছে শীর্ষ স্থানে। তাই তার মুভি গুলো নিয়ে দর্শকদের মাঝে তৈরি হয় আলাদা উত্তেজনা। এবার ঈদে সাবিক খানের বরবাদ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। ইতি মধ্যে সিনেমাটির টিজার প্রকাশ পেয়েছে। যা দর্শক মহলে বেশ সারা ফেলেছে। 

বরবাদ (Borbaad) সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এই সিনেমাটি একটি অ্যাকশন, রোমান্স এবং থ্রিলার মুভি। বরবাদ সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাকিব খান এবং ইধিকা পাল। খলনায়ক এর চরিত্রে অভিনয় করেছেন যিশুসেন গুপ্তা। মিশা সদাগর সাকিব খানের পিতার চরিত্রে অভিনয় করেছেন। 

সিনেমাটির গানে কণ্ঠ দিয়েছেন চারজন জনপ্রিয় শিল্পী। হাবিব ওয়াহিদ, তানভীর ইভান, জুবিন নটিয়াল এবং প্রীতম হাসান। সাবিক খানের তোফান সিনেমাতে প্রীতম হাসানের গাওয়া গান লাগে উড়াধুড়া গানটি অনেক জনপ্রিয় হয়েছিল। 

আশা করা যাচ্ছে ২০২৫ ঈদে মুক্তি পাবে যেসব বাংলা সিনেমা তার মধ্যে সাকিব খানের বরবাদ সিনেমাটি বক্স অফিসে বেশ সারা ফেলবে। সিনেমাটির টিজারে দেখানো হয়েছে সাবিক খান তার প্রেমিকার জন্য পাগল থাকে। তার জন্য যে সবকিছুই করতে পারে। সাবিক খান এর আগে প্রিয়তমা সিনেমাতে এমন অভিনয় করেছিনেল। তাদের জুটি সবার কাছে অনেক পছন্দ হয়েছিল। তাই নির্মাতা এই দুজনকে দিয়ে আবার সিনেমা করছেন। 

Borbaad (বরবাদ) সিনেমা মুক্তি পারে ২০২৫ সালে ঈদুল ফিতর এর ঈদে। 

Daagi (দাগি) সিনেমা মুক্তির তারিখ

আফরান নিশোর নতুন মুভি দাগি। আফরান নিশো সুরঙ্গ সিনেমার এবার অভিনয় করেছেন দাগি সিনেমাটিতে। দাগি সিনেমাটি ২০২৫ ঈদে মুক্তি পাবে। আফরান নিশো অনেক দিন কোন মুভি এবং নাটক করেনি। তার ভক্তরা অনেক অপেক্ষায় রয়েছে তার নতুন মুভির জন্য। 

৮ ডিসেম্বর ২০২৪ তারিখে দাগি সিনেমার নির্মাতাগণ এনাউন্সমেন্ট একটি অফিসিয়াল টিজার ইউটিউবে প্রকাশ করে। সেখানে বলেন যে তারা ২০২৫ সালের ঈদে নিয়ে আসছে নতুন মুভি দাগি। 

দাগি সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, তমা মির্জ  এবং সুনেরাহ বিনতে কামাল। সিনেমাটি পরিচালনা করেছেন শিহাব সাহিন। প্রযোজনা করেছেন চরকি এবং এসবিএফ আলফা আই প্রতিষ্ঠান। সিনেমাটির প্রডিউসার হলো রেদয়ান রনি এবং শাহরিয়ার শাকিল। 

আফরান নিশোর অভিনয় দক্ষতা নিপুন। তার অভিনয় দেখে সবাই মুগ্ধ। তার অভিনয়ের জন্য অনেক সম্মননা পেয়েছেন। এবার ঈদে মুক্তি পাবে দাগি সিনেমা। আশা করা যাচ্ছে আফরান নিশোর এই মুভিটি বেশ সারা ফেলবে বক্স অফিসে। 

Jongli (জংলি) সিনেমা মুক্তির তারিখ ২০২৫ ঈদে মুক্তি পাবে যেসব সিনেমা

এম রহমান পরিচালিত জংলি সিনেমায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ এবং বুবলি। এই সিনেমাটি প্রথম টিজার মুক্তি পায় ২০২৪ সালে। তার পর আর কোন সারা শব্দ পাওয়া যায়নি। পরে আবার তারা একটি মোশন পিকচার দিয়ে জানিয়েছেন তারা আসছে ২০২৫ ঈদে। 

সিয়াম আহমেদ এর পূর্বের সকল সিনেমা গুলো ভালোই জনপ্রিয় হয়েছিল দর্শকদের মাঝে। পোরামন ২ দিয়ে তার সিনেমা যাত্রা শুরু। বর্তমানে তিনি বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমা করেছেন। জংলি সিনেমাটির টিজার পোস্টার দেখে আশা করা যাচ্ছে ২০২৫ সালের ঈদুল ফিতরে মুক্তি পেলে বক্স অফিস কাঁপাতে পারে। 

এছাড়াও আরো ২০২৫ ঈদে মুক্তি পাবে ৩ বাংলা সিনেমা 

এছাড়াও আরো কয়েকটি সিনেমা মুক্তির গুঞ্জন পাওয়া যাচ্ছে। যেমন: 

  1. পিনিক
  2. চক্কর।
  3. ঈষা মার্ডার
  4. নীল চক্র ইত্যাদি

    জংলি, বরবাদ এবং দাগি এই তিনটি মুভি ২০২৫ ঈদে মুক্তি পাবে এটা ৯০% নিশ্চিত। আর বাকি গুলো মুক্তির তারিখ নিশ্চিত নয়। শুধু অনলাইন বিভিন্ন সোর্স এর মাধ্যমে শোনা যাচ্ছে বাকি সিনেমা গুলোর মুক্তির বিষয়ে।

    নতুন মুভি, নতুন নাটক এবং নতুন ওয়েব সিরিজ গুলো কবে মুক্তি পাবে তা জানতে হলে আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেইজ ফলো করে রাখবেন।

    আরো পড়ুন: রাজকুমার (Rajkumar) মুভির তিন নাম্বার গান মুক্তি পেল – Ami Ekai Rajkumar

    ২০২৫ ঈদে মুক্তি পাবে যেসব সিনেমা উপরোক্ত এই সিনেমা গুলো আশা করা যায় এই মুভি গুলো এবার ঈদুল ফিতর এর ঈদে বক্স অফিস কাঁপাবে। আপনি কোন নায়কের মুভিটি দেখতে বেশি আগ্রহী তা আমাদের কাছে জানাতে পারেন।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Stay Connected

    10,916FansLike
    2,458FollowersFollow
    28,198SubscribersSubscribe
    - Advertisment -

    Recent Post Read