Saturday, October 18, 2025
Home১ ও ২ টাকার কয়েন লেনদেনে অনীহা বেআইনি: বাংলাদেশ ব্যাংক

১ ও ২ টাকার কয়েন লেনদেনে অনীহা বেআইনি: বাংলাদেশ ব্যাংক

দেশের বিভিন্ন এলাকায় ১ ও ২ টাকার ধাতব মুদ্রা গ্রহণে অনীহা দেখা যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এসব মুদ্রা এখনো বৈধ এবং প্রচলিত আইনের আওতায় নগদ লেনদেনে গ্রহণ না করা আইনত দণ্ডনীয় অপরাধ।

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

বুধবার (১৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স (ডিসিপি) এক বিজ্ঞপ্তিতে জানায়, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ১ ও ২ টাকার ধাতব মুদ্রা লেনদেনে অনীহা প্রকাশ করছেন অনেকে। এটি চলমান আইন ও নিয়মের পরিপন্থী।

কেন্দ্রীয় ব্যাংক বলেছে, “১ ও ২ টাকার ধাতব মুদ্রাসহ সব মূল্যমানের মুদ্রা এবং কাগজের নোটই বৈধ। তাই দৈনন্দিন লেনদেনে এগুলো গ্রহণ ও ব্যবহার করার জন্য জনগণকে অনুরোধ জানানো হচ্ছে।”

মুদ্রা প্রত্যাখ্যান করলে শাস্তির বিধান

বাংলাদেশ ব্যাংক স্মরণ করিয়ে দিয়েছে যে, বাংলাদেশ ব্যাংক আদেশ, ১৯৭২ অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক জারি করা সকল মুদ্রা বৈধ। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এগুলো গ্রহণে অস্বীকৃতি জানালে তা আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে।

আরো পড়ুন: সেরা ১০টি স্মার্টফোন ৩০ হাজার টাকার মধ্যে (২০২৫ সালের নতুন রিলিজ)

অর্থনীতিবিদরা বলছেন, ছোট মূল্যমানের মুদ্রা লেনদেন বন্ধ হলে বাজারে মূল্যস্ফীতি এবং খুচরা টাকার সংকট বাড়তে পারে। দৈনন্দিন কেনাকাটায় বিশেষ করে দোকান, পরিবহন এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য এসব কয়েনের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ব্যাংকের আহ্বান

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, জনগণ যেন সচেতনভাবে ১ ও ২ টাকার ধাতব মুদ্রা ব্যবহার করেন এবং কেউ গ্রহণে অস্বীকৃতি জানালে নিকটস্থ থানায় বা ব্যাংকের স্থানীয় শাখায় বিষয়টি জানাতে পারেন।

Ratan Datta
Ratan Datta
আমি রতন দত্ত "স্টার শান্ত" ওয়েবসাইটে ম্যানেজিং ও এডিটর হিসেবে নিয়োজিত রয়েছি। আমি খেলাধুলা, অটোমোবাইল, বিনোদন ও বিভিন্ন বিষয় লেখালেখি করি এবং আমার লক্ষ্য আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য ও সহজে বোঝানো।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ