বাংলাদেশ থেকে ভারতে যেতে ইচ্ছুকদের জন্য প্রতিদিন ১৫শ থেকে ২ হাজার ভিসা ইস্যু করছে ভারত। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অবস্থিত ভারতীয় মিশনগুলো থেকে এসব ভিসা প্রদান করা হচ্ছে। তবে ট্যুরিস্ট ভিসা আপাতত বন্ধ থাকলেও জরুরি মেডিকেল, ব্যবসা, শিক্ষা ও ডাবল এন্ট্রি ভিসাসহ অন্য সব ক্যাটাগরির ভিসা চালু রয়েছে।
ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, বাংলাদেশে অন্য যেকোনো দেশের তুলনায় সবচেয়ে বেশি ভিসা ইস্যু করছে ভারত। বর্তমানে পাঁচটি ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমে প্রতিদিন গড়ে দেড় হাজার ভিসা দেওয়া হচ্ছে। চিকিৎসা ও জরুরি ভিসার আবেদনগুলো অগ্রাধিকার ভিত্তিতে প্রক্রিয়া করা হচ্ছে।
সম্প্রতি ভারতীয় ভিসা ঘিরে প্রতারণামূলক কার্যক্রম বাড়ায় আবেদনকারীদের সতর্ক থাকতে বলেছে ভারত। জানা গেছে, ভিসা এজেন্ট ও দালাল চক্রগুলো আবেদন পোর্টালে কৃত্রিম চাপ সৃষ্টি করছে। ফলে প্রকৃত আবেদনকারীদের জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লট পাওয়া কঠিন হয়ে পড়ছে।
আরো পড়ুন:
কারাগারে বসেই কন্যা সন্তানের জন্ম দিলেন হত্যা মামলার আসামি
ঢাকা ও রাজশাহীতে ইতোমধ্যেই এমন একটি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এসব দালাল ভুয়া হাসপাতালের কাগজপত্র, বিদেশি দূতাবাসের জাল অ্যাপয়েন্টমেন্ট লেটার, নকল বিমান টিকিট এবং জাল ব্যাংক বিবরণী জমা দিয়ে ভিসা আবেদনে প্রতারণা করছে। এতে সাধারণ আবেদনকারীদের জরুরি ভিসাও প্রত্যাখ্যাত হচ্ছে।
ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো এই ধরনের জালিয়াতি ঠেকাতে নতুন প্রযুক্তিগত ব্যবস্থা গ্রহণ করেছে। পাশাপাশি বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। জরুরি প্রয়োজনে হেল্পলাইনের মাধ্যমেও ভিসা আবেদন জমা দেওয়ার ব্যবস্থা রয়েছে।
ভারতীয় কর্মকর্তারা জানান, গত বছরের ৫ আগস্টের আগে বছরে প্রায় ১৬ লাখ ভিসা ইস্যু করা হতো, যার মধ্যে প্রতিদিন গড়ে ৬ থেকে ৭ হাজার ভিসা দেওয়া হতো। ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকার কারণে এখন সেই সংখ্যা কমে এসেছে। বর্তমানে শুধু ট্যুরিস্ট ভিসা ছাড়া অন্যান্য ক্যাটাগরিতেই প্রতিদিন দেড় থেকে দুই হাজার ভিসা প্রদান অব্যাহত আছে।
কর্মকর্তারা আরও জানান, আগে ১৬টি কেন্দ্রে ভিসা আবেদন গ্রহণ করা হতো। তবে গত বছর ৫ আগস্টের পর কয়েকটি কেন্দ্রে ভাঙচুর ও অস্থিরতা সৃষ্টি হলে কার্যক্রম সীমিত করা হয়। তারা আশা প্রকাশ করেন, বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যটন ভিসাসহ পূর্ণমাত্রায় ভিসা কার্যক্রম আবারও চালু করা হবে।