Wednesday, October 22, 2025
Home১৪ মিনিটে ৪ গোলের ঝড়, আতলেতিকোকে উড়িয়ে দিল আর্সেনাল

১৪ মিনিটে ৪ গোলের ঝড়, আতলেতিকোকে উড়িয়ে দিল আর্সেনাল

‘হারামবল ক্লাসিকো’তে ফুটবল ভক্তরা দেখেছে এক অনন্য দৃশ্য। আর্সেনাল ১৪ মিনিটে ৪ গোল করে উড়িয়ে দিয়েছে আতলেতিকো মাদ্রিদকে। ম্যাচের প্রথম ভাগে চিরচেনা রক্ষণাত্মক খেলা চললেও ৫৭তম মিনিটে ডেক্লান রাইসের ফ্রি কিকে গ্যাব্রিয়েল মাগালায়েসের হেড গোলের পর পুরো দৃশ্যপট বদলে যায়। এরপর একের পর এক সেটপিসে দাপট দেখিয়ে আর্তেতার শিষ্যরা বুঝিয়ে দিয়েছে এই মৌসুমে সেটপিসই তাদের সবচেয়ে বড় অস্ত্র।

নেতিবাচক ফুটবলের জন্য বহুদিন ধরেই সমালোচিত আতলেতিকো মাদ্রিদ, তবে এবার সেই কৌশলের জবাব দিয়েছে আর্সেনাল। “হারামবল ক্লাসিকো নামে পরিচিত এই ম্যাচে ৫৭ মিনিট পর্যন্ত দুই দলই গোলশূন্য থাকলেও, এরপর শুরু হয় আর্সেনালের ঝড়।
ডেক্লান রাইসের নিখুঁত ফ্রি কিক থেকে গ্যাব্রিয়েলের হেডে আসে প্রথম গোল। এর পরপরই মাইলস লুইস-স্কেলির গতিময় দৌড় ও পাস থেকে গ্যাব্রিয়েল মার্টিনেলির বাঁকানো শটে দ্বিতীয় গোল। এরপর সুইডিশ ফরোয়ার্ড ভিক্টর ইয়োকেরেশ টানা দুইবার জাল খুঁজে পান একবার জটলার ভেতর থেকে, আরেকবার কর্নার থেকে গ্যাব্রিয়েলের পাসে।

২০২৩ সালের আগস্টে ক্লাবে যোগ দেওয়ার পর থেকেই ডেক্লান রাইস হয়ে উঠেছেন আর্সেনালের সাফল্যের কেন্দ্রবিন্দু। ইউরোপের পাঁচটি বড় লিগে ডেড বল থেকে রাইসের অ্যাসিস্ট এখন ১০টি যা ইন্টার মিলানের হাকান চালহানওলুর পর দ্বিতীয় সর্বোচ্চ।

লিভারপুলের কোচ আরনে স্লট ও ফুলহামের মার্কো সিলভা ইতোমধ্যে স্বীকার করেছেন, সেটপিসের দিক থেকে আর্সেনাল এখন ইউরোপের অন্যতম সেরা দল।

আরো পড়ুন : আফগানিস্তানে হামলায় তিন ক্রিকেটার নিহত, পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়াল এসিবি

এই মৌসুমে পেনাল্টি বাদে সেটপিস থেকে আর্সেনালের গোল সংখ্যা এখন ১০। ট্রফির দৌড়ে টিকে থাকতে আর্তেতার সবচেয়ে বড় ভরসা এই ভয়ঙ্কর সেটপিস দক্ষতা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ