১১+ শুভ নববর্ষ ১৪৩২ ছবি – পহেলা বৈশাখ ছবি ২০২৫
শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইলো আপনার ও আপনার পরিবারের জন্য। পহেলা বৈশাখ বাঙ্গালীদের কাছে ঐতিহ্যবাহী এবং সবচেয়ে পুরানো সাংস্কৃতিক অনুষ্ঠান শুভ নববর্ষ। বাংলা বছরের প্রথম দিনটিকে ১লা বৈশাখ অর্থাৎ এই দিনটিকে পহেলা বৈশাখ বলা হয়ে থাকে। শুভ নববর্ষ উৎসবটি এই বছর ২০২৫ সালের ১৪ তারিখে বাংলাদেশে এবং ১৫ তারিখে ইন্ডিয়াতে পালন করা হবে।
পহেলা বৈশাখের মূল তাৎপর্য
- হালখাতা: পহেলা বৈশাখের দিনে ব্যবসায়ীরা হালখাতা অনুষ্ঠান পালন করে থাকেন। বিশেষ করে দোকানদাররা এই দিনে ক্রেতাদের মিষ্টি খাওয়ায় থাকেন। এবং সেই সাথে ক্রেতা যে বাকি নেয় পুরানো বছরে তা পরিশোধ করেন হালখাতার অনুষ্ঠানে।
- গান ও নৃত্য: গ্রামাঞ্চল, শহর ও মহল্লায় একত্রে সকল জায়গায় পহেলা বৈশাখের গান ” এসো হে বৈশাখ এসো এসো” দিয়ে স্বাগত জানিয়ে গান ও নৃত্য প্রদর্শন করেন বাঙালিরা।
- পান্তা ইলিশ: পহেলা বৈশাখের দিনে শুভ নববর্ষের শুভেচ্ছা জানানো হয় এবং সেই সাথে পান্তা ভাত, ইলিশ মাছ ভাজা, শুকনা মরিচ এবং নানা পদের ভর্তা দিয়ে খেয়ে থাকেন বাঙালিরা।
- পোশাক: শুভ নববর্ষের দিনে নারীরা পড়ে লাল, সাদা ও হলুদ শাড়ি ও ছেলেরা পরে পাঞ্জাবি পরে অনুষ্ঠান পালন ও ঘোরাফেরা করে থাকেন।
- মেলা ও হাট: পহেলা বৈশাখের দিনে গ্রাম ও শহর সকল জায়গায়ই মেলা বসে। আর এই মেলায় পাওয়া যায় মাটির তৈরি বিভিন্ন আসবাবপত্র, খেলনা, বেতের তৈরি হস্তশিল্প ও খাবারের পসরা।
পহেলা বৈশাখ ছবি ১৪৩২
শুভ নববর্ষের শুভেচ্ছা জানানোর জন্য আপনাদের জন্য নিয়ে আসছি ১২টি পহেলা বৈশাখের শুভেচ্ছা পিকচার। আপনি এই পিকচারগুলো দিয়ে আপনার যে কোন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন বন্ধুদেরকে শুভেচ্ছা জানানোর জন্য। এই ছবিটি এই পোস্টের প্রথম ছবি তাই এই ছবিটিতে রয়েছে খুব সুন্দর ডিজাইন।

শুভ নববর্ষ 2025 শুভেচ্ছা ছবি
পহেলা বৈশাখের শুভেচ্ছা জানানোর জন্য আপনি যদি সুন্দর একটি পিকচার খুঁজে থাকেন তাহলে এই ছবিটি আপনার জন্য। এই ছবিটিতে রয়েছে ইউনিক বাংলা ফন্ট দিয়ে লেখা শুভ নববর্ষ।

শুভ নববর্ষ ছবি
এটি আরো একটি শুভ নববর্ষ লেখা ডিজাইন এর একটি শুভেচ্ছা পিকচার। এই পিকচারটিতে একটি হাঁড়িতে মিষ্টি রয়েছে এবং তার পিছনে কলা গাছের পাতা দিয়ে সাজানো হয়েছে। তাই আশা করি এই ছবিটি প্রত্যেকটি মানুষেরই পছন্দ হবে।

শুভ নববর্ষ ১৪৩২ ছবি
শুভ নববর্ষ ১৪৩২ সনের শুভেচ্ছা ছবি এটি দিয়ে আপনার আত্মীয় স্বজনদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করতে পারবেন।

নববর্ষের ছবি
পহেলা বৈশাখের দিনে বন্ধুদের সাথে শুভ নববর্ষের শুভেচ্ছা বিনিময় করার জন্য আপনি এই ছবিটি ব্যবহার করতে পারেন। এই ছবিটিতে একটি বার্তা কাপড়ের মধ্যে নববর্ষ লেখা ডিজাইন রয়েছে এবং রয়েছে আরো কিছু প্রতিক চিন্হ।

নববর্ষের শুভেচ্ছা ব্যানার ২০২৫
প্রাণ নিজের কাছের আপন মানুষদের যদি আপনি শুভেচ্ছা বিনিময় করতে চান তাহলে আপনি এই ছবিটি ব্যবহার করতে পারেন। এটি শুভ নববর্ষ আপনাকে জানাই শুভেচ্ছা এই লেখা রয়েছে। এটি শুধুমাত্র আপনার আপন কাছের মানুষদের সাথে শেয়ার করতে পারেন।

নববর্ষের ছবি ২০২৫
শুভ নববর্ষের একটি সুন্দর ডিজাইন যেটি দেখতে খুবই চমৎকার। এছাড়া এখানে শুভ নববর্ষ ১৪৩২ লেখা রয়েছে। আপনি এই ছবিটি আপনি আপনার সোশ্যাল মিডিয়ায় বন্ধুবান্ধব অথবা অপরিচিত যে কারো সাথে শেয়ার করতে পারেন।

নববর্ষের শুভেচ্ছা ছবি
শুভ নববর্ষ দিনে শুভেচ্ছা বিনিময় করার জন্য আপনি এই ছবিটি বেছে নিতে পারেন। এই ছবিটি আপনি সম্পূর্ণ ফুল এইচডিতে ডাউনলোড করতে পারবেন নিচে থাকা ডাউনলোড বাটনে ক্লিক করে। এখানে প্রত্যেকটা ছবির নিচে ডাউনলোড বাটন রয়েছে যেখানে ক্লিক করলে আপনি হাই কোয়ালিটি ছবিটি পেয়ে যাবেন কোন প্রকার ওয়াটার মার্ক ছাড়া।

shuvo noboborsho 2025 pic
শুভ নববর্ষের আরেকটি ছবি এটি দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে। পহেলা বৈশাখের দিনে আপনি এই ছবিটি যেকোনো মানুষের সাথে শেয়ার করতে পারেন। এই ছবিটিতে একটি বাড়িতে মিষ্টি ভরা এবং কয়েকটি কালার দ্বারা মিশ্রিত ছবিটি তৈরি করা হয়েছে।

শুভ নববর্ষ – শুভ নববর্ষ 2025 ছবি
শুভ নববর্ষ সবাইকে জানাই শুভেচ্ছা এরকম একটি ছবি যদি আপনি চান তাহলে আপনি এই ছবিটি বেছে নিতে পারেন। এই ছবিটি সব হাই কোয়ালিটি এলিমেন্টস দিয়ে তৈরি করা হয়েছে। যেটি দেখলেই শুভ নববর্ষের আবেগ প্রকাশ পাবে। এতে আপনি আপনার সোশ্যাল মিডিয়া শেয়ার করলে অবশ্যই এই ছবির একটি ফিডব্যাক আপনি পাবেন।

শুভ নববর্ষ 2025
শুভ নববর্ষের একটি হাই কোয়ালিটি লাল ব্যাকগ্রাউন্ড দের ছবি। যেখানে রয়েছে অনেক শাজ-শজিত আকার। এখানে সবকিছু দিয়েই তৈরি করা হয়েছে শুভ নববর্ষের শুভেচ্ছা পিকচার। তাই আপনি যদি এই ছবিটি পছন্দ হয়ে থাকে তাহলে এখনই ডাউনলোড করে নিতে পারেন।

পহেলা বৈশাখ ছবি
শুভ বর্ষের ঢাক-ঢোল, মিষ্টির হাড়ি, হিন্দুদের চিহ্ন, এই সব কিছু মিলিয়ে তৈরি করা হয়েছে শুভ নববর্ষের একটি শুভেচ্ছা বার্তা। এই শুভেচ্ছা বার্তাটি আপনি আপনার বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন অথবা অপরিচিত যে কোনো কারো সাথে শেয়ার করতে পারেন।

পহেলা বৈশাখ 2025
প্রত্যেক বাংলা বছরের প্রথম দিনে বাঙালিরা পহেলা বৈশাখ পালন করে থাকেন। আর এই দিনে বিশেষ করে ব্যবসায়ীরা হালখাতার শুভ অনুষ্ঠান পালন করে থাকেন। এর সাথে গ্রামে এবং শহরে প্রত্যেকটা জায়গায় বাংলা নববর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করেন। অনেকেই নৃত্য পরিদর্শন করেন এবং অনেকেই গান গায়। এই দিনে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, লালন ফকিরসহ অনেকে কবি ও সাহিত্যিক বাংলা নববর্ষ নিয়ে অসাধারণ রচনা দেখে গেছেন। আর তাদের এই রচনাগুলো দিয়েই এখনকার বাঙালিরা গান তৈরি করে থাকেন।
শুভ নববর্ষ অনুষ্ঠান কেন পালন করেন?
বাংলা ক্যালেন্ডারের বাংলা বছরের প্রথম দিনটিকে পহেলা বৈশাখ হিসেবে বাঙালিরা পালন করে থাকেন। আর এই পহেলা বৈশাখেই শুভ নববর্ষ অনুষ্ঠান পালন করে থাকেন। শুভ নববর্ষ মানে হলো নতুন বছরকে স্বাগত জানিয়ে শুরু করা। তাই এই দিনে বাঙালিরা শুভ নববর্ষর অনুষ্ঠান পালন করে থাকেন।
পহেলা বৈশাখের দিনে কি রংয়ের জামা-কাপড় পড়েন?
পহেলা বৈশাখের দিনে লাল-সাদা শাড়ি ও পাঞ্জাবি পড়ে থাকেন। এছাড়া অনেকেই হলুদ রং পছন্দ হয়ে থাকে এবং সে হলুদ রঙের জামা কাপড় পরিধান করেন। যাই হোক না কেন এই দিনে প্রত্যেকটা রঙের এই মূল্য রয়েছে। তাই আপনি যে কোন রংয়ের পোশাক পরিধান করতে পারেন। এখানে মূলত পহেলা বৈশাখের দিনে জামা কাপড় বাঙালিরা পরিধান করেন।
পহেলা বৈশাখের দিনটিকে শুভ বলা হয় কেন?
বাঙালিরা মনে করেন বছরের প্রথম দিন যদি ভালো কাটে তাহলে তার সারা বছর টাই ভালো কাটবে। তাই এই দিনে বাঙালিরা চেষ্টা করে জামা কাপড় পরা, সবাই মিলেমিশে থাকা, একসাথে খাওয়া দাওয়া করা, এবং এর সাথে সবাই মিলে অনুষ্ঠান এবং ঘুরে বেড়ায়। তাই এই দিনটিকে বাঙালিরা শুভ দিন বলে মনে করেন। তাই এই দিনে শুভ নববর্ষ পালিত হয়।
শুভ নববর্ষের দিনে বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রা আয়োজন করে থাকেন। তারা রংবেরঙের মুখোশ ও শিল্পকর্ম নিয়ে শুভ নববর্ষের অনুষ্ঠান পালন করে থাকেন। এছাড়া এই শুভ বর্ষা দিনটিকে ইউনেস্কো কর্তৃপক্ষ স্বীকৃতি দিয়েছেন ” Intangible Cultural Heritage “.
তাই আসুন সবাই মিলেমিশে একসাথে একে অপরকে শুভেচ্ছা বিনিময় করি এবং শুভ নববর্ষের দিনটিকে স্মরণীয় করার জন্য অনুষ্ঠান পালন করি।