ডাবলিনে অভিবাসন বিরোধী বিক্ষোভ-সহিংসতায় উত্তেজনা ছড়িয়েছে মঙ্গলবার। ১০ বছর বয়সি এক শিশুর ওপর যৌন নিপীড়নের অভিযোগকে কেন্দ্র করে শুরু হওয়া প্রতিবাদ আন্দোলন দ্রুত সহিংসতায় রূপ নেনি। হাজার হাজার বিক্ষোভকারী শহরের কেন্দ্রীয় সড়কগুলো ঘিরে মিছিল করেন। পুলিশের সঙ্গে সংঘর্ষে বোতল ও পটকা নিক্ষেপ, পুলিশ ভ্যান জ্বালানোসহ পরিস্থিতি নিয়ন্ত্রণে পিপার স্প্রে ব্যবহার করা হয় এবং বেশ কয়েকজনকে আটক করা হয়।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকাল থেকে ডাবলিন শহরের কেন্দ্রে হাজার হাজার মানুষ জড়ো হন। বিক্ষোভকারীদের হাতে জাতীয় পতাকা, ‘আইরিশ লাইভস ম্যাটার’ এবং ‘গেট দেম আউট’ লেখা পোস্টার দেখা যায়।
মিছিলের সময় আন্দোলনকারীরা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। ক্রমেই উত্তেজনা বৃদ্ধি পায়, পুলিশ ভ্যান ও সরঞ্জাম লক্ষ্য করে বোতল ও পটকা নিক্ষেপ করা হয়। এক পর্যায়ে পুলিশকে পিপার স্প্রে ব্যবহার করতে হয়।
বিক্ষোভে অন্তত কয়েকজনকে আটক করা হয়েছে, তবে আহতের সংখ্যা বা আরও বিশদ তথ্য এখনও নিশ্চিত হয়নি।
বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের বিক্ষোভ-সহিংসতা প্রাথমিকভাবে একটি স্থানীয় ঘটনা হলেও দ্রুত রাজনৈতিক এবং সামাজিক বিতর্কে রূপ নেয়। অভিবাসন, শিশু সুরক্ষা ও নাগরিক নিরাপত্তা নিয়ে এ ধরনের ঘটনা আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ।
আরো পড়ুন : আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৪০, আহত অন্তত ১৭০
আয়ারল্যান্ডের আইনশৃঙ্খলা বাহিনী বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি বিক্ষোভকারীদের সঙ্গে সংলাপের মাধ্যমে উত্তেজনা প্রশমনের চেষ্টা চলছে।