Tuesday, October 14, 2025
Homeহোয়াইটওয়াশ এড়াতে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

হোয়াইটওয়াশ এড়াতে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

আফগানিস্তানের বিপক্ষে টানা দুই ম্যাচ হেরে সিরিজ ইতোমধ্যেই হাতছাড়া বাংলাদেশের। তাই আজকের তৃতীয় ও শেষ ওয়ানডে অনেকটা নিয়মরক্ষার ম্যাচ হলেও, হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে মর্যাদা রক্ষাই এখন মেহেদী হাসান মিরাজের দলের প্রধান লক্ষ্য। সম্মান রক্ষার এই ম্যাচে ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই দেখা যেতে পারে কিছু রদবদল

আবুধাবিতে শেষ লড়াই আজ

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। প্রথম দুই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় বিপর্যস্ত বাংলাদেশ পুরো ৫০ ওভার টিকতে পারেনি একবারও। দ্বিতীয় ওয়ানডেতে আরও বড় ভরাডুবিতে পড়েছে শান্ত–জাকেররা, যা নিয়ে টিম ম্যানেজমেন্টে চিন্তার ভাঁজ।

ওপেনিং জুটিতে পরিবর্তনের ইঙ্গিত

প্রথম দুই ম্যাচে ০ ও ১০ রান করা তানজিদ হাসানকে বাদ দেওয়া হতে পারে। তার বদলে ওপেনিংয়ে ফিরতে পারেন মোহাম্মদ নাঈম, সঙ্গে থাকবেন সাইফ হাসান। এ পরিবর্তনের লক্ষ্য টপ অর্ডারে স্থিতি আনা এবং ইনিংস বড় করা।

আরো পড়ুন :মেসির প্রশংসায় মুখর এমবাপ্পে, বললেন-তাঁর পাশে খেলাটা ছিল এক বিশেষ সৌভাগ্য’

মিডল অর্ডারে আসতে পারে নতুন মুখ

অফ ফর্মে থাকা জাকের আলীর জায়গায় আজ সুযোগ পেতে পারেন শামীম হোসেন পাটোয়ারি। গত দুই ম্যাচে জাকেরের ১০ ও ১৮ রানের পারফরম্যান্সে সন্তুষ্ট নয় টিম ম্যানেজমেন্ট। তাই শামীমকে নামানো হতে পারে ছয় নম্বরে, ব্যাটিংয়ে বাড়তি শক্তি আনতে।

বোলিং ইউনিটে বিশ্রাম ও পরিবর্তন দুটোই

প্রথম দুই ম্যাচ না খেলা নাহিদ রানা আজ একাদশে সুযোগ পেতে পারেন। তানজিম হাসান সাকিবের জায়গায় তাকে দলে নেওয়া হতে পারে। এছাড়া সিরিজের শেষ ওয়ানডে হওয়ায় বেঞ্চে থাকা কয়েকজন ক্রিকেটারকে আজ সুযোগ দেওয়ার সম্ভাবনাও প্রবল।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, নাহিদ রানা, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ