পাকিস্তানের সঙ্গে গত রাতে অনুষ্ঠিত এশিয়া কাপের ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের খেলা শেষে হাত না মেলানো ঘটনা নিয়ে পাকিস্তানে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। খেলোয়াড়রা যেমন মাঠে প্রতিদ্বন্দ্বিতা দেখিয়েছে, তেমনি খেলার শেষে সম্মানের রীতি মানা হয়নি। এই আচরণ সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিতর্কের সৃষ্টি করেছে।
সাবেক পাকিস্তানি অধিনায়ক রশিদ লতিফ এক্সে লিখেছেন, “হ্যাঁ, তোমরা বিশ্বের সেরা দল, কিন্তু খেলার শেষে হাত মেলাওনি। এতেই তোমাদের আসল রূপ প্রকাশ পেল!” পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আইসিসির ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানিয়েছে। যদিও ম্যাচের সময় কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল বলে তারা জানিয়েছেন, কিন্তু খেলা শেষে ভারতীয় দল ড্রেসিংরুমে ফিরে গিয়ে দরজা বন্ধ করে দেয়।
আরো পড়ুন: ২৪ ঘণ্টায় ১৫ লাখ আবেদন! ২০২৬ ফিফা বিশ্বকাপের টিকিটে উন্মাদনা
পিসিবি কর্মকর্তারা বলেছেন, খেলোয়াড়দের হাত না মেলানোয় পাকিস্তানি দল কিছু সময় মাঠে অপেক্ষা করতে বাধ্য হয় এবং লজ্জায় পড়েছে। তাদের দাবি, টসের সময় রেফারি দুই অধিনায়ককে বিশেষভাবে নির্দেশ দিয়েছিলেন, কিন্তু খেলা শেষে এমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি।
পাকিস্তানের চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নাকভি ভারতীয় দলের আচরণ তীব্রভাবে সমালোচনা করেছেন। তিনি বলেন, “খেলোয়াড়সুলভ মনোভাবের অভাব দেখা গেছে। খেলায় রাজনীতি টেনে আনা খেলাধুলার মূল চেতনার পরিপন্থী।”
সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতারও ভারতীয় দলের পারফরম্যান্সকে স্বীকৃতি দিলেও তাদের আচরণে হতাশা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, “তোমরা দারুণ খেলেছ, অভিনন্দন। কিন্তু খেলার সঙ্গে রাজনীতি যুক্ত করা উচিত নয়, হাত মেলাও।”
এই ম্যাচে ভারতের কাছে পাকিস্তান নিঃশব্দ হয়ে গেছে। সালমান–আফ্রিদিদের দেওয়া ১২৮ রানের লক্ষ্য সূর্যকুমারের দল ৭ উইকেট ও ২৫ বল বাকি রেখে ছাড়িয়ে গেছে। ভারতের অনায়াস জয়ে এশিয়া কাপের সুপার ফোরে ওঠা প্রায় নিশ্চিত হয়ে গেছে। পাকিস্তানকে সুপার ফোরে যেতে হলে বুধবারের ম্যাচে জিততে হবে।