রাজধানীর সুপরিচিত শিক্ষাপ্রতিষ্ঠান হলিক্রস উচ্চ বালিকা বিদ্যালয় ২০২৬ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণির ছাত্রী ভর্তির নিয়মকানুন প্রকাশ করেছে। এ বছর মোট ১০০ জন ছাত্রী ভর্তি করা হবে। এর মধ্যে মুসলিম ৫০%, খ্রিষ্টান ৩০%, হিন্দু ১৫% এবং বৌদ্ধ ৫% শিক্ষার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া ৪০% আসন থাকবে ক্যাচমেন্ট এরিয়ার শিক্ষার্থীদের জন্য।
ভর্তি ফরম সংগ্রহের তারিখ ও সময়
ভর্তির আবেদন ফরম সংগ্রহ করা যাবে আগামী ১৪, ১৫, ১৬, ১৮, ১৯, ২০, ২১ ও ২২ অক্টোবর ২০২৫ তারিখে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। মা অথবা বাবা যেকোনো একজনকে সরাসরি বিদ্যালয় থেকে ফরম সংগ্রহ করতে হবে। ফরমের মূল্য ৩০০ টাকা, যা ফেরতযোগ্য নয়।
বয়স ও প্রয়োজনীয় কাগজপত্র
- প্রার্থীর জন্ম তারিখ ১ জুলাই ২০১১ থেকে ৩০ জুন ২০২০–এর মধ্যে হতে হবে।
- জন্মনিবন্ধনের ডিজিটাল রঙিন কপি জমা দিতে হবে।
- খ্রিষ্টান প্রার্থীদের বাপ্তিস্ম সনদপত্র (অরিজিনাল) এবং জন্মনিবন্ধনের ডিজিটাল কপি জমা দিতে হবে।
- আবেদন ফরমে থাকা সিরিয়াল নম্বরই হবে লটারির নম্বর।
পূরণ করা ফরম জমা দেওয়ার নিয়ম
পূরণকৃত আবেদন ফরম নির্দিষ্ট সময় ও ক্রমিক অনুসারে ১৪ ও ১৫ নভেম্বর ২০২৫ তারিখে বিদ্যালয়ে জমা দিতে হবে। প্রতিটি ফরমের জন্য আলাদা সময়সীমা নির্ধারণ করা হয়েছে, যা বিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।
আরো পড়ুন: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিবিএ প্রোগ্রামে ভর্তি শুরু, এইচএসসি পাসেই সুযোগ
ফরমের সঙ্গে জমা দিতে হবে যে কাগজপত্র
- সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজ ছবি
- জন্মনিবন্ধনের ডিজিটাল রঙিন কপি (অরিজিনাল সঙ্গে আনতে হবে)
- ক্যাচমেন্ট এরিয়ার জন্য বিদ্যুৎ বিল ও বাড়িভাড়ার চুক্তিপত্র
- টিকা কার্ডের কালার কপি
- মা–বাবার এনআইডির ফটোকপি (একই পাতায়)
- খ্রিষ্টান প্রার্থীদের বাপ্তিস্ম সনদ (অরিজিনাল)
প্রার্থীর বাবা–মা এবং শিক্ষার্থীকে ফরম জমা দেওয়ার সময় একসঙ্গে উপস্থিত থাকতে হবে।
ভর্তি প্রক্রিয়া ও লটারি
হলিক্রস স্কুলে প্রথম শ্রেণির ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ লটারির মাধ্যমে সম্পন্ন হবে। বিদ্যালয় পরিচালনা পর্ষদের অনুমোদিত নিয়মে এই লটারি অনুষ্ঠিত হবে। ফলাফল বিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। বিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তই এখানে চূড়ান্ত বলে গণ্য হবে।