Friday, August 22, 2025
Homeহঠাৎ বদলে গেল স্মার্টফোনের ডায়ালপ্যাড: গুগল ফোন অ্যাপে আসলো নতুন মেটেরিয়াল থ্রি...

হঠাৎ বদলে গেল স্মার্টফোনের ডায়ালপ্যাড: গুগল ফোন অ্যাপে আসলো নতুন মেটেরিয়াল থ্রি এক্সপ্রেসিভ ডিজাইন

প্রযুক্তিপ্রেমীদের জন্য বড় চমক এনেছে গুগল। জনপ্রিয় গুগল ফোন অ্যাপে এসেছে এক নতুন নকশা “Material You Expressive” বা মেটেরিয়াল থ্রি এক্সপ্রেসিভ ডিজাইন। শুধু ডায়ালপ্যাড নয়, পুরো অ্যাপের হোম, কল স্ক্রিন ও সার্চ অপশনে এসেছে পরিবর্তন।

কী কী বদলালো

  • নতুন হোম পেজ: আগে আলাদা থাকা ফেভারিটস ও রিসেন্টস এখন একত্রে এসেছে। স্টার মার্ক করা প্রিয় কন্টাক্টগুলো থাকবে স্লাইডার আকারে, আর নিচে থাকবে সাম্প্রতিক কল তালিকা।
  • ডায়ালপ্যাড পরিবর্তন: ফ্লোটিং অ্যাকশন বাটন বাদ দিয়ে সরাসরি অ্যাপের ভেতরে রাখা হয়েছে নতুন গোলাকার ডায়ালপ্যাড।
  • কন্টাক্ট সার্চে নতুনত্ব: আলাদা ট্যাব বাদ দিয়ে আনা হয়েছে ড্রয়ার মেনু, যেখানে কন্টাক্টস, কল হিস্ট্রি ক্লিয়ার, সেটিংস, হেল্প-সব পাওয়া যাবে এক জায়গায়।
  • ইনকামিং কল স্ক্রিন: এখন কল রিসিভ বা কেটে দেওয়ার জন্য ব্যবহারকারীরা বেছে নিতে পারবেন দুইটি পদ্ধতি-আড়াআড়ি সোয়াইপ অথবা এক ট্যাপে কল গ্রহণ/বাতিল
  • কল চলাকালীন স্ক্রিন: মিউট, স্পিকার, কাট বাটনগুলো নতুন ডিম্বাকার (pill-shaped) ডিজাইনে এসেছে। কল কেটে দেওয়ার বাটনটি এখন আরও বড় ও স্পষ্ট।
  • একীভূত ডিজাইন: ফোন অ্যাপ ছাড়াও একই নকশা ইতিমধ্যেই চালু হয়েছে Google Contacts ও Google Messages অ্যাপে। ফলে পুরো গুগল ইকোসিস্টেমে থাকবে একই অভিজ্ঞতা।

ব্যবহারকারীদের প্রতিক্রিয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে এই পরিবর্তন নিয়ে মতামত মিশ্র। অনেকেই এক ট্যাপেই কল রিসিভের সুবিধা ও বড় কল এন্ড বাটনকে প্রশংসা করছেন। তবে কন্টাক্টস ট্যাবকে ড্রয়ারে নেওয়া এবং ডিফল্ট ডার্ক থিম নিয়ে কিছু ব্যবহারকারী অসন্তোষ প্রকাশ করেছেন।

আপডেট কিভাবে পাবেন

এই নতুন ডিজাইন এসেছে গুগল ফোন অ্যাপের ভার্সন ১৮৬-এ। যারা এখনো পাননি, তারা গুগল প্লে স্টোর থেকে আপডেট করে নতুন অভিজ্ঞতা নিতে পারবেন।

Star Shanto
Star Shanto
আমি শান্ত ঘোষ "স্টার শান্ত" ওয়েবসাইটের মালিক ও ম্যানেজিং পয়েন্টে যুক্ত রয়েছি। আমার রয়েছে অনলাইনে বিভিন্ন বিষয় ৭ বছরের অভিজ্ঞতা। তবে আমার এই ওয়েবসাইটে আমি নতুন প্রযুক্তি, নতুন ইনফরমেশন ও বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে লেখালেখি করি যাহাতে আপনাদের নতুন কিছু শেখাতে ও জানাতে পারি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ