Friday, October 3, 2025
Homeস্যামসাং গ্যালাক্সি Z ট্রাইফোল্ডে আসছে ১০০ গুণ জুম ক্যামেরা

স্যামসাং গ্যালাক্সি Z ট্রাইফোল্ডে আসছে ১০০ গুণ জুম ক্যামেরা

স্যামসাংয়ের বহুল প্রতীক্ষিত গ্যালাক্সি Z ট্রাইফোল্ড নিয়ে ফাঁস হলো বড় এক তথ্য। এক্স ব্যবহারকারী @TechHighest ও @evowizz সম্প্রতি কিছু অ্যানিমেশন প্রকাশ করেছেন, যেখানে দেখা যাচ্ছে ডিভাইসটির সফটওয়্যার ফিচারগুলো। সবচেয়ে আলোচিত বিষয় হলো ক্যামেরা—ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, ট্রাইফোল্ডে থাকতে পারে সর্বোচ্চ ১০০ গুণ জুম সুবিধা।

ফোল্ড সিরিজের সীমাবদ্ধতা কাটাতে নতুন চমক

এখন পর্যন্ত স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনগুলোতে ক্যামেরার জুম লেন্স সীমিত ছিল মাত্র ৩ গুণে। অথচ একই কোম্পানির আরও সাশ্রয়ী ফোনেও প্রায় একই মানের জুম ক্যামেরা পাওয়া যেত। দীর্ঘদিন ধরেই ব্যবহারকারীরা আল্ট্রা সিরিজের টেলিফটো ক্যামেরা ফোল্ড মডেলগুলোতে চেয়েছেন, কিন্তু সাত প্রজন্মেও তা বাস্তবায়ন হয়নি।

প্রথম মডেলেই আল্ট্রা–লেভেল অভিজ্ঞতা

স্যামসাং গ্যালাক্সি z ট্রাইফোল্ডে আসছে ১০০ গুণ জুম ক্যামেরা 2
স্যামসাং গ্যালাক্সি Z ট্রাইফোল্ডে আসছে ১০০ গুণ জুম ক্যামেরা। ছবি: স্যামমোবাইল।

যদি লিকটি সত্যি হয়, তবে গ্যালাক্সি Z ট্রাইফোল্ড প্রথম মডেলেই সেই সীমাবদ্ধতা কাটিয়ে উঠবে। এতে থাকতে পারে ২০০ মেগাপিক্সেল মূল ক্যামেরা, যা ইতোমধ্যেই গ্যালাক্সি S আল্ট্রা ও ফোল্ড ৭ মডেলে ব্যবহৃত হয়েছে। সঙ্গে ১০০ গুণ জুম সুবিধা থাকলে এটি স্যামসাংয়ের সবচেয়ে শক্তিশালী ফোল্ডেবল ক্যামেরা সেটআপে পরিণত হবে।

আরো পড়ুন: শাওমি ১৭ প্রো-এর রিয়ার ডিসপ্লে কেন আলাদা?

দাম ও প্রাপ্যতা

গ্যালাক্সি Z ট্রাইফোল্ড বাজারে আসতে সময় লাগবে আরও কিছু মাস। ডিভাইসটির দাম যে বেশ চড়া হবে, তা অনুমান করা যাচ্ছে। তবে যারা কিনতে সক্ষম হবেন, তাদের জন্য সুখবর হলো—এবার আর ক্যামেরা পারফরম্যান্স নিয়ে আপস করতে হবে না।

Ratan Datta
Ratan Datta
আমি রতন দত্ত "স্টার শান্ত" ওয়েবসাইটে ম্যানেজিং ও এডিটর হিসেবে নিয়োজিত রয়েছি। আমি খেলাধুলা, অটোমোবাইল, বিনোদন ও বিভিন্ন বিষয় লেখালেখি করি এবং আমার লক্ষ্য আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য ও সহজে বোঝানো।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ