প্রযুক্তি ডেস্ক: ফাঁস হওয়া One UI 8.5 ফার্মওয়্যারের কোডে নিশ্চিত হয়েছে স্যামসাংয়ের পরবর্তী বড় সফটওয়্যার সংস্করণ One UI 9.0। ধারণা করা হচ্ছে এটি অ্যান্ড্রয়েড ১৭ ভিত্তিক হবে এবং One UI 8.5 কিংবা 8.0 এর তুলনায় আরও উন্নত ফিচার নিয়ে আসবে।
কবে আসতে পারে One UI 9.0
One UI 9.0 আনুষ্ঠানিকভাবে প্রকাশ হতে প্রায় এক বছর সময় লাগতে পারে। তবে সাম্প্রতিক বছরগুলোতে স্যামসাং নতুন অ্যান্ড্রয়েড ও One UI সংস্করণ দ্রুত আনছে। সেই হিসেবে এবারও আগেভাগে রিলিজ হতে পারে। উল্লেখ্য, One UI 8.0 মুক্তি পেয়েছিল গত ১৫ সেপ্টেম্বর।
কোন ডিভাইসে আগে আসবে
আশা করা হচ্ছে, স্যামসাংয়ের আসন্ন Galaxy Z Fold ও Galaxy Z Flip ফ্ল্যাগশিপ মডেলগুলোতে ডিফল্টভাবে One UI 9.0 দেওয়া হবে। এছাড়া আগামী বছরে বাজারে আসতে পারে কোম্পানির প্রথম ট্রাই-ফোল্ড ফোল্ডেবল ফোন, যা বিশ্বব্যাপী One UI 9.0 সহ লঞ্চ হতে পারে।
অন্যদিকে Galaxy S26 সিরিজ চালু হবে One UI 8.5 নিয়ে এবং সম্ভবত তারাই প্রথম আপডেট হিসেবে One UI 9.0 পাবে।
নতুন কী ফিচার আসছে?
এখনো স্পষ্টভাবে জানা যায়নি One UI 9.0-এ কী কী নতুন ফিচার বা এআই সক্ষমতা যুক্ত হবে। তবে ফাঁস হওয়া One UI 8.5 ফার্মওয়্যারে কিছু ইঙ্গিত পাওয়া যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আরো পড়ুন: ফায়ার-বোল্টের স্মার্ট চশমা FireLens Vision AI ভারতে উন্মোচন
স্যামসাং খুব শিগগিরই One UI 8.0 আরও বেশি ডিভাইসে উন্মুক্ত করবে। এরই মধ্যে এটি Galaxy S25 সিরিজে চালু হয়েছে এবং মাসের শেষের দিকে অন্যান্য মডেলেও পাওয়া যাবে। ফলে ব্যবহারকারীরা এখন 8.0-এর অভিজ্ঞতা নেওয়ার সুযোগ পাচ্ছেন, আর পরবর্তী ধাপের জন্য অপেক্ষা করতে হবে One UI 9.0-এর আনুষ্ঠানিক ঘোষণার।