Tuesday, October 7, 2025
Homeস্মার্টফোন দুনিয়ায় চমক: Honor Power 2-এ থাকছে ১০,০০০mAh ব্যাটারি

স্মার্টফোন দুনিয়ায় চমক: Honor Power 2-এ থাকছে ১০,০০০mAh ব্যাটারি

Honor আনছে ১০,০০০mAh ব্যাটারির ফোন

চীনা ব্র্যান্ড Honor তাদের পাওয়ার সিরিজে বড় চমক আনতে যাচ্ছে। চলতি বছরের এপ্রিলে লঞ্চ হয়েছিল Honor Power যার বিশাল ৮,০০০mAh ব্যাটারি ইতিমধ্যেই ব্যবহারকারীদের নজর কেড়েছে। তবে এখন শোনা যাচ্ছে, কোম্পানি এর উত্তরসূরি Honor Power 2-এর কাজ শুরু করে দিয়েছে। আর এটির সবচেয়ে বড় আকর্ষণ হবে আরও শক্তিশালী ১০,০০০mAh ব্যাটারি।

ব্যাটারির দিক থেকে বড় আপগ্রেড

Honor Power 2 মূলত ব্যাটারির দিক থেকেই সবচেয়ে বড় পরিবর্তন আনছে। আগের মডেলে যেখানে ছিল ৮,০০০mAh ব্যাটারি, নতুন ডিভাইসে সেটি বাড়তে বাড়তে হয়েছে পুরো ১০,০০০mAh অর্থাৎ প্রায় ২৫% বেশি ব্যাটারি ক্ষমতা মিলতে পারে এই ফোনে। এত বড় ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটির ওজন নাকি তুলনামূলক হালকা থাকবে। টিপস্টারদের মতে, এর ওজন হবে প্রায় ২১০-২২০ গ্রাম, যা ব্যবহারকারীদের জন্য বেশ ব্যবহারবান্ধব হবে।

চিপসেট ও পারফরম্যান্স

ডিভাইসটিতে ব্যবহার করা হবে MediaTek Dimensity 8500 SoC, যা এ বছরের শেষ নাগাদ বাজারে আসার কথা। এটি একটি মিড-হাই এন্ড চিপসেট, ফলে গেমিং, মাল্টিটাস্কিং এবং দৈনন্দিন ব্যবহারে পাওয়ারফুল অভিজ্ঞতা দেওয়ার আশা করা হচ্ছে।

ডিসপ্লে ফিচারস

Honor Power 2-এ থাকছে একটি ৬.৭৯-ইঞ্চি LTPS OLED ডিসপ্লে যার রেজোলিউশন হবে 1.5K। স্ক্রিন সাইজ সামান্য বড় হলেও আগের মডেলের তুলনায় রেজোলিউশনে কোনো পরিবর্তন আসেনি। তবে OLED প্যানেল থাকায় কালার রিপ্রোডাকশন ও ভিউয়িং এক্সপেরিয়েন্স উন্নত হবে বলেই ধারণা।

আরো দে

লঞ্চ টাইমলাইন

লিকস্টার Digital Chat Station (DCS) জানিয়েছেন, এই ফোনটি চীনের বাজারে ২০২৬ সালের প্রথমার্ধেই উন্মোচিত হতে পারে। যদিও এখনো এর অফিসিয়াল নাম নিশ্চিত নয়, তবে ধারণা করা হচ্ছে এটি হবে Honor Power 2 অথবা অন্য কোনো পাওয়ার সিরিজ ব্র্যান্ডিং।

অন্যান্য Honor ডিভাইস

এদিকে Honor আগামী অক্টোবর মাসে Honor Magic 8 ও Magic 8 Pro লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এই ডিভাইসগুলোতে থাকবে শক্তিশালী Snapdragon 8 Elite 2 SoC। এর পরেই কোম্পানি GT 2 সিরিজে মনোযোগ দেবে, যেখানে Snapdragon 8 Gen 5 ও 8 Elite 2 প্রসেসর ব্যবহারের সম্ভাবনা রয়েছে।

আরো পড়ুন: গুগল Pixel 10 সিরিজ উন্মোচন: ট্রিপল ক্যামেরা, Tensor G5 চিপ ও ৭ বছর আপডেট সহ

বর্তমানে বাজারে ১০,০০০mAh ব্যাটারির ফোন খুবই বিরল। তাই Honor Power 2 স্মার্টফোনটি আসলে এটি নিঃসন্দেহে গেম-চেঞ্জার হিসেবে বিবেচিত হবে। বিশাল ব্যাটারি, শক্তিশালী চিপসেট এবং বড় OLED ডিসপ্লের সমন্বয় এটিকে দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ চাওয়া ব্যবহারকারীদের কাছে অত্যন্ত জনপ্রিয় করে তুলতে পারে।

Star Shanto
Star Shanto
আমি শান্ত ঘোষ "স্টার শান্ত" ওয়েবসাইটের মালিক ও ম্যানেজিং পয়েন্টে যুক্ত রয়েছি। আমার রয়েছে অনলাইনে বিভিন্ন বিষয় ৭ বছরের অভিজ্ঞতা। তবে আমার এই ওয়েবসাইটে আমি নতুন প্রযুক্তি, নতুন ইনফরমেশন ও বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে লেখালেখি করি যাহাতে আপনাদের নতুন কিছু শেখাতে ও জানাতে পারি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ