Friday, August 22, 2025
Home‘স্পিরিট অব মুম্বাই’ আবারও আলোচনায়, বৃষ্টিতে রাস্তা হয়ে গেছে নদী

‘স্পিরিট অব মুম্বাই’ আবারও আলোচনায়, বৃষ্টিতে রাস্তা হয়ে গেছে নদী

মুম্বাইয়ে টানা ভারী বর্ষণে শহরের জনজীবন প্রায় অচল হয়ে পড়েছে। মঙ্গলবার প্রবল বৃষ্টির মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় একটি বিলাসবহুল মেরসেডিজ গাড়ি জলাবদ্ধ রাস্তায় আটকে রয়েছে

মঙ্গলবার টানা দ্বিতীয় দিনের মতো প্রবল বর্ষণে মুম্বাইয়ের রাস্তাঘাট ডুবে যায়। এতে সড়ক যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয় এবং স্থানীয় ট্রেন সার্ভিস, যা শহরের প্রধান লাইফলাইন হিসেবে পরিচিত, তাতেও বিঘ্ন ঘটে।

অফিসিয়াল সূত্র জানায়, বৃষ্টির কারণে মুম্বাইয়ের সব স্কুল, কলেজ ও সরকারি-বেসরকারি অফিস বন্ধ ঘোষণা করা হয়। নগর কর্তৃপক্ষ ও পুলিশ জরুরি প্রয়োজনে ছাড়া ঘরের বাইরে না যেতে বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে। সেইসঙ্গে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে কর্মীদের ওয়ার্ক ফ্রম হোম দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

‘স্পিরিট অব মুম্বাই আবারও আলোচনায় বৃষ্টিতে রাস্তা হয়ে গেছে নদী 2
‘স্পিরিট অব মুম্বাই’ আবারও আলোচনায়, বৃষ্টিতে রাস্তা হয়ে গেছে নদী। ছবি: ভিডিও থেকে

মেরসেডিজের ভিডিও ভাইরাল

বৃষ্টির মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, অন্ধেরি ওয়েস্ট এলাকার একটি জলাবদ্ধ রাস্তায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে একটি লাক্সারি মেরসেডিজ গাড়ি। সেই সময় একটি অটোরিকশা গাড়িটিকে পাশ কাটিয়ে চলে যায়।

ভিডিওটি সংবাদ সংস্থা এএনআই শেয়ার করার পরই এক্স প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) তা নিয়ে শুরু হয় নানা মন্তব্য।

‘স্পিরিট অব মুম্বাই’ নিয়ে কৌতুক

ভিডিওটি ঘিরে অনেকে মজা করে লিখেছেন, “স্পিরিট অব মুম্বাই।” আবার কেউ লিখেছেন, “আহা, স্পিরিট অব মুম্বাই।” আরেকজন ব্যবহারকারী বলেন, “মুম্বাই স্পিরিট তার শীর্ষে।”

‘স্পিরিট অব মুম্বাই আবারও আলোচনায় বৃষ্টিতে রাস্তা হয়ে গেছে নদী 3
‘স্পিরিট অব মুম্বাই’ আবারও আলোচনায়, বৃষ্টিতে রাস্তা হয়ে গেছে নদী। ছবি: ভিডিও থেকে

তবে অনেকেই প্রশ্ন তুলেছেন, এমন আবহাওয়ায় বেসরকারি অফিস খোলা রাখা উচিত কি না। এক মুম্বাইকার লিখেছেন, “শৈশবে দেখতাম শহর এক দিনের মধ্যে বৃষ্টির ধকল সামলে উঠে দাঁড়ায়, কিন্তু এ বছর পরিস্থিতি ভিন্ন। প্রতিটি বর্ষায় নতুন গল্প তৈরি হয়, আর প্রতিবেশীরা এখনও একে অপরকে সাহায্য করে যায়।”

দ্রষ্টব্য (Disclaimer):
এই প্রতিবেদনটি প্রকাশিত তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে। এখানে উল্লেখিত ভিডিও ও মন্তব্যসমূহ বিভিন্ন সংবাদসংস্থা এবং সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সংগ্রহ করা।

সূত্র: হিন্দুস্থান টাইমস

Ratan Datta
Ratan Datta
আমি রতন দত্ত "স্টার শান্ত" ওয়েবসাইটে ম্যানেজিং ও এডিটর হিসেবে নিয়োজিত রয়েছি। আমি খেলাধুলা, অটোমোবাইল, বিনোদন ও বিভিন্ন বিষয় লেখালেখি করি এবং আমার লক্ষ্য আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য ও সহজে বোঝানো।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ